মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি : শিক্ষক নেতা নজরুল ইসলাম রনির

By Sadik

April 08, 2020

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি তারিখ-৭এপ্রিল,২০২০ করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রায় ২০ দিন হলো।ক্লাশ নেই,পরীক্ষা নেই তাই ছাত্র বেতন আদায় করা যাচ্ছেনা।আগামী মাসে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে শিক্ষক-কর্মচারীদেরকে বেতন- ভাতা ও সম্মানী প্রদান অসম্ভব হয়ে পড়বে।সেই সাথে নন এমপিও শিক্ষক-কর্মকারীগণ চরম আর্থিক সংকটে পড়বে।অনেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক নন এমপিও’ এবং খনডকালীন শিক্ষক রয়েছেন।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এরা বেশ অসুবিধায় পড়েছেন,তাদের বাড়তি আয়ের সব পথ বন্ধ।চলতি মাসে অনেক প্রতিষ্ঠানে মাসিক/১ম সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল।করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব পরীক্ষা বর্তমান সময়ে নেয়া সম্ভব নয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ। ফলে মাসিক টিউশন ফি আদায় একেবারে অসম্ভব।