ইংরেজির শিক্ষিকা হয়ে প্রথমেই যে অভিযোগ বা অভিমানটির সামনে পড়তে হয়, তা হলো, ‘আপু, আমি ইংরেজিতে মোটেও ভালো না! কিন্তু সারা জীবন ইংরেজি শিখেছি তো!’
আমার বেশির ভাগ ছাত্রছাত্রীর বয়স ১৮ থেকে ৪০–এর মধ্যে। এ প্রাপ্তবয়স্ক খোকা–খুকুর দল উপরিউক্ত কথাটি যে সুরে বলে, তাতে মন একেবারে গলে যায় আমার।
ইংরেজি তো একটি বিদেশি ভাষামাত্র, এতই কি কঠিন? ছাত্রছাত্রীদের অহেতুক ভীতি দূর করতে ক্লাস এবং ক্লাসের বাইরে আমি ছোট ছোট কিছু কাজ করতে বলি তাদের। পড়ুন, এ কাজগুলো হয়তো আপনারও কাজে আসতে পারে। আবারও বলছি, এটি একটি বিদেশি ভাষা মনে রাখবেন, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আপনি ইংরেজিতে যতই ভালো হন না কেন, আপনি কখনোই ইংরেজি যে দেশের মাতৃভাষা, তাদের মতো হতে পারবেন না, তাই অযথা নকল করতে চাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজের কণ্ঠ যেমন, সেভাবেই কথা বলুন, অহেতুক বিদেশি টান আনার দরকার নেই কথায়। আপনি চাইলে প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখতে পারেন ইংরেজিতে, সেটা একটা নতুন শব্দ হলেও। প্রয়োজন কেবল ইচ্ছাশক্তি, আর কিছুই নয়।