আজ শনিবার ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকে কত মার্কস পেলে চাকরি হয়?
আচ্ছা ভাইয়া, লিখিততে কত মার্কস পেলে জব হবে? আমার কোটা আছে/নাই। এ ধরনের প্রশ্নের মুখোমুখি প্রায়শই হতে হয়। যারা এই ধরনের প্রশ্ন মনের ভেতর ধারন করেন তাদের জন্য বলে রাখি, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় জেলা ভিত্তিক এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় উপজেলা ভিত্তিক। এখানে একটা উপজেলার সাথে অন্য উপজেলার মার্কসের সামান্যতম কোন সম্পর্ক নাই। কত পেলে আপনার চাকরি নিশ্চিত তা নির্ভর করবে নিজের কয়েকটি বিষয়ের উপরঃ
১.আপনার উপজেলায় কতটি শূন্যপদ আছে।
২.আপনার উপজেলার প্রতিযোগীর সংখ্যা কত।
৩.আপনার উপজেলায় কোন প্রতিযোগী কেমন পরীক্ষা দিয়েছে।
এই নিয়ম দেশের প্রতিটা উপজেলার ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং এক উপজেলার সাথে অন্য উপজেলার সামান্যতম কোন প্রভাব নাই। এ জন্য কোন উপজেলায় কোন কোটা না থাকা সত্ত্বেও ৫০ পেয়েও চাকরি হতে পারে আবার কোটা থাকা সত্ত্বেও ৭০পেয়েও চাকরি না হতেও পারে।
ক’দিন আগে ঢাকা মিরপুর -১১ থেকে এক আপু ফোন দিয়ে বলেন ভাইয়া, এবার আমি লিখিততে ৭৪+ পেতাম তবুও আমার রোল লিখিততে আসেনি। এবং তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করে জানতে পারেন তাঁর উপজেলায় মাত্র একটি শূন্যপদ আছে এবং যে কয়জনকে টিকানো হয়েছে তাঁরা সবাই ৭৫+ মার্কস পেয়েছেন। আবার সাতক্ষিরা হতে একজন ফোন দিয়ে বলছিলেন যে,ভাইয়া আমার কোন কোটা নেই তবুও ৫০- পেয়ে আমি লিখিততে টিকেছি। আমার কি জব হওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম আপনার উপজেলায় হয়তো সবাই কম মার্কস পেয়েছে তাই আপনি টিকেছেন সুতরাং আপনার জব হতে পারে। সুতরাং আপনার কোটা থাকুক আর নাই থাকুক আপনি কত পেলে জব পাবেন তা নির্ভর করবে উপরোক্ত বিষয়গুলোর উপর। কিন্ত চাকরি পেতে হলে আপনার প্রধান টার্গেট হলো উপজেলায় সর্বোচ্চ মার্কস পাওয়া।
আমার কোন কোটা ছিল না এবং সম্ভবত আমার উপজেলায় সর্বোচ্চ (৭৬,লিখিত-২০১৫) পেয়েছিলাম।
আর আপনি লিখিততে কত পেয়েছেন তা স্বয়ং ডিসি স্যারেরও জানার কোন সুযোগ নেই, যিনি ভাইভা বোর্ডের প্রধান। এবং এই চাকরিটা বর্তমান নিয়ম অনুযায়ী এমপি,মুন্ত্রী কিংবা ডিসি স্যারের দেওয়ার কোন সুযোগ নেই। চাকরি পেতে হলে আপনার যোগ্যতায় আপনাকে অর্জন করে নিতে হবে।
প্রাথমিকে চাকরি প্রত্যাশীদের আর একটি প্রধান প্রশ্ন হলো কোটা বিভাজন নিয়ে যা আমাকে সব চেয়ে বেশি সমুক্ষিন হতে হয়।
এটা নিয়ে আর একদিন বিস্তারিত লিখার চেষ্টা করব ইনশা আল্লাহ। যে কোন তথ্য ও পরামর্শের জন্য কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন,
আপনাদের সবার প্রত্যাশা পূরন, সুস্বাস্থ্য ও সর্বজনীন মঙ্গল কামনায় এবং শুভেচ্ছান্তে আমি
মোঃ ইবরাহীম হোসাইন
বিএ অনার্স, এমএ (দর্শন বিভাগ)
রাজশাহি বিশ্ববিদ্যালয়।
সহকারি শিক্ষক,
সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাইমারির নিয়োগ পরীক্ষর ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।
https://www.facebook.com/groups/780572335479000/

সব না পড়ে কেবল Important বিষয়গুলো পড়ুন, যেখান থেকে বেশি বেশি... আরো পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর একসঙ্গে ১৩ লাখ প্রার্থীর পরীক্ষা আয়োজন করা কষ্টসাধ্য।... আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে৩২ হাজার সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেছেন ১৩... আরো পড়ুন

জেনে নেই কিভাবে প্রস্তুতি নিলে প্রাইমারিতে আপনার চাকরি হবেই_ প্রথমেই পরীক্ষার... আরো পড়ুন

সাদিক’স প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বইয়ের সৌজন্যে দেওয়া হলো। নিচের নীল... আরো পড়ুন

#প্রাইমারি ভাইভার ডকুমেন্টস যা যা জমা দিবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার... আরো পড়ুন