আজ শুক্রবার ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

বাংলা ব্যাকরণের এই প্রশ্নগুলো থেকে ২ মার্ক কমন পাবেন। চাকরির প্রস্তুতি

  • বাংলা
  • ২১ জানুয়ারি, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
  • 8433 views
    ♥️♥️♥️♥️বাংলা_ব্যাকরণে_সংখ্যা♥️♥️♥️♥️♥️
    ১। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
    ২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
    ৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
    ৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
    ৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
    ৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি
    ৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
    ৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
    ৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
    ১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
    ১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
    ১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
    ১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
    ১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
    ১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
    ১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
    ১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
    ১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
    ১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
    ২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
    ২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
    ২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
    ২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
    ২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
    ২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
    ২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
    ২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
    ২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
    ২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
    ৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
    ৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
    ৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
    ৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
    ৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
    ৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
    ৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
    ৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
    ৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
    ৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
    ৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
    ৪২। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
    ৪৩। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
    ৪৪। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
    ৪৫। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
    ৪৬। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
    ৪৭। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
    ৪৮। বিভক্তি কত টি? = ৭টি ।
    ৪৯। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
    ৫০। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
    ৫১। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
    ৫২। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
    ৫৩। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
    ৫৪। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ।
    ৫৫। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।
    ৫৬। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
    ৫৭। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।
    ৫৮। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
    ৫৯। নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
    ৬০। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)
    ৬১ । যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
    ৬২। অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
    ৬৩। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত
    ৬৪। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।
    ৬৫। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
    ৬৬। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা
    ৬৭। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? = ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক,পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখ বাচক ।
    ৬৮। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার? = ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
    ৬৯। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয়? = ২ প্রকার । সকর্মক, অকর্মক ।
    ৭০। সর্বনাম কত প্রকার? ১০ প্রকার
    ৭১। উক্তি কত প্রকার? ২ প্রকার (প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি)
    ৭২। বিশেষণ পদ কত প্রকার? ২ প্রকার
    ৭৩। ভাব বিশেষণ কত প্রকার? ৪ প্রকার (ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ)
    ৭৪। বাচ্য কত প্রকার? ৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য)
    ৭৫। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ২০ টি
    🌹🌹বাংলা_ব্যাকরণের_মৌলিক_কিছু_প্রশ্ন🌹🌹
    ১। ভাষার মূল উপকরণ বাক্য।
    ২। ভাষার মূল উপাদান ধ্বনি।
    ৩। ভাষার মৌলিক উপাদান শব্দ।
    ৪। বাক্যের ক্ষুদ্রতম একক/মৌলিক উপাদান শব্দ।
    ৫। ধ্বনিকেশব্দের ক্ষুদ্রতম একক বলা হয়।
    ৬। শব্দকে বাক্যের প্রাণ বলা হয় ।
    ৭। উপসর্গ পদের আগে বসে, আর প্রত্যয় পদের পরে বসে ।
    ৮। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
    ৯। যে ৪টি উপসর্গ বাংলা, তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে আ, সু, নি , বি।
    ১০। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
    ১১। বিভক্তিহীন নাম শব্দ বলে প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
    ১২। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে ।
    ১৩। ক্রিয়াপদের মূলকে ধাতু বলে ।
    ১৪। বাক্যে অপরিহার্য ক্রিয়াপদ ।
    ১৫। সন্ধির সুবিধা ২টি ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
    ১৬। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত, ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
    ১৭। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই ।
    ১৮। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
    ১৯। সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
    ২০। সমাস ভাষাকে সংক্ষেপ করে ।
    ২১। সমাসের রীতি সংস্কৃত থেকে আগত।
    ২২। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে আগত।
    ২৩। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ কে উপধা বলে ।
    ২৪। সমন্ধ পদ, তারিখ লিখতে, ঠিকানা লিখতে পদের পর কমা বসাতে হয়।
    ২৫। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।

    নিয়োগ পরীক্ষর ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।

    https://www.facebook.com/groups/780572335479000/

    Post Views: ১,১১১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।

    বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ৫০টি বাগধারা একনজরে দেখে নিন- ০১-প্রশ্নঃ অন্ধকার... আরো পড়ুন

    কোন বানানটি শুদ্ধ ও কেন? ভাল নাকি ভালো?

    ভাল নাকি ভালো? জেনে নিন সঠিকটা ভাল—ভাল শব্দটির অর্থ হচ্ছে ললাট, ভাগ্য, কপাল।... আরো পড়ুন

    চাকরির পরীক্ষার জন্য মাত্র ২৫টি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ

    ★★স্বরসন্ধি কুলটা=কুল + অটা, গবাক্ষ = গো+অক্ষ প্রৌঢ় =প্র+ঊঢ়, অন্যান্য=অন্য+অন্য মার্তণ্ড... আরো পড়ুন

    বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।

    এই প্রশ্নগুলো থেকে ১-২ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ ১। বাংলাসাহিত্য কত... আরো পড়ুন

    পারিভাষিক শব্দ যেখান থেকে কমন পড়ে অধিকাংশ পরীক্ষায়: চাকরির প্রস্ততি

    পারিভাষিক শব্দ Attested:-সত্যায়িত/প্রত্যয়িত(৪০তম) Hand out:-জ্ঞাপন পত্র(৩৯তম) Null and void:-বাতিল(৩৮তম) Custom:-প্রথা(৩৭তম) Null... আরো পড়ুন

    কয়েকটি বানান বার বার চাকরির পরিক্ষায় আসে।।দেখে নিন সেগুলো।

    ভুল শুদ্ধ বানান    মীমাংসা, মনীষী, সীমা, সীমাহীন, ইদানীং, তদানীং, সমীচীন,... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!