TEACHERS' CORNER

ঈশ্বরদীতে বেসরকারি শিক্ষকদের ইউএনওর আর্থিক সহায়তা

By Sadik

May 03, 2020

পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যবিত্ত পরিবারের ৫০ জন শিক্ষককে আর্থিক সহযোগিতা করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান।

রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সহযোগিতা ‘উপহার’ তুলে দেওয়া হয়। পাবনার জেলা প্রশাসক এর বেসরকারি তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা ৫০ জন শিক্ষককের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি জমসেদ আলী সরদার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার জানিয়েছেন, ঈশ্বরদীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক রয়েছেন।সেই তালিকা থেকে আমরা ৫০ জন শিক্ষককের তালিকা তৈরি করেছি যারা তেমন স্বাবলম্বী নন। তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিপদে পড়েছে মধ্যবিত্ত কিছু শিক্ষক পরিবার।দীর্ঘ এক মাস ধরে কর্মহীন হয়ে পড়ার কারণে চোখের লজ্জা দূর করে এসব পরিবার তাদের ক্ষুধা নিবারণের জন্য কারও দারস্থ হতে পারে না।