আজ বুধবার ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।

  • বাংলা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫৯ পূর্বাহ্ণ
  • 56164 views

    সমাস প্রধানত ৬ প্রকার:

    ছন্দে ছন্দে মনে রাখুন..
    ১) দ্বন্দ্ব সমাস
    ২) দ্বিগু সমাস
    ৩) কর্মধারয় সমাস
    ৪) বহুব্রীহি সমাস
    ৫) অব্যয়ীভাব সমাস
    ৬) তৎপুরুষ সমাস
    ‪

    #‎কৌশলটি নিম্নরূপ:—
    ও–এবং–আর মিলে যদি হয় “দ্বন্দ্ব“,
    সমাহারে “দ্বিগু” হলে নয় সেটা মন্দ |
    যে–যিনি–যেটি–যেটা– তিনি “কর্মধারায়“,
    যে–যার শেষে থাকলে তারে বহুব্রীহি কয় |
    অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে “অব্যয়ী” মেলে,
    বিভক্তি লোপ পেলে তাকে “তৎপুরুষ” বলে |

    ———————————————————————————————————————————————————-

                                                          সমাসের উদাহরহন

                                              এগুলো থেকে ১মার্ক নিশ্চিত কমন পাবেন।

    ১. ব্যাসবাক্যের অপর নাম কী? 

    উত্তর: বিগ্রহ বাক্য
    ২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
    উত্তর: প্রাদি সমাস
    ৩. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?
    উত্তর: বহু ধান
    ৪. ‘কাজলকালো’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: কাজলের ন্যায় কালো
    ৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন
    কর্মধারয় সমাস?
    উত্তর: মধ্যপদলোপী
    ৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?
    উত্তর: ৩
    ৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?
    উত্তর : উপপদ তৎপুরুষ
    ৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
    উত্তর: ক্ষুদ্র
    ৯. ‘রূপক কর্মধারয়’ – এর সমস্তপদ কোনটি?
    উত্তর: বিষাদসিন্ধু
    ১০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
    উত্তর: উপপদ তৎপুরুষ
    ১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
    উত্তর: তেপান্তর
    ১২. সমাস কত প্রকার?
    উত্তর: ছয় প্রকার
    ১৩. ‘চিরসুখী’ – এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: চিরকাল ব্যাপিয়া সুখী
    ১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
    উত্তর: পরপদ
    ১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় – এর বিপরীত
    সমাস কোনটি?
    উত্তর: বহুব্রীহি
    ১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
    উত্তর: কাজলকালো
    ১৭. নীল যে পদ্ম
    উত্তর: কর্মধারয় সমাস

     

    ১৯. ‘চাঁদমুখ’ – এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: চাঁদের ন্যায় মুখ
    ২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
    উত্তর: বিশেষ্য
    ২১. ‘আশীবিষ’ – কোন সমাস?
    উত্তর: ব্যাধিকরণ বহুব্রীহি
    ২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
    উত্তর: অরুণরাঙা
    ২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
    উত্তর: সংস্কৃত
    ২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
    উত্তর: পলান্ন
    ২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
    উত্তর: দ্বীপ
    ২৬. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা
    কল্পনা করা হয়?
    উত্তর: রূপক কর্মধারয়
    ২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?
    উত্তর: গায়ে পড়া
    ২৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: ফুলের ন্যায় কুমারী
    ২৯. ‘কমলাক্ষ’ – এর সঠিক ব্যাসবাক্য হলো-
    উত্তর: কমলের ন্যায় অক্ষি যার
    ৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
    উত্তর: কর্মধারয় সমাস
    ৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি?
    উত্তর: মনগড়া
    ৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?
    উত্তর: ন্যায়
    ৩৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস?
    উত্তর: সমার্থে
    ৩৪. সমাস সাধিত পদ কোনটি?
    উত্তর: দম্পতি
    ৩৫. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: পঞ্চ নদীর সমাহার
    ৩৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের
    অন্তর্ভুক্ত করেছেন?
    উত্তর: কর্মধারয়

     

    ৩৮. ‘চন্দ্রমুখ’ – শব্দের ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: মুখ চন্দ্রের ন্যায়
    ৩৯. ‘মন মাঝি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: মনরূপ মাঝি
    ৪০. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি
    বিশেষণ না হয় তবে তাকে কী বলে?
    উত্তর: ব্যধিকরণ বহুব্রীহি
    ৪১. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ?
    উত্তর: নরাধম
    ৪২. দিল্লীশ্বর কিসের উদাহরণ?
    উত্তর: তৎপুরুষ
    ৪৩. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন
    সমাস গঠিত হয়?
    উত্তর: উপমিত কর্মধারয়
    ৪৪. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে
    সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?
    উত্তর: উপমান কর্মধারয়
    ৪৫. তৎপুরুষ সমাস কয় প্রকার?
    উত্তর: নয়
    ৪৬. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?
    উত্তর: কাগজ-পত্র
    ৪৭. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?
    উত্তর: সপ্তমী তৎপুরুষ
    ৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?
    উত্তর: মধুমাখা
    ৪৯. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?
    উত্তর: অব্যয়ীভাব সমাসে
    ৫০. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের
    প্রাধান্য থাকে তাকে কী বলে?
    উত্তর: দ্বন্ধ সমাস
    ৫১. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
    উত্তর: পঞ্চ নদীর সমাহার
    ৫২. ‘হংসডিম্ব’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: হংস ও ডিম্ব
    ৫৩. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
    উত্তর: করপল্লব
    ৫৪. ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
    উত্তর: আরক্তিম
    ৫৫. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?
    উত্তর: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
    ৫৬. ‘উদ্বেল’ কী অর্থে অব্যয়ীভাব সমাস?
    উত্তর: অতিক্রম অর্থে৭৭. ‘প্রতিদ্বন্ধী’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
    উত্তর: প্রত্যুত্তর
    ৭৮. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
    উত্তর: পকেটমার
    ৭৯. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: বিষাদ রূপ সিন্ধু
    ৮০. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?
    উত্তর: পান্নাসবুজ
    ৮১. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?
    উত্তর: একঘরে
    ৮২. ‘জায়া’ শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত
    হয়?
    উত্তর: জানি
    ৮৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
    উত্তর: পূর্বপ
    ৮৬. ‘মনগড়া’ কোন সমাস?
    উত্তর: তৎপুরুষ
    ৮৭.
    খাতা-পত্র কোন অর্থে দ্বন্ধ সমাস?
    উত্তর: সমার্থক
    ৮৮. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
    উত্তর: শতাব্দী
    ৮৯. ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?
    উত্তর: চতুর্থী তৎপুরুষ
    ৯০. সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থে যে সমাস
    হয়তার নাম –�
    উত্তর: পঞ্চমী তৎপুরুষ
    ৫৮. ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে?

