আজ শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাকে নিয়ে সারা সবার নজর এখন চীনের দিকে। করোনাভাইরাস প্রকৃত সৃষ্ট না বরং মানবসৃষ্ট জৈব রাসায়নিক বোম বলে অভিযোগ করেছেনে অনেকে। এবার করোনাকে মানবসৃষ্ট ভাইরাস বলে দাবি করছেন এইচ আইভির আবিষ্কারক লুক মন্টাগনিয়ার।

শুরু থেকেই চীন বলে আসছে করোনা ভাইরাস প্রকৃতির পরিবর্তনের ফসল। উহানের এক বন্য প্রাণীর বাজার থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি। তবে এ নিয়ে এখন পর্যন্ত একাধিকবার অভিযোগ উঠেছে। এইচআইভির আবিষ্কারক ড. লুক মন্টাগনিয়ার বলছেন করোনা মানুষের তৈরি ভাইরাস। ভাইরাসটি দুর্ঘটনাবশত ল্যাব থেকে বাইরে এসেছে। এরই মধ্যে চীনা গবেষকরা স্বীকার করেছেন তারা এইচআইভির ভ্যাকসিন তৈরিতে করোনাভাইরাস ব্যবহার করেছে।
করোনার কিভাবে উৎপত্তি হয়েছে এবং এর ছড়িয়ে পড়ার ইতিহাস আমরা এরই মধ্যে জেনেছি তবে এ নিয়ে একটি থিসিস রয়েছে যা পুরো উল্টো কথা বলে। নোবলে বিজয়ী চিকিৎসক বলছেন, উহানের ল্যাবে করোনাভাইরাস তৈরি হয়েছে এবং সেই সাথে তারা এইডস রোগের ভ্যাকসিন তৈরিতে কাজ করছিল। ল্যাবটি মূলত করোনাভাইরাস তৈরির জন্য প্রচলিত বলছে লুক মন্টাগনিয়ার।
এক সাক্ষাতকারে তিনি জানান, আমার সহকর্মীদের সাথে আলোচনা করে আরএনএ ভাইরাসটির জিনোমার বিবেরণ যত্ন সহকারে বিশ্লেষণ করেছি। ভারতীয় গবেষকরা এরই মধ্যে বিশ্লেষণের ফলাফল সামনে আনার চেষ্টা করেছেন যেখানে দেখা গেছে এইচআইভি ভাইরাসের জিনোম এইচ আইভি ভাইরাসের পর্যায় ধারণ করেছে। কিন্তু চাপের মুখে তারা অনুসন্ধানের ফল সামনে আনতে ব্যার্থ হয়। তিনি বলছেন করোনাভাইরাস এইচআইভি আক্রান্ত এমন কোন মানুষের শরীর থেকে এসেছে।
বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওয়েভ ইন্টারফেয়ারেন্সর মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন এইচ আইভির এই আবিষ্কারক।
শেয়ার করুন নিউজটি।

বিশ্ববিদ্যালয় জীবনে নানা মানুষের কাছ থেকে হাজারো উপদেশ শুনবে। এটা করো,... আরো পড়ুন

বিসিএসের আসল লড়াই প্রিলিতে। কারণ সবচেয়ে বেশিসংখ্যক আবেদন পড়ে প্রিলিতে, আর... আরো পড়ুন

বাংলা সাহিত্যের ১১জন #সাহিত্যিকের সাহিত্যকর্ম ও পরিচিতি যেখান থেকে বার বার... আরো পড়ুন

১৬তম নিবন্ধনের রেজাল্ট প্রকাশ! NTRCA ১৬তম নিবন্ধনের ভাইভা... আরো পড়ুন

মুহিত আহমেদ জামিল : উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী কয়েকমাসকে একজন শিক্ষার্থীর... আরো পড়ুন

নিজস্ব সংবাদদাতা, ঢাকা; গত ৪৮ বছরে গণস্বাস্থ্য কাউকে ঘুষ দেয়নি, দেবে... আরো পড়ুন