কারক ৬ প্রকার: ১. কর্তৃকারক;২. কর্মকারক;৩. করণকারক;৪. সম্প্রদান কারক;৫. অপাদান কারক; এবং৬. অধিকরণ কারক।
……………………………………… ১।কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক। যেমন: আমি ভাত খাই। বালকেরা মাঠে ফুটবল খেলছে। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক। কে ভাত খায়? উত্তর হচ্ছে আমি। কারা ফুটবল খেলছে? উত্তর হচ্ছে-বালকেরা। তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক। যেমন: আমি ভাত খাই। হাবিব সোহলকে মেরেছে। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক। আমি কি খাই? উত্তর হচ্ছে-ভাত। হাবিব কাকে মেরেছে? উত্তর হচ্ছে-সোহেলকে।
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়। যেমন: নীরা কলম দিয়ে লেখে। সাধনায় সিদ্ধি লাভ হয়। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক। নীরা কীসের দ্বারা লেখে? উত্তর হচ্ছে-কলম । কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়? উত্তর হচ্ছে-সাধনায়।
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক। যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও
। গুরুজনে কর নতি। মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকে র মত কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়। তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে। যেমন: গাছ থেকে পাতা পড়ে। পাপে বিরত হও। এখাছে কোথা থেকে পাতা পড়ে? উত্তর হচ্ছে-গাছ । কি হতে বিরত হও? উত্তর হচ্ছে – পাপ ।
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। যেমন: আমরা রোজ স্কুলে যাই। প্রভাতে সূর্য ওঠে। মনে রাখার উপায় হচ্ছে- কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আমরা রোজ কোথায় যাই? উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান। কখন সূর্য ওঠে? উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়। বিভক্তি মনে রাখার উপায়:
প্রথমা বিভক্তি: অ এবং ০ ।দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক ।চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ।ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে
———————————————————————————————————————————————————
| ১। ‘পুকুরে মাছ আছে’—‘পুকুরে’ কোন প্রকার অধিকরণ কারক? ক. ঐকদেশিক √ খ. অভিব্যাপক গ. বৈষয়িক ঘ. একটিও নয় ২। অধিকরণ কারক কয় প্রকার? ক. দুই খ. তিন √ গ. চার ঘ. পাঁচ৩। ভাবাধিকরণে সব সময় কোনবিভক্তি যুক্ত হয়? ক. পঞ্চমী খ. ষষ্ঠী গ. সপ্তমী √ ঘ. সবগুলো৪। ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ —‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? ক. অধিকরণে সপ্তমী খ. ভাবাধিকরণে সপ্তমী √ গ. কর্মে দ্বিতীয়া ঘ. অধিকরণে পঞ্চমী৫। ‘কান্নায় শোক মন্দীভূত হয়’—‘কান্নায়’ কোন কারক? ক. অপাদান কারক খ. কালাধিকরণ গ. ভাবাধিকরণ √ ঘ. আধারাধিকরণ
৬। ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি কোনটি? ৭। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
১৪। নৌকা ঘাটে বাঁধা—‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি? ১৫। ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’—এ ১৬। সামীপ্য অর্থে কোন বাক্যে ঐকদেশিক অধিকরণের প্রয়োগ হয়েছে? ১৭। বাড়ি থেকে নদী দেখা যায়। ১৮। ‘সোনার খাঁচায় রাখব তোমায়’ —‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি? ১৯। ‘খিলিপান দিয়ে ওষুধ খাবে।’—‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোনবিভক্তি? গ. বৈষয়িক ২৭। কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
২৮। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? ২৯। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
৩০। ‘রাজার হুকুম’—এটি কোন ধরনের
৩১। ‘জাত’ অর্থে অপাদান কারক কোনটি? ৩২। নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ? ৩৩। ‘শুক্তি থেকে মুক্তো মেলে’— বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে |
৮। ‘এ দেহে প্রাণ নেই’—‘দেহে’ কোনকারকে কোন বিভক্তি? ক. কর্তায় সপ্তমী বিভক্তি খ. করণে সপ্তমী বিভক্তি গ. সম্প্রদানে সপ্তমী বিভক্তি ঘ. অধিকরণে সপ্তমী বিভক্তি √৯। ‘বনে বাঘ আছে’—‘বনে’ কোন কারক? ক. বৈষয়িক অধিকরণ খ. ভাবাধিকরণ গ. ঐকদেশিক অধিকরণ √ ঘ. অভিব্যাপক অধিকরণ১০। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন।—এখানে‘চট্টগ্রাম’ কোন কারক? ক. কর্তৃকারক খ. কর্মকারক গ. অধিকরণ কারক ঘ. অপাদান কারক √ ১১। ‘আকাশে চাঁদ উঠেছে’—‘আকাশে’ কোন অধিকরণ? ক. অভিব্যাপক খ. বৈষয়িক গ. ঐকদেশিক √ ঘ. কালাধিকরণ১২। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? ক. ঐকদেশিক √ খ. অভিব্যাপক গ. বৈষয়িক ঘ. ভাবাধিকরণ ১৩। ‘জমি থেকে ফসল পাই’—বাক্যটিতে কোন অর্থে অপাদান ব্যবহৃত হয়েছে?
২১। কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? ২২। বাবা বাড়ি নেই—নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? ২৪। ‘এক থালাতে খাব মোরা’—বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন ২৫। সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে। কারণ— ২৬। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? ৩৪। অপাদান সম্বন্ধ কোনটি? ৩৫। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? ৩৬। ‘অন্ধজনে দেহ আলো। ’—নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
৩৮। ‘মৃতজনে দেহ প্রাণ’—নিম্নরেখ পদটি ৩৯। ‘দুধ থেকে দই হয়’ —এখানে‘দুধ থেকে’ কোন অর্থে অপাদান?
৪০। ‘সমিতিতে চাঁদা দাও। ’—এখানে সমিতিতে কোন কারক? |
শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, ফুড, অডিটর ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি গ্রুপে জয়েন করুন