    উত্তর: তৃতীয়া তৎপুরুষ
    ৫৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?
    উত্তর: অভাব
    ৬০. সত্য বলে যে = সত্যবাদী – এটি কোন সমাসের অন্তর্গত?
    উত্তর: উপপদ তৎপুরুষ
    ৬১. নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্ধ’?
    উত্তর: জমা-খরচ
    ৬২. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ
    সমাস হয়?
    উত্তর: ৩য়া
    ৬৪. ‘হাট-বাজার’ কোন সমাস?
    উত্তর: দ্বন্ধ
    ৬৬. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসে
    আছে?
    উত্তর: ষষ্ঠী তৎপুরুষ
    ৬৭. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: পথের রাজা
    ৬৮. ‘চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী’ =- এটি কোন
    সমাসের উদাহরণ?
    উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়
    ৬৯. ‘বিরানব্বই’ কোন সমাসের উদাহরণ?
    উত্তর: নিত্য
    ৭১. ‘তুষারশুভ্র’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: তুষারের ন্যায় শুভ্র

    ৭২. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
    উত্তর: পরপদ
    ৭৩. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?
    উত্তর: তেমাথা
    ৭৪. দ্বন্ধ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে
    ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়?
    উত্তর: তিনটি
    ৭৫. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়?
    উত্তর: তুষারশুভ্র
    ৭৬. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?
    উত্তর: মাছিমারা
    ৯৪. সমাস শব্দের অর্থ কী?
    ৯১. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ – এটি কোন সমাস?
    উত্তর: তৎপুরুষ
    ৯২. “মহৎমন যার” – এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি?
    উত্তর: মহৎমনা
    ৯৩. ‘যথাযোগ্য’ – শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস
    হয়েছে?
    উত্তর: অনিতক্রম্যতা

    উত্তর: সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
    ৯৫. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
    উত্তর: গ্রমান্তর
    ৯৬. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে
    বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং
    পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন
    সমাস বলে?
    উত্তর: কর্মধারয় সমাস
    ৯৭. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
    উত্তর: দেশান্তর
    ৯৮. ‘জনৈক’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: জন যে এক
    ৯৯. ‘স্মৃতিসৌধ’ – কোন সমাসের সমস্তপদ?
    উত্তর: কর্মধারয়
    ১০০. ‘মুখচন্দ্র’ এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: মুখ চন্দ্রের ন্যায়।

     

    শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, ফুড, অডিটর ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি গ্রুপে জয়েন করুন

    https://www.facebook.com/groups/780572335479000/

    Post Views: ২,৫০৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকরা ১মার্ক কমন পাবেন। গ্যারান্টি। চাকরীর প্রস্তুতি।

    লালনীল দীপাবলী থেকে বাছাইকৃত প্রশ্ন। ১। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত... আরো পড়ুন

    চাকরীর জন্য বাছাইকৃত ভুলও শুদ্ধ বানান। এক নজরে দেখে নিন।

     শুদ্ধ বানান  মীমাংসা, মনীষী, সীমা, সীমাহীন, ইদানীং, তদানীং, সমীচীন, সর্বাঙ্গীণ, গোষ্ঠী,... আরো পড়ুন

    চাকরির পরীক্ষার জন্য মাত্র ২৫টি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ

    ★★স্বরসন্ধি কুলটা=কুল + অটা, গবাক্ষ = গো+অক্ষ প্রৌঢ় =প্র+ঊঢ়, অন্যান্য=অন্য+অন্য মার্তণ্ড... আরো পড়ুন

    যেকোনো চাকরির পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ৮০ টি প্রশ্ন..

    ১। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায়... আরো পড়ুন

    বাংলা বানান আর ভুল হবেনা এই নিয়মগুলো মনে রাখলে।

    #বাংলা বানান গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দিচ্ছি। সহজে মনে থাকার মতো করে।... আরো পড়ুন

    PSC কর্তৃক নিধারিত ১১জন কবি সহিত্যিক। চাকরীর জন্য।

    বাংলা সাহিত্যের ১১জন #সাহিত্যিকের সাহিত্যকর্ম ও পরিচিতি (১) #ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১)... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!