অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
আফরান আদিবঃ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এ অডিটর ৫৩৮ এবং জুনিয়র অডিটর ৪৫৭ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা চাকুরী প্রত্যাশীদদের জন্য একটি সুবর্ণ সুযোগ। পূর্বে এই অডিটর ও জুনিয়র অডিটর উভয় পদের নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হত-প্রিলিমিনারি এবং ভাইভা। দূরনীতিও হত প্রচুর নিজেরা নিতো বলে। কিন্তু গত ২০১৯ সালের সিজিডিএফ এর অধীন অডিটর পদের নিয়োগ তিনটি ধাপে সম্পন্ন হয়-প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা যেটার দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ বিভাগকে। জুনিয়র অডিটর এর নিয়োগ দুই ধাপেই সম্পন্ন হয়-প্রিলিমিনারি ও ভাইভা এবং এর দায়িত্ব ও আইবিএ কে দেয়া হয়। ফলে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ ফেয়ার হয় এবং মেধাবীরা নির্বাচিত হয়। আমার যতটুকু ধারনা এবারের নিয়োগ পরীক্ষার দায়িত্ব আইবিএ কেই দেয়া হবে। এবার আসি মান বণ্টনে