আজ শনিবার ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের প্রশ্নের সমাধান ২০২৩

  • বিগত সালের প্রশ্ন
  • ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
  • 293 views

    প্রতিষ্ঠানের নামঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

    পরীক্ষার তারিখঃ ০২ ফেব্রুয়ারি ২০২৩

    পদের নাম: সহকারী পরিচালক

    পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

    পূর্ণমান: ১০০

    Exam Type: MCQ

    ১. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে? উত্তরঃ সেমিকোলন 

    ২. ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে? উত্তরঃ ৪৫০ টাকা 

    ৩. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে

    ৪. September on Jessore road is written by? উত্তরঃ Allen Ginsberg 

    ৫. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মৌল বিষয় কী? উত্তরঃ মুক্তিযুদ্ধ 

    ৬. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? উত্তরঃ নাইট্রোজেন

    ৭. জি টু জি এর উদ্যোগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? উত্তরঃ ভারত, চীন জাপান  (উত্তরঃ সবগুলো) 

    ৮. Antonym of the word Concord? উত্তরঃ conflict

    ৯. ‘Visage’ in Shelley’s Ozymandias refers to? উত্তরঃ face 

    ১০. মানবদেহের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত? উত্তরঃ ১ঃ৭০০ 

    ১১. নেমেসিস কোন জাতীয় রচনা?  উত্তরঃ নাটক 

    ১২. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, এর অতিভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি? উত্তরঃ ১০০ সে.মি. [১ মিটার] 

    ১৩. Choose the correct Spelling. উত্তরঃ Perseverance 

    ১৪. আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? উত্তরঃ পশ্চিমে [বেশি উপযুক্ত দক্ষিণ পশ্চিমে কিন্তু অপশনে এটি না থাকায় পশ্চিমে হবে] 

    ১৫. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উত্তরঃ ৪৪% 

    ১৬. একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ১২৫ টাকা 

    ১৭. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত? উত্তরঃ ৮টি 

    ১৮. ঐতিহাসিক ৬ দফায় কোন বিষয়টি অন্তর্ভূক্ত ছিল না? উত্তরঃ বিচার ব্যবস্থা 

    ১৯. যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি হবে? উত্তরঃ অবীরা 

    ২০. বর্তমান ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কোন দেশ? উত্তরঃ চীন 

    ২১. কোনটি প্রাদি সমাসের উদাহরণ? উত্তরঃ প্রগতি 

    ২২. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? উত্তরঃ অ্যালুমিনিয়াম

    ২৩. ক্যান্সার রোগের কারণ কী?  উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি

    ২৪. ‘সবর’ শব্দে ‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে?উত্তরঃ সঙ্গে 

    ২৫. Still waters run deep. এখানে ‘Still’ শব্দটি? উত্তরঃ Adjective

    ২৬. What does the Abbreviation ‘AD’ stands for? উত্তরঃ Anno Domini

    ২৭. The Phrase ‘Achilles heel’ means?  উত্তরঃ a week point

    ২৮. ‘জংশন’ শব্দটির উৎস ভাষা- উত্তরঃ ইংরেজি 

    ২৯. ঢাকা গেইট এর নির্মাতা কে? উত্তরঃ মীর জুমলা 

    ৩০. 4^x + 4^1-x = 4 হলে, x = কত? উত্তরঃ 1/2 

    ৩১। কোনটি যোগরূঢ় শব্দ নয়? উত্তরঃ ধানক্ষেত 

    ৩২। The idiom ‘put up with’ means- উত্তরঃ Tolerate 

    ৩৩। Choose the correct spelling. উত্তরঃ Sovereignty 

    ৩৪। ‘রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থের রচয়িতা- উত্তরঃ আবুল হাসান 

    ৩৫। ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে’ বাক্যটি- উত্তরঃ সরল 

    ৩৬। বাংলার প্রাচীন জনপদ কোনটি? উত্তরঃ পুণ্ড্র

    ৩৭। নদীর সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ সরিৎ 

    ৩৮। Give the antonym of the word ‘transitory’ উত্তরঃ Permanent 

    ৩৯। প্রতিবছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়? উত্তরঃ ৩১ মে 

    ৪০। x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে? উত্তরঃ ১০

    ৪১। London town is found as a living being in the works of- উত্তরঃ Charles Dickens

    ৪২। শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ সমীচীন 

    ৪৩। জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি? উত্তরঃ গঙ্গা 

    ৪৪। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তরঃ ধ্বনিতত্ত্বে 

    ৪৫। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ কামরুল হাসান 

    ৪৬। Which one is in plural number? উত্তরঃ Oxen 

    ৪৭। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে? উত্তরঃ মোবারক আহমেদ খান 

    ৪৮। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? উত্তরঃ বিজয় কেতন 

    ৪৯। দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত? উত্তরঃ ২০

    ৫০। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ৮৫ মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান? উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক ১৮ নভেম্বর ২০২১] 

    ৫১। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? উত্তরঃ ভানুসিংহ 

    ৫২। নীচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? উত্তরঃ চাঁদের অমাবস্যা 

    ৫৩। Which one of the following writers was not a novelist? উত্তরঃ W.B. Yeats 

    ৫৪। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ? উত্তরঃ ৪ গুণ 

    ৫৫। মানব দেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে- উত্তরঃ ২৩ জোড়া 

    ৫৬। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের- উত্তরঃ ফুসফুস 

    ৫৭। Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে? উত্তরঃ যুক্তরাজ্য 

    ৫৮। ‘তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে’ – এখানে ‘তাই’ অব্যয়টি- উত্তরঃ সংযোজক অব্যয়

