TEACHERS' CORNER

একজন মানুষ যে বিষয়গুলোর কারণে এগিয়ে যেতে পারছেনা: জীবন গড়ার জন্য জানতে হবে।

By Sadik

April 15, 2020

১০টা নেগেটিভ ইমোশন তোমাকে পিছনে ফেলে দিচ্ছে। জেনে নাও সেগুলো –

১. তুলনা (হিংসা) অন্য কারো সাথে তুলনা করে তার সাকসেসের মধ্যে ছিদ্র খোঁজার মানে হচ্ছে– তোমার যে হেডম নাই সেই মন খারাপকে সাময়িক সান্ত্বনা দেয়া। ও দুই নাম্বারি করেছে, সে ছেঁচড়া, তেলবাজ, খেত-আনসোসাল বলার মানে হচ্ছে— আমি নিজেকে এক নম্বর মনে করেও তার সাথে পারোনি তাই আফসোস করছি। সো, আজকের পর থেকে– অন্যের সাথে তুলনা করতে হলে, তার এফোর্ট এর সাথে তোমার এফোর্টের তুলনা করো। তার স্ট্রাটেজির সাথে তোমার স্ট্রাটেজির তুলনা করো। এরপর কম্পেয়ার না করে, কমপিট করো।