বাংলা

কোন বানানটি শুদ্ধ ও কেন? ভাল নাকি ভালো?

By VMRSADIK

March 16, 2021

ভাল নাকি ভালো? জেনে নিন সঠিকটা

ভাল—ভাল শব্দটির অর্থ হচ্ছে ললাট, ভাগ্য, কপাল। ভাল শব্দের উচ্চারণ দাঁড়ায়—ভাল্, অর্থাৎ এখানে ‘ল’ বর্ণের সঙ্গে কোনো স্বর যুক্ত হচ্ছে না। কপাল বা ভাগ্য অর্থে ভাল শব্দটি ব্যবহৃত হবে। উদাহরণ: ১. সুমনের ভালে কিছুই নেই। ২. এমন ভাল নিয়ে যেন আর কেউ না জন্মায়।

ভালো—ভালো শব্দটির অর্থ হচ্ছে উত্তম, উৎকৃষ্ট, শুভ। ভালো শব্দের উচ্চারণ দাঁড়ায়—ভালো, অর্থাৎ এখানে ‘ভাল’ শব্দের সঙ্গে স্বর যুক্ত হচ্ছে। উত্তম, উৎকৃষ্ট, শুভ ছাড়াও যে-কোনো ইতিবাচক অর্থে ভালো শব্দটি ব্যবহৃত হবে। উদাহরণ: ১. সাদিক একজন ভালো লেখক। ২. যারা ভালো লিখতে পারেনা তারাই খারাপ কথা বলে বেড়ায়।

 

মো: সাদিকুল ইসলাম

প্রভাষক(ইংরেজি)