    ৫৯। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ- উত্তরঃ একই হয় 

    ৬০। 6a2bc এবং 4a3b2c2 সংখ্যা সহগের গ.সা.গু নীচের কোনটি? উত্তরঃ 2a2bc 

    ৬১। যা সহজে অতিক্রম করা যায় না- উত্তরঃ দুরতিক্রম্য

    ৬২। কিরগিজস্তানের রাজধানী কোথায়? উত্তরঃ বিশকেক 

    ৬৩। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? উত্তরঃ মঙ্গোলিয়া 

    ৬৪। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ ৫ম তফসিল 

    ৬৫। Who is the writer of ‘The House of Fame’? উত্তরঃ Geoffrey Chaucer

    ৬৬। World development report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? উত্তরঃ World Bank 

    ৬৭। Which of the following words has been formed with a prefix?  উত্তরঃ Amoral 

    ৬৮। ‘Once in a blue moon’ means- উত্তরঃ very rarely 

    ৬৯। কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়? উত্তরঃ তৎসম শব্দে 

    ৭০। এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোথায়? উত্তরঃচেলুসকিনের অগ্রভাগ

    ৭১। ডিমে কোন ভিটামিন নেই? উত্তরঃ ভিটামিন সি 

    ৭২। কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে? উত্তরঃ লন নল 

    ৭৩। ‘Calligraphy’ কী? উত্তরঃ হস্তলিপি বিদ্যা 

    ৭৪। নীচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত? উত্তরঃ স্মলপক্স [Smallpox] 

    ৭৫। ২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় শীর্ষে কোন দেশ? উত্তরঃ আইসল্যান্ড

    ৭৬। নাটক কী? উত্তরঃ দৃশ্যকাব্য 

    ৭৭। করোনার মিশ্র ধরণ ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয় কোন দেশে? উত্তরঃ সাইপ্রাস 

    ৭৮। Study of religion is called- উত্তরঃ Theology 

    ৭৯। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- এ গানের প্রথম সুরকার কে? উত্তরঃ আবদুল লতিফ 

    ৮০। এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তরঃ ৫০%

    ৮১। ভাষার মূল উপকরণ কী? উত্তরঃ  বাক্য [ভাষার মূল উপাদান ধ্বনি আর উপকরণ বাক্য।] 

    ৮২। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? উত্তরঃ ১৩৭ 

    ৮৩। Identify the word that can be used as both singular and plural. উত্তরঃ fish 

    ৮৪। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? উত্তরঃ বিষমীভবন

    ৮৫। Which word is closest in meaning to ‘Franchise’? উত্তরঃ Privilege 

    ৮৬। Honey is — sweet. উত্তরঃ very 

    ৮৭। ২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ১৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি ২টি একত্রে বাজবে? উত্তরঃ ৩০ মিনিট

    ৮৮। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? উত্তরঃ ১৯৭৪  

    ৮৯। x-1/x=1 হলে x3–1/x3 এর মান কত? উত্তরঃ 4 

    ৯০। What is the meaning of the idioms ‘A bad egg’? উত্তরঃ a person can not create nothing 

    ৯১। ‘মরুভাস্কর’ কার রচনা? উত্তরঃ কাজী নজরুল ইসলাম 

    ৯২। দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ চালু হয় কোন তারিখে? উত্তরঃ ১৭/১২/২০২০ সালে 

    ৯৩। The word bounty is closest in meaning to- উত্তরঃ generosity 

    ৯৪। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উত্তরঃ জাহান্নাম হইতে বিদায় 

    ৯৫। টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? উত্তরঃ ৪টি 

    ৯৬। x2-8x – 8y+16+y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? উত্তরঃ 2xy 

    ৯৭। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে- উত্তরঃ ১০ নিউটন 

    ৯৮। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তরঃ ১১টি 

    ৯৯। ‘দারিদ্র’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তরঃ সিন্ধু-হিন্দোল  

    ১০০। Which of the following is not a ‘verb’- উত্তরঃ bounden (adjective, bounden এর অর্থ আবদ্ধ) 

    প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, রেলওয়ে, CGA, NSI ও অন্যান্য চাকরির সাজেশন

    https://www.facebook.com/groups/780572335479000/?ref=share

    Post Views: ৩৮৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    পরিবেশ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

    প্রতিষ্ঠানের নামঃ পরিবেশ অধিদপ্তর পরীক্ষা তারিখঃ ৩১ মার্চ ২০২৩ পদের নামঃ গবেষণাগার... আরো পড়ুন

    ৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution
    ৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution

    ৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution: বিসিএস... আরো পড়ুন

    ৩৯ তম বিশেষ বিসিএস ২০১৮ এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান

    ১. যদি ৯×৭= ৩৫৪৫ হয়, ৪×৩=১৫২০ হয় তবে ৬×৮= হবে- ৪০৩০... আরো পড়ুন

    প্রাইমারির সাজেশন বইয়ের পিডিএফ ডাউনলোড করুন ফ্রিতে: চাকরির প্রস্তুতি

    নীল অংশে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।   সাদিক’স প্রাথমিক শিক্ষক... আরো পড়ুন

    প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

    #প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান-সেট কোড: ৩০৭১ #Primary... আরো পড়ুন

    খাদ্য অধিদপ্তরের প্রশ্ন উওরসহ ফ্রি ডাউনলোড করুন

    খাদ্য অধিদপ্তরের প্রশ্ন উওরসহ ফ্রি ডাউনলোড করুন লিঙ্ক খাদ্য অধিদপ্তর 2021previus... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!