বাংলা

ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।

By Sadik

April 23, 2020

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ৫০টি বাগধারা একনজরে দেখে নিন- ০১-প্রশ্নঃ অন্ধকার দেখা— ক. দুর্লোভ বস্তু খ. হতবুদ্ধি গ. দৃষ্টি শক্তিহীন ঘ. স্বার্থে আঘাত লাগা উত্তরঃ খ

০২-প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়? ক. প্রহার করা খ. সম্মান করা গ. আদর করা ঘ. সমাদর করা উত্তরঃ ক

০৩-প্রশ্নঃ ‘বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি? ক. দেখতে সাধু হলেও ভণ্ড খ. অপদার্থ গ. অজানা থাকা ঘ. কাল্পনিক কাহিনী উত্তরঃ ক

০৪-প্রশ্নঃ ‘আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি? ক. ন্যাকামি খ. অপদার্থ গ. না জেনে কিছু করা ঘ. মারা যাওয়া উত্তরঃ ক

০৫-প্রশ্নঃ কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয়? ক. টইটম্বুর খ. কুপমণ্ডুক গ. গৌরচন্দ্রিকা ঘ. গনেশ উল্টান উত্তরঃ গ

০৬-প্রশ্নঃ ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি? ক. বন্ধু বনাম বন্ধু খ. হাতে-হাতে গ. খেতে-খেতে ঘ. আস্তে-আস্তে উত্তরঃ খ

০৭-প্রশ্নঃ ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ক. পটল গাছ হতে পটল তোলা খ. পটল খাওয়া গ. পরীক্ষায় ফেল করা ঘ. মারা যাওয়া উত্তরঃ ঘ

০৮-প্রশ্নঃ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ- ক. সাহায্যকারী খ. তোষামুদে গ. বাদক ঘ. স্বাস্থ্যহীন লোক উত্তরঃ খ

০৯-প্রশ্নঃ কোনটি ভিন্নার্থক? ক. আকাশ পাতাল খ. আদায় কাঁচকলায় গ. অহিনকুল ঘ. দা-কুমড়া উত্তরঃ ক

১০-প্রশ্নঃ ‘কংস মামা’ বলতে বুঝায়– ক. নির্মম খ. সৎ মামা গ. আপন মামা ঘ. নির্দয় আত্মীয় উত্তরঃ ঘ

১১-প্রশ্নঃ ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি? ক. অতি আকাঙ্কিত বস্তু খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি গ. অদৃষ্টের পরিহাস ঘ. বিশেষ সম্মানিত ব্যাক্তি উত্তরঃ খ

১২-প্রশ্নঃ ‘গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে? ক. চাটুকার খ. মূর্খ গ. নির্বোধ ঘ. অপদার্থ উত্তরঃ খ

১৩-প্রশ্নঃ নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন- ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল খ. বাঙ্গালীরা আলস বলে পরিচিত গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না উত্তরঃ ক

১৪-প্রশ্নঃ ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ক. সুখের পায়রা খ. খোদার খাসি গ. যক্ষের ধন ঘ. বসন্তের কোকিল উত্তরঃ খ

১৫-প্রশ্নঃ ‘সাপে নেউলে’ কথাটির অর্থ কি? ক. শত্রুতা খ. বন্ধুত্ব গ. অতিশয় ভালো সম্পর্ক ঘ. মহাবিপদ ঙ. কোনটিই নয় উত্তরঃ ক

১৬-প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ বলতে বুঝায়– ক. অকালপক্ক খ. অলস গ. অপদার্থ ঘ. চাটুকার উত্তরঃ গ

১৭-প্রশ্নঃ সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে’- বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ- ক. ভেঙে পড়া খ. বন্ধ হওয়া গ. স্থানান্তরিক হওয়া ঘ. উন্নতি করা উত্তরঃ খ

১৮-প্রশ্নঃ ‘চোখের বালি’ অর্থ কি? ক. চোখের অসুখ খ. চোখের যত্ন গ. শত্রু ঘ. কৃতঘ্ন উত্তরঃ গ

১৯-প্রশ্নঃ ‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? ক. সুখের পায়রা খ. দহরম মহরম গ. লেফাফা দুরস্থ ঘ. কংস মামা ঙ. দুধের পায়রা উত্তরঃ ক

