Primary Job

প্রাইমারি শিক্ষকদের বেতন-ভাতা সুবিধা জানুