আজ শনিবার ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাসের কারণে দেশের সবকিছু থমকে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থগিত হয়েছে গেছে এইচএসসি ও সমমানের পরীক্ষাও। তবে আগামী ৩১ মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর জন্য কাজ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।
জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষা সচিব মাহাবুব হোসেনের সঙ্গে ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্স করেছেন। সেখানে এই সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সূত্র জানা গেছে, আগামী সপ্তাহে রুটিন তৈরির কাজ শুরু হবে। এছাড়া করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা বোর্ডে আসবে। তারপর ফল প্রকাশ করা হবে।
করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত ১ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এখন পরীক্ষা কবে হবে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া চলতি শিক্ষাবর্ষের সিলেবাস নিয়েও শঙ্কা বাড়ছে।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি নেয়া রয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পরীক্ষা নেয়া হবে। সেক্ষেত্রে ৩১ মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা চলছে। পরীক্ষার রুটিন আগের মতই থাকলেও তারিখ পরিবর্তন হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘করোনার কারণে লকডাউন ঘোষিত হওয়ায় শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এজন্য অনলাইনে মিটিং করা হয়। মিটিংয়ের সম্ভাব্য সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসি পরীক্ষা ৩১ মে শুরু হবে।’
তিনি আরও জানান, ‘এবার করোনার কারণে এক মাসের মধ্যে এ পরীক্ষা শেষ করা হবে। ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। পাশাপাশি জেএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হবে। ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।’

করোনাভাইরাস সংক্রমণে মারা গেলেন স্প্যানিশ রাজকন্যা মারিয়া তেরেসা অব বরবন পারমা।... আরো পড়ুন

নিজস্ব সংবাদদাতা, ঢাকা; গত ৪৮ বছরে গণস্বাস্থ্য কাউকে ঘুষ দেয়নি, দেবে... আরো পড়ুন

বাংলাদেশের ১ নং সরকারি সার্ভিস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস)। সিভিল সার্ভিসের... আরো পড়ুন

মুহিত আহমেদ জামিল : উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী কয়েকমাসকে একজন শিক্ষার্থীর... আরো পড়ুন

পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়ঃ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরীক্ষায় ভালো করার উপায়... আরো পড়ুন