NTRCA

গণবিজ্ঞপ্তিতে ভুল পদে সিলেক্ট বা অসংগতি মনে হলে যা করবেন

By VMRSADIK

March 19, 2023

গণবিজ্ঞপ্তিতে যদি ভুল পদে সুপারিশ পান বা দেখেন আপনার থেকে মেধায় পিছিয়ে থাকা ব্যাক্তিটি আপনার কাঙ্খিত প্রতিষ্ঠানে

নিয়োগ পেয়েছে তাহলে দেরি না করে এনটিআরসিএতে সুন্দর করে একটি আবেদন করুন।

ধরুন আপনার মেরিট ৩০০০ সেখানে নিয়োগ পেয়েছে যার মেরিট লিস্ট ৪০০০ তাহলে আপনি এনটিআরসিএতে লিখিত অভিযোগ করুন। এনটিআরসিএর কর্মকর্তারা খুবই আন্তরিক। আশা করি ফর্মাল ওয়েতে  এগোলে সমাধান পাবেন।

এর আগেই হাজার হাজার সমস্যার সমাধান করেছেন এনটিআরসিএর বিজ্ঞ কর্মকর্তারা।

আরো নিউজ পাবেন এই লিঙ্কেঃ

https://www.facebook.com/groups/503394390065583