BCS

সন্ধি বিচ্ছেদ ৩৫টি । ইনশাআল্লাহ ১মার্ক পাবেন চাকরীর পরীক্ষায়।

By Sadik

April 17, 2020

আপনি যদি কোন চাকরীর পরীক্ষা দেন তবে দেখবেন এই সন্ধি বিচ্ছেদগুলো বার বার  এসেছে।

#ঘুরেফিরে_এই_৩৫টাই_বেশি_আসে ● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য। ● দ্যুলোক = দিব্ + লোক। ● রত্নাকর = রত্ন + আকর। ● গ্রামান্তর = গ্রাম + অন্তর। ● রবীন্দ্র = রবি + ইন্দ্র। ● সিংহাসন = সিংহ + আসন। ● অতীত = অতি + ইত। ● গবাক্ষ = গো + অক্ষ। ● কটূক্তি = কটু + উক্তি। ● লঘূর্মি = লঘু + ঊর্মি। ● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু। ● মানবেতর = মানব + ইতর। ● যথেষ্ট = যথা + ইষ্ট। ● শুভেচ্ছা = শুভ + ইচ্ছা। ● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী। ● প্রত্যেক = প্রতি + এক। ● নবোদয় = নব + উদয়। ● কথোপকথন = কথা + উপকথন। ● শ্রবণ = শ্রু + অন। ● প্রত্যুষ = প্রতি + ঊষ। ● স্বচ্ছ = সু + অচ্ছ। ● সপ্তর্ষি = সপ্ত + ঋষি। ● শীতার্ত = শীত + ঋত। ● জনৈক = জন + এক। ● বনৌষধি = বন + ওষধি। ● মহৌষধ = মহা + ঔষধ। ● প্রত্যহ = প্রতি + অহ। ● অত্যন্ত = অতি + অন্ত। ● ইত্যাদি = ইতি + আদি। ● পরিচ্ছেদ = পরি + ছেদ। ● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত। ● মনীষা= মনষ + ঈষা। ● ইতস্তত = ইতঃ + তত। ● তন্ময় = তৎ + ময়। ● উচ্ছেদ = উৎ + ছেদ। ● অন্বেষণ = অনু + এষণ। ● জগদীশ= জগৎ+ ঈশ। ● ষণ্মাস=ষট্+মাস।

 

শেয়ার করে পোস্টটি রেখে দিন নয়তো হারিয়ে যেতে পারে।আমাদের এই www.sadiksir.com ওয়েবসাইটটি শিক্ষামূলক। প্রতিদিন একবার হলেও একটি পোস্ট পড়ুন । চাকরীর বাজারে  এগিয়ে থাকবেন।

চাকরীর প্রস্তুতি গ্রুপে যুক্ত হোন।। https://www.facebook.com/groups/780572335479000/