আজ শুক্রবার ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাল নাকি ভালো? জেনে নিন সঠিকটা
ভাল—ভাল শব্দটির অর্থ হচ্ছে ললাট, ভাগ্য, কপাল। ভাল শব্দের উচ্চারণ দাঁড়ায়—ভাল্, অর্থাৎ এখানে ‘ল’ বর্ণের সঙ্গে কোনো স্বর যুক্ত হচ্ছে না।
কপাল বা ভাগ্য অর্থে ভাল শব্দটি ব্যবহৃত হবে।
উদাহরণ:
১. সুমনের ভালে কিছুই নেই।
২. এমন ভাল নিয়ে যেন আর কেউ না জন্মায়।
ভালো—ভালো শব্দটির অর্থ হচ্ছে উত্তম, উৎকৃষ্ট, শুভ। ভালো শব্দের উচ্চারণ দাঁড়ায়—ভালো, অর্থাৎ এখানে ‘ভাল’ শব্দের সঙ্গে স্বর যুক্ত হচ্ছে।
উত্তম, উৎকৃষ্ট, শুভ ছাড়াও যে-কোনো ইতিবাচক অর্থে ভালো শব্দটি ব্যবহৃত হবে।
উদাহরণ:
১. সাদিক একজন ভালো লেখক।
২. যারা ভালো লিখতে পারেনা তারাই খারাপ কথা বলে বেড়ায়।
মো: সাদিকুল ইসলাম
প্রভাষক(ইংরেজি)

পারিভাষিক শব্দ Attested:-সত্যায়িত/প্রত্যয়িত(৪০তম) Hand out:-জ্ঞাপন পত্র(৩৯তম) Null and void:-বাতিল(৩৮তম) Custom:-প্রথা(৩৭তম) Null... আরো পড়ুন

লালনীল দীপাবলী থেকে বাছাইকৃত প্রশ্ন। ১। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত... আরো পড়ুন

বাগধারা মনে রাখার সহজতর পদ্ধতি। অসম্ভব জিনিস = আকাশ কুসুম, কাঁঠালের... আরো পড়ুন

শুদ্ধ বানান মীমাংসা, মনীষী, সীমা, সীমাহীন, ইদানীং, তদানীং, সমীচীন, সর্বাঙ্গীণ, গোষ্ঠী,... আরো পড়ুন

এই প্রশ্নগুলো থেকে ১-২ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ ১। বাংলাসাহিত্য কত... আরো পড়ুন

ব্যতিক্রমধর্মী ১০০ টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ ১) সালতি– ছোট ডিঙ্গি নৌকা... আরো পড়ুন