বাংলা

কারক ও বিভক্তি শিখুন। এখান থেকে ১মার্ক কমন পাবেন।

By Sadik

September 24, 2020

 

 কারক প্রকার: . কর্তৃকারক;. কর্মকারক;. করণকারক;. সম্প্রদান কারক;. অপাদান কারক; এবং. অধিকরণ কারক

……………………………………… কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক। যেমন: আমি ভাত খাই। বালকেরা মাঠে ফুটবল খেলছে। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক। কে ভাত খায়? উত্তর হচ্ছে আমি। কারা ফুটবল খেলছে? উত্তর হচ্ছে-বালকেরা। তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।

কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক। যেমন: আমি ভাত খাই। হাবিব সোহলকে মেরেছে। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক। আমি কি খাই? উত্তর হচ্ছে-ভাত। হাবিব কাকে মেরেছে? উত্তর হচ্ছে-সোহেলকে।

করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়। যেমন: নীরা কলম দিয়ে লেখে। সাধনায় সিদ্ধি লাভ হয়। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক। নীরা কীসের দ্বারা লেখে? উত্তর হচ্ছে-কলম । কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়? উত্তর হচ্ছে-সাধনায়।

সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক। যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও

। গুরুজনে কর নতি। মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকে র মত কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়। তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।

অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে। যেমন: গাছ থেকে পাতা পড়ে। পাপে বিরত হও। এখাছে কোথা থেকে পাতা পড়ে? উত্তর হচ্ছে-গাছ । কি হতে বিরত হও? উত্তর হচ্ছে – পাপ ।

অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। যেমন: আমরা রোজ স্কুলে যাই। প্রভাতে সূর্য ওঠে। মনে রাখার উপায় হচ্ছে- কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আমরা রোজ কোথায় যাই? উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান। কখন সূর্য ওঠে? উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়। বিভক্তি মনে রাখার উপায়:

প্রথমা বিভক্তি: এবং দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবেপঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ষষ্ঠী বিভক্তি: এবং এর সপ্তমী বিভক্তি: , ,তে থাকে

 

———————————————————————————————————————————————————

পুকুরে মাছ আছে’—‘পুকুরেকোন প্রকার অধিকরণ কারক?
. ঐকদেশিক
. অভিব্যাপক
. বৈষয়িক
. একটিও নয়
অধিকরণ কারক কয় প্রকার?
. দুই
. তিন
. চার
. পাঁচ ভাবাধিকরণে সব সময় কোনবিভক্তি যুক্ত হয়?
. পঞ্চমী
. ষষ্ঠী
. সপ্তমী
. সবগুলোসূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ —‘সূর্যোদয়েপদটি কোন কারকে কোন বিভক্তি?
. অধিকরণে সপ্তমী
. ভাবাধিকরণে সপ্তমী
. কর্মে দ্বিতীয়া
. অধিকরণে পঞ্চমীকান্নায় শোক মন্দীভূত হয়’—‘কান্নায়কোন কারক?
. অপাদান কারক
. কালাধিকরণ
. ভাবাধিকরণ
. আধারাধিকরণ

 

ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি কোনটি?
. কান্নায় শোক মন্দীভূত হয়
. টাকায় টাকা হয়
. অধীনে দায়িত্বভার অর্পণ করো
. ওপরের কোনোটিই নয়

ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
. একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি
. চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

 

 

১৪ নৌকা ঘাটে বাঁধা—‘ঘাটেকোন কারকে কোন বিভক্তি?
. কর্মে দ্বিতীয়া
. করণে সপ্তমী
. অধিকরণে সপ্তমী
. অপাদানে পঞ্চমী

১৫রাজার দুয়ারে হাতি বাঁধা’—
বাক্যেদুয়ারেশব্দটি কোন ধরনের
অধিকরণ?
. ভাবাধিকরণ
. ঐকদেশিক অধিকরণ
. অভিব্যাপক অধিকরণ
. আধারাধিকরণ

১৬ সামীপ্য অর্থে কোন বাক্যে ঐকদেশিক অধিকরণের প্রয়োগ হয়েছে?
. সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
. রাজার দুয়ারে হাতি বাঁধা
. খোকন অঙ্কে কাঁচা
. আকাশে চাঁদ উঠেছে

১৭ বাড়ি থেকে নদী দেখা যায়
—‘
বাড়ি থেকেকোন কারকে কোন বিভক্তি?
. অপাদানে পঞ্চমী
. কর্মে পঞ্চমী
. করণে পঞ্চমী
. অধিকরণে পঞ্চমী

১৮সোনার খাঁচায় রাখব তোমায়’ —‘সোনার খাঁচায়কোন কারকে কোন বিভক্তি?
. করণে সপ্তমী
. অপাদানে সপ্তমী
. কর্মে শূন্য
. অধিকরণে সপ্তমী

১৯খিলিপান দিয়ে ওষুধ খাবে’—‘খিলিপান দিয়েকোন কারকে কোনবিভক্তি?
. অধিকরণে তৃতীয়া
. কর্তায় তৃতীয়া

. বৈষয়িক
. সামীপ্য অর্থে ঐকদেশিক

২৭ কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
. ফুলে ফুলে ঘর ভরেছে
. পাগলে কি না বলে
. তিলে তেল হয়
. সমিতিতে চাঁদা দাও

 