২০-প্রশ্নঃ ‘অকালপক্ক’ এর বাগধারার অর্থ কোনটি? ক. ইচঁড়ে পাকা খ. গোড়ায় পাকা গ. গাছে পাকা ঘ. অসময়ে পাকা উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি? ক. ষড়যন্ত্রকারী খ. বাক সর্বস্ত গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ ঘ. দীর্ঘায়ু ব্যক্তি উত্তরঃ ঘ

২১-প্রশ্নঃ ‘ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ করে? ক. মন্দ ভাগ্য খ. গোপন দোষ গ. সাপে-নেউলে ঘ. গোপন গুণ উত্তরঃ ঘ

২২-প্রশ্নঃ কোন বাগধারাটি ভিন্নার্থক? ক. অহিনকুল খ. উত্তম-মধ্যম গ. আদায় কাঁচকলায় ঘ. সাপে-নেউলে উত্তরঃ খ

২৩-প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি? ক. অদৃষ্টের পরিহাস খ. অন্ধকার গ. একাদশে বৃহস্পতি ঘ. কেউকেটা উত্তরঃ গ

২৪-প্রশ্নঃ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি? ক. আশার কথা খ. সৌভাগ্যের বিষয় গ. মজা পাওয়া ঘ. আনন্দের বিষয় উত্তরঃ খ

২৫-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘ধর্মের ষাঁড়’– ক. অকর্মণ্য খ. বেহায়া গ. স্বার্থপর ঘ. সুসময়ের বন্ধু উত্তরঃ ক

২৬-প্রশ্নঃ কোন বাগধারা দু’টি সম্পূর্ণ ভিন্নার্থক? ক. সাপে-নেউলে/দা-কুমড়া খ. পটল তোলা/অক্কা পাওয়া গ. ঢাকের কাঠি/ঢাকের বায়া ঘ. অন্ধের যষ্টি/অন্ধের নড়ি উত্তরঃ গ

২৭-প্রশ্নঃ “সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি? ক. মস্তক কামড়ে খাওয়া খ. সর্বনাশ করা গ. পাগলামি করা ঘ. মাথায় আঘাত করা উত্তরঃ খ

২৮-প্রশ্নঃ ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কী? ক. কথায় পটু খ. পড়ুয়া গ. অশোভনভাবে বিদ্রুপ করা ঘ. মতিচ্ছন্ন হওয়া উত্তরঃ গ

২৯-প্রশ্নঃ ‘চাঁদের হাট’-অর্থ কি? ক. বন্ধুদের সমাগম খ. আত্মীয় সমগম গ. প্রিয়জন সমাগম ঘ. গণ্যমান্যদের সমাগম উত্তরঃ গ

৩০-প্রশ্নঃ কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি? ক. নির্মম খ. কুপরামর্শ দেয়া গ. কানে ভার দেয়া ঘ. কানে পানি দেয়া উত্তরঃ খ

৩১-প্রশ্নঃ কোন বাগধারাটি ‘সক্রিয় হওয়া’ অর্থ জ্ঞাপক? ক. গোঁ ধরা খ. ঔষধ ধরা গ. লাইন ধরা ঘ. ঠোঁট কাটা উত্তরঃ খ

৩২-প্রশ্নঃ ‘লক্কা পায়রা’ বাগধারার সঠিক অর্থ কি? ক. ফুলবাবু খ. উল্টাফল গ. কুচক্রী ঘ. পলায়ন করা উত্তরঃ ক

৩৩-প্রশ্নঃ ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি? ক. আপন মনে বাদশাহী করা খ. কোন দায়িত্ব গ্রহণ না করা গ. বেকার মত চলা ঘ. দাংগাবাজি করা উত্তরঃ খ

৩৪-প্রশ্নঃ ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ক. যার কোন প্রকার ক্ষমতা নেই খ. অন্তঃসার শূণ্য অবস্থা গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ ঘ. অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন উত্তরঃ ঘ

৩৫-প্রশ্নঃ ‘তালকানা’ এর অর্থ কি? ক. বেহায়া খ. বেতাল হওয়া গ. শ্রমবিমুখ ঘ. নিরেট মূর্খ উত্তরঃ খ

৩৫-প্রশ্নঃ ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কী? ক. শুরু করা খ. তাড়াতাড়ি শেষ করা গ. বিশ্রাম করা ঘ. শেষ বিদায় উত্তরঃ ঘ

