Primary Job

প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন।

By VMRSADIK

January 15, 2021

প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুধাপে হয়। মোট ১০০মার্কের ।

এমসিকিউ-৮০ মার্ক

ভাইভা – ২০ মার্ক

প্রাথমিকের নিয়োগ হবে উপজেলা ভিত্তিক এবং প্রতিযোগিতাও হবে উপজেলা ভিত্তিক। প্রতিটা উপজেলায় যত জন নিবে তার তিন গুন লিখিততে পাশ করানো হয়।আপনারা যারা মৌখিক পরীক্ষার জন্য টেনশন করেন তাদের জন্য বলি এখানে দুঃচিন্তার বিন্দুমাত্র কোন কারন নেই। কারণ প্রথম ধাপে পাশ করলেই ভাইভাতে ডাক পাবেন । একটু কৌশলী ও কনফিডেন্ট হলেই ভাইভাতে পাস করা সহজ। এবার জানুন ভাইভাতে কিভাবে মার্ক বন্টন করা হয়। ভাইভার ২০ এর মধ্যে উপস্থিতির জন্য ৫ মার্ক এস এস সি ও এইচ এস এসির রেজাল্টের উপর ৫মার্ক, স্মার্টনেসের জন্য ৫ মার্ক এবং বাকি ৫ মার্ক হবে সাধারন জ্ঞান বা মৌখিক প্রশ্নের জন্য। এই জন্য একজন প্রার্থী সর্বোচ্চ ২০ এবং সর্বনিম্ন ১৬/১৭ পেতে পারেন। পার্থক্য হয় কেবলমাত্র ৩/৪ মার্কের। তবে আপনার চাকরি নির্ভর করবে আপনার লিখিত পরীক্ষার উপর।

চাকরিটা অনেক আনন্দের, আরামদায়ক, দুঃচিন্তামুক্ত, অধিক সন্মানের। নিজ জেলায় থেকে চাকরি করতে পারবেন। এর থেকে শান্তির কি হতে পারে।

ধন্যবাদ সবাইকে

মোঃ সাদিকুল ইসলাম (সাদিক)

প্রভাষক, ইংরেজি

শেয়ার করে রাখুন। ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেননা। নতুন পোস্ট দ্রুতই দেওয়া হবে।

#প্রাইমারির ফ্রি সাজেশন পেতে জয়েন করুন https://www.facebook.com/groups/780572335479000/?ref=share