বাংলা

বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।

By Sadik

September 29, 2020

এই প্রশ্নগুলো থেকে ১-২ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ

বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে? – হাজার বছরের বেশি সময়২। বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী? – চর্যাপদ৩। কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?  – দশম শতকের মাঝামাঝি  ৪। বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল? – সংস্কৃত৫। বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি?  – চর্যাপদ৬। চর্যাপদের রচনাকাল৯৫০১২০০৭। বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/ সালে ঘটে? – ১৮০০ সালের পর থেকে৮। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল? – পদ্যরূপে৯। নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? – সিংহলের ভেড্ডারা১০।ভারততীর্থকার লেখা কবিতা? – রবিঠাকুর১১। বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? – ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দোআর্য, শক১২। মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে? – দৌলত কাজী১৩। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? – প্রাচীন ভারতীয় আর্যভাষা১৪। সংস্কৃত ভাষার অপর নাম কী? – প্রাচীন ভারতীয় আর্যভাষা১৫। ভাষা কী মেনে চলে? – নিয়ম কানুন১৮। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? – পালি১৯। প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই            

       ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল? – পালি, প্রাকৃত২০। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন? – পালি ভাষায়২১। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো? – চর্যাপদ২২। চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে? – সান্ধ্য / আলো আঁধারির ভাষা২৩। প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর কী কী? – তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের          বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা২৪। বাংলা ভাষা / সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।৯৫০১২০০;           ১৩৫০১৮০০; ১৮০০বর্তমান২৫।বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালানামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে? – সম্রাট আকবরের           সভারত্ন আবুল ফজল২৬। বঙ্গ+আল= বাঙ্গাল, এইআলঅংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? – জমির আল, সীমানা, বাঁধ২৭। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? – ষষ্ঠসপ্তদশ২৮। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন? – গৌড়২৯। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক 

        হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়? – পুন্ড্র, গৌড়, রাঢ়৩০। শশাঙ্ক পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? – গৌড়াধিপতি৩১। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ? – বঙ্গ৩২। পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? – বঙ্গ৩৩। কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়? – ১৯৪৭৩৪। বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি? – ১২০০১৩৫০, অন্ধকারযুগ৩৫। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম? – মঙ্গলকাব্য৩৬। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসলবৈষ্ণব পদাবলি৩৭। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি? – গদ্য৩৮। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? – উইলিয়াম কেরি৩৯। রামরাম বসু কে ছিলেন? – উইলিয়াম কেরির সহযোগী৪০। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? – প্যারীচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল৪১। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? – মেঘনাদবধ কাব্য৪২। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি? – কৃষ্ণকুমারী৪৩। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি? – একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ৪৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে? – ১৯০৭, পন্ডিত মহামহোপাধ্যায়        হরপ্রসাদ শাস্ত্রী

৪৫। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম কি? – দোহাকোষ ডাকার্ণব৪৬। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান দোহা বাংলা ইংরেজী কত সালে প্রকাশিত 

          হয় ? – ১৯১৬ , ১৩২৩

৪৭। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে? – ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়৪৮। কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির? – বাঙলা ভাষার উৎপত্তি বিকাশ(১৯২৬) ৪৯। চর্যাপদ কিসের সংকলন? – কবিতা বা গানের সংকলন৫০। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো? – সাড়ে ছেচল্লিশটি৫১। চর্যাপদের মোট কবি কতজন? – ২৪ জন৫২। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্য নাম কি? – কৃষ্ণাচার্য৫৩। চর্যাপদের ঢং আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? – রবি ঠাকুর৫৪। ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত 

        ধরে? – মাইকেল মধুসূদন দত্ত

৫৫। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? – শবরীপা৫৬। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? – তের শতক (১২০০১২০৭) ৫৭। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? – লক্ষ্মণ সেন৫৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা? – বড়ু চন্ডীদাস৫৯। কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়? – ১৯০৯৬০। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? – বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে৬১। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন? – শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ৬২। বাংলাভাষার প্রথম মহাকবি কে? – বড়ু চন্ডীদাস৬৩। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? – মঙ্গলকাব্য৬৪। কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয়? – প্রায় পাঁচশো বছর৬৫। মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।হরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত,বিপ্রদাস৬৬। চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ        রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর৬৭। ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম৬৮। মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? – সুধীন্দ্রনাথ দত্ত৬৯। চন্ডীমঙ্গলকাব্যের দুজন সেরা কবি কে কে? – ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রব্রর্তী৭০। মনসা মঙ্গলকাব্যের দুজন সেরা কবি কে কে? – বিজয়গুপ্ত, বংশীদাস৭১। কালকেতুফুল্লরা কিসের কাহিনী? – চন্ডীমঙ্গল৭২। ধনপতি লহনা কিসের কাহিনী? – চন্ডীমঙ্গল৭৩। কালকেতুফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল? – নীলাম্বর, ছায়া৭৪। স্বর্ণগোধিকা কি? – গুইসাপ৭৫। স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে? – দেবীচন্ডী৭৬। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে? – চাঁদসওদাগর৭৭। সনকা কার স্ত্রী? – চাঁদসওদাগর৭৮। সনকা কার পূজা করত? – দেবীচন্ডী৭৯। চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন? – ১২ বছর৮০। লখিন্দর কার পুত্র, কার স্বামী ছিলেন? – চাঁদসওদাগর সনকা, বেহুলা৮১। বেহুলার বাড়ি কই ছিল? – উজানিনগর৮২। স্বর্গের ধোপানীর নাম কি? – নেতা৮৩। কবিকঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? – মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ         শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে৮৪। মধ্যযুগের নির্বিকার, নিরাবেগ কবি কে ছিলেন? মকুন্দরাম চক্রবর্তী৮৫। মুরারি শীল, ভাড়ুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র? – চন্ডীমঙ্গল৮৬। দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? – ঈশ্বরী পাটনি৮৭। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? – ঈশ্বরী পাটনি৮৮। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার রচনা? – ভারত চন্দ্র রায়গুণাকর৮৯। ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? – বর্ধমানের (বর্তমানের হাওড়া) পেঁড়োবসন্তপুর        বা পান্ডুয়া গ্রামে, (আনু্মানিক ১৭১২ ) ৯০। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? – নবদ্বীপ৯১। ভারতচন্দ্রকে রায়গুনাকর উপাধি দেন কে? – নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র

