#উপসর্গঃ মাত্র ১০ মিনিটেই সব উপসর্গ মুখস্থ!!!
#বাংলা_উপসর্গ_২১টি। সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম। সুহাস, আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি। ইতি- অঘারাম #সংস্কৃত_উপসর্গ_২০টি। অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব,অভি, আ, নি।