ছন্দে সমাস মনে রাখুন।
সত্যি বলতে সমাস সকল চাকরির পরীক্ষায় আসে। কিন্তু অনেক চাকরি প্রত্যাশীর এটা মনে থাকেনা তাই শর্টটেকনিকটি দিলাম।
#সমাস প্রধানত ৬ প্রকার। . ১) দ্বন্দ্ব সমাস। ২) দিগু সমাস। ৩) কর্মধারয় সমাস। ৪) বহুব্রীহি সমাস। ৫) অব্যয়ীভাব সমাস। ৬) তৎপুরুষ সমাস। . #ছন্দটি মুখস্থ রাখুন>> ও-এবং-আর মিলে যদি হয় “দ্বন্দ্ব”, সমাহারে “দ্বিগু” হলে নয় সেটা মন্দ।। যে-যিনি-যেটি-যে টা- তিনি “কর্মধারায়”, যে-যার শেষে থাকলে তারে “বহুব্রীহি” কয়।। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে “অব্যয়ী” মেলে, বিভক্তি লোপ পেলে”তৎপুরুষ” তাকে বলে।
-কালেক্টেড
শেয়ার করুন পোস্টটি আপনার বন্ধুদের সাথে।
চাকরীর প্রস্তুতি গ্রুপে যুক্ত হোন।। https://www.facebook.com/groups/780572335479000/