NTRCA

অনলাইন ভেরিফিকেশনের জন্য যে যে কাগজগুলো লাগবে

By VMRSADIK

May 01, 2023

অনলাইন ভেরিফিকেশন জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। ১। SSC, HSC, অনার্স, মাসর্টাস সনদ ২। নিজ nid উক্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে 1MB pdf করে আপলোড দিতে হবে।

★পরবর্তী তদন্তকালীন তদন্ত কর্মকর্তা নিচের যে সব ডকুমেন্টস সরাসরি ১ সেট ফটোকপি চাইবে- ১। SSC, HSC, অনার্স, মাসর্টাস সনদ ২। নিজ nid ৩।পিতা ও মাতার NID, স্ত্রী/স্বামীর nid (মৃত হলে লাগবে না, জীবিত থাকলে Nid দিলে ভালো,না থাকলে সমস্যা নাই) ৪। জাতীয় নাগরিক সনদ(চেয়ারম্যান/কাউন্সিলর)(অবশ্যই দিতে হবে) ৫। জন্মসনদ (দিলে ভালো) ৬। সর্বশেষ অনার্স/মাস্টার্স এর বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র (অবশ্যই দিতে হবে) ৭। স্কুল/ কলেজ যে প্রতিষ্ঠানে অধ্যায়ন করেছেন প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র( দিলে ভালো না দিলে সমস্যা নাই। তবে তদন্ত কর্মকর্তা অনেক সময় এটা চাই) ৮। অবিবাহিত হলে উপজেলা পরিষদ প্রত্যয়ন পত্র( দিলে ভালো না দিলে সমস্যা নাই। তবে তদন্ত কর্মকর্তা অনেক সময় এটা চাই) ৯। কোন চাকরি করে থাকলে তার ছাড়পত্র/অভিজ্ঞতা পত্র (দিলে ভালো) ১০। স্থানীয় হলে বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের যে কোন ১ টি কপি ১১। জমির খাজনার কপি (দিলে ভালো)

#নোটঃ যে সব ডকুমেন্টস নাই তা আপাতত না দিলে সমস্যা নাই। তবে তদন্ত কর্মকর্তা পরে চাইলে বুঝিয়ে বলবেন বা সংগ্রহ করে দিবেন।

ভেরিফাই ফরমে নামের পাশে আপনার মোবাইল নম্বরটি ব্রাকেটে দিলে ভালো। @ধন্যবাদান্তে Zaib Shakil (01811……)

nid/সনদে নামের বানান ভুল এসব পুলিশ ভেরিফিকেশনে কোন সমস্যা হয় না।