৩৬-প্রশ্নঃ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? ক. আদায় কাঁচকলায় খ. সাপে-নেউলে গ. সাতেও না পাঁচেও না ঘ. দা-কুমড়া উত্তরঃ গ

৩৭-প্রশ্নঃ ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে- ক. ভঙ্গুর খ. চাপের মুখে ভেঙ্গে যায় গ. একতরফা ঘ. কোন বাধ্যবাধকতা নেই উত্তরঃ ক

৩৮-প্রশ্নঃ উলু খাগড়া বলতে কি বোঝায়? ক. যাচ্ছে তাই খ. অলক্ষণে গ. অসম্ভব বস্তু ঘ. নিরীহ প্রজা উত্তরঃ ঘ

৩৯-প্রশ্নঃ ‘ফাঁকা আওয়াজে কাজ আদায়’— এর সমার্থক বাগধারা কোনটি? ক. কলকাঠি নাড়া খ. কুপোকাত গ. কালে ভদ্রে ঘ. কথায় চিড়া ভিজা উত্তরঃ ঘ

৪০-প্রশ্নঃ ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? ক. বুদ্ধির ঢেঁকি খ. ভূষণ্ডীর কাক গ. বিড়াল তপস্বী ঘ. গভীর জলের মাছ উত্তরঃ ঘ

৪১-প্রশ্নঃ ‘হাত জোড়া থাকা’ বাগধারাটির অর্থ? ক. চিন্তায় পড়া খ. নিস্ক্রিয় হয়ে যাওয়া গ. অলস থাকা ঘ. কর্মব্যস্ত থাকা উত্তরঃ ঘ

৪২-প্রশ্নঃ ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো- ক. খনার বচন খ. প্রবাদ বাক্য গ. কবিতার চরণ ঘ. বাগধারা উত্তরঃ খ

৪৩-প্রশ্নঃ ‘ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কী? ক. ক্ষমতাসীন পার্টি খ. বিরোধী পার্টি গ. কদরহীন লোক ঘ. নিকৃষ্ট লোক উত্তরঃ গ

৪৪-প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ এর অর্থ কি? ক. আমড়া খ. বাজে কাঠ গ. অকেজো ঘ. বাজে ঢেঁকি উত্তরঃ গ

৪৫-প্রশ্নঃ ‘সাতকাহন’ বাগধারার অর্থ কি? ক. অলিক কথা খ. সুখের সম্ভার গ. স্বল্প পরিমাণ ঘ. প্রচুর পরিমাণ উত্তরঃ ঘ

৪৬-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘একচোখা’– ক. পক্ষপাতদুষ্ট খ. প্রাচীনপন্থী গ. ভণ্ড সাধু ঘ. ধার্মিক উত্তরঃ ক

৪৭-প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়? ক. সম্মান খ. মাঝামাঝি গ. মারা ঘ. ওপর-নিচে উত্তরঃ গ

৪৮-প্রশ্নঃ ‘কেঁচো গণ্ডূষ’ অর্থ কি? ক. নতুন করে আরম্ভ করা খ. নিরেট মূর্খ গ. সীমাবদ্ধ জ্ঞান ঘ. বিপদজ্জনক পরিণতি উত্তরঃ ক

৪৯-প্রশ্নঃ আকাশ ভেঙ্গে পড়া— ক. হঠাৎ বিপদ হওয়া খ. আশ্চর্য্য হওয়া গ. মন্দ ভাগ্য ঘ. কঠিন পরীক্ষা উত্তরঃ ক

৫০-প্রশ্নঃ ‘দুকান কাটা’ বাগধারাটির অর্থ কি? ক. অসুস্থ ব্যাক্তি খ. নিরীহ ব্যাক্তি গ. দাগি আসামি ঘ. বেহায়া উত্তরঃ ঘ

প্রাইমারির নিয়োগ পরীক্ষার ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।

https://www.facebook.com/groups/780572335479000/

শেয়ার করে পোস্টটি রেখে দিন নয়তো হারিয়ে যেতে পারে।আমাদের এই www.sadiksir.com ওয়েবসাইটটি শিক্ষামূলক। প্রতিদিন একবার হলেও একটি পোস্ট পড়ুন । চাকরির বাজারে  এগিয়ে থাকবেন।