৯২। ভারতচন্দ্র রায়গুণাকরের রচিত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে?        বিদ্যাসউন্দর৯৩। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ কি কি?         ৩টি, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দমান্সিং কাহিনী

৯৪। মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন / নগর পুড়িলে দেবালয় কি এড়ায় কার রচিত?            ভারতচন্দ্র রায়গুণাকর৯৫। শ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন।১৪৮৬১৫৩৩৯৬। শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? – বৈষ্ণব ধর্ম৯৭। বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন।বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস৯৮। মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? – ধর্ম৯৯। রাধা কৃষ্ণ কিসের প্রতীক? – মানবাত্মা, পরমাত্মা১০০। বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি? – পাঁচ। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর১০১। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন? – বৈষ্ণব কবি১০২। মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? – ব্রজবুলি১০৩। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? – ভা্নুসিংহের পদাবলী১০৪। বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? – রাজা শিবসিংহের রাজধানী মিথিলা১০৫। বিদ্যাপতির কি কি উপাধি ছিল? – কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি শেখর১০৬। বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? – চন্ডীদাস১০৭। বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? – বিদ্যাপতি১০৮। এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে? – শ্রী চৈতন্যদেব১০৯। চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন। নবদ্বীপ, পুরী১১০। চৈতন্যদেবের আসল নাম ডাক নাম কি ছিল? – বিশ্বম্ভর, নিমাই১১১। চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন? – চৈতন্যচরিতামৃত১১২। সীতাচরিত কার লেখা? – লোকনাথ দাস১১৩। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে? – মার্টিন লুথার১১৪। মহাভারত রামায়ণ কে লিখেন? – বাল্মীকি, বেদব্যাস১১৫। মহাভারত রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? – কাশীরাম দাস, কৃত্তিবাস১১৬। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান? – কবীন্দ্র পরমেশ্বর

১১৭। পরাগল খানের ছেলের নাম কি? – ছুটি খান১১৮। মালাধরবসুর রচনা কোনটি? – শ্রীকৃষ্ণবিজয়১১৯। শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি? – ভগবত১২০।পুরষ্কার কার কবিতা? – রবীন্দ্রনাথ ঠাকুর১২১। কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? – দীয়ার ফুলিয়া গ্রামে১২২। কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? – ১৬০২১৬১০ এর মধ্যে১২৩। লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন? – নবদ্বীপ১২৪। বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? – শাহ মুহম্মদ সগীর১২৫। তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য? – সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ,            ইউসুফজোলেখা১২৬। হানিফা কয়রা পরী কার রচনা? – সাবিরিদ খান১২৭। কারা ফারসি ভাষায় ইউসুফজোলেখা রচনা করেন? – ফেরদৌসি জামী১২৮। লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে? – বাহরাম খান১২৯। রসুলবিজয় বিদ্যাসুন্দর কার রচনা? – সাবিরিদ খান১৩০। ষোড়শ শতকে্র মধুমালতী কার লেখা? – মহম্মদ কবির১৩১। নসিহতনামা কার রচনা? – আফজল আলী১৩২। সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন।নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম           রাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপ

১৩৩। ব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন।ইউসুফজোলেখা,            নূরনামা, কারবালা, শহরনামা১৩৪। যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী জানি কোন কাব্যের অন্তর্গত? – নূরনামা১৩৫। আরাকান রাজ্যের সভাকবি কারা? – আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলত১৩৬। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে? – আলাওল১৩৭। কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন? – আলাওল১৩৮। কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি? – চন্দ্রাবতী১৩৯। আলাওল কোন দশকের কবি? – সপ্তদশ১৪০। আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? – পদ্মাবতী১৪১। মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন? – পদ্মাবতী১৪২। সেকান্দর নামা হপ্তপয়করের মূল লেখক কে? – কবি নিজামী১৪৩। প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি? – মালিক মুহম্মদ জায়সি১৪৪। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন? – কবিকণ্ঠহার১৪৫। সংস্কৃত ভাষায় রচিত পুরুষপরীক্ষা কার রচনা? – বিদ্যাপতি১৪৬। চৈতন্যচরিতামৃত কার লেখা? – কৃষ্ণদাস কবি

শেয়ার করে রেখে দিন।

প্রাইমারি নিয়োগ গ্রুপে জয়েন করুন

https://www.facebook.com/groups/619959278581000/

শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, ফুড, অডিটর ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি গ্রুপে জয়েন করুন

https://www.facebook.com/groups/780572335479000/