২৮ ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
. রাজার রাজ্য
. বাটির দুধ
. দেশের লোক
. রোজার ছুটি

২৯ ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
. রাজার রাজ্য
. বাটির দুধ
. দেশের লোক
. শরতের আকাশ

 

৩০রাজার হুকুম’—এটি কোন ধরনের
সম্বন্ধ?
. কর্তৃ সম্বন্ধ
. কর্ম সম্বন্ধ
. করণ সম্বন্ধ
. অপাদান সম্বন্ধ

 

৩১জাতঅর্থে অপাদান কারক কোনটি?
. জমি থেকে ফসল পাই
. দুধ থেকে দই হয়
. মেঘ থেকে বৃষ্টি হয়
. শুক্তি থেকে মুক্তো মেলে

৩২ নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ?
. রাজার রাজ্য
. ধনের অহংকার
. হাতির দাঁত
. মধুর মিষ্টতা

৩৩শুক্তি থেকে মুক্তো মেলে’— বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে
অপাদান কারক?
. বিচ্যুত
. জাত
. গৃহীত
. রক্ষি

দেহে প্রাণ নেই’—‘দেহেকোনকারকে কোন বিভক্তি?
. কর্তায় সপ্তমী বিভক্তি
. করণে সপ্তমী বিভক্তি
. সম্প্রদানে সপ্তমী বিভক্তি
. অধিকরণে সপ্তমী বিভক্তিবনে বাঘ আছে’—‘বনেকোন কারক?
. বৈষয়িক অধিকরণ
. ভাবাধিকরণ
. ঐকদেশিক অধিকরণ
. অভিব্যাপক অধিকরণ১০ তিনি চট্টগ্রাম থেকে এসেছেনএখানেচট্টগ্রামকোন কারক?
. কর্তৃকারক
. কর্মকারক
. অধিকরণ কারক
. অপাদান কারক
১১আকাশে চাঁদ উঠেছে’—‘আকাশেকোন অধিকরণ?
. অভিব্যাপক
. বৈষয়িক
. ঐকদেশিক
. কালাধিকরণ১২ সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
. ঐকদেশিক
. অভিব্যাপক
. বৈষয়িক
. ভাবাধিকরণ

১৩জমি থেকে ফসল পাই’—বাক্যটিতে কোন অর্থে অপাদান ব্যবহৃত হয়েছে?
. জাত
. গৃহীত
. রক্ষিত
. বিচ্যুত

 

 

 


২০ উদ্দীষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে
তাকে কোন আধারাধিকরণ বলে?
. ঐকদেশিক
. অভিব্যাপক
. কর্মে তৃতীয়া
. করণে তৃতীয়া

২১ কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
. তিনি ঢাকায় থাকেন
. বাবা বাড়ি নেই
. সকালে সূর্য ওঠেP
. ভোরে মোরগ ডাকে

২২ বাবা বাড়ি নেইনিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
. কর্মে শূন্য
. কর্তায় শূন্য
. অধিকরণে শূন্য
. অপাদানে দ্বিতীয়া
২৩ অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
. সব ঝিনুকে মুক্তা নেই
. গগনে গরজে মেঘ ঘন বরষা
. কূলে একা বসে আছি
. আজকে তোমায় দেখতে এলেম

২৪এক থালাতে খাব মোরা’—বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন
বিভক্তি?
. অধিকরণে সপ্তম
. কর্মে প্রথমা
. করণে সপ্তমী
. অপাদানে সপ্তমী

২৫ সম্বন্ধ সম্বোধন পদ কারক নহে কারণ
. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না
. বিভক্তিযুক্ত হয় না
. কর্তা নিজে ক্রিয়া সমাধান করে

২৬ সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
. ‘য়বাতে’/য়
. ‘বাএতে’/
. ‘বাএর’/
. ‘থেকেবাচেয়ে’/কে

৩৪ অপাদান সম্বন্ধ কোনটি?
. রাজার হুকুম
. চোখের দেখা
. প্রভুর সেবা
. সাপের ভয়

৩৫ সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
. শূন্য
. ষষ্ঠী
. দ্বিতীয়া
. চতুর্থী

৩৬অন্ধজনে দেহ আলো ’—নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
. কর্মে সপ্তমী
. কর্মে দ্বিতীয়া
. সম্প্রদানে সপ্তমী


৩৭মসজিদে টাকা দাও’—বাক্যেমসজিদেকোন কারকে কোন
বিভক্তি?
. কর্মে সপ্তমী
. সম্প্রদানে সপ্তমী
. অধিকরণে সপ্তমী
. অপাদানে সপ্তমী

৩৮মৃতজনে দেহ প্রাণ’—নিম্নরেখ পদটি
কোন কারকের কোন বিভক্তি?
. কর্ম, দ্বিতীয়া
. কর্ম, সপ্তমী
. সম্প্রদান, চতুর্থী
. সম্প্রদান, সপ্তমী

৩৯দুধ থেকে দই হয়’ —এখানেদুধ থেকেকোন অর্থে অপাদান?
. গৃহীত
. জাত
. বিচ্যুত
. আরম্ভ

 

৪০সমিতিতে চাঁদা দাও ’—এখানে সমিতিতে কোন কারক?
. অপাদান কারক
. সম্প্রদান কারক
. করণ কারক
. কর্তৃকারক

শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, ফুড, অডিটর ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি গ্রুপে জয়েন করুন

https://www.facebook.com/groups/780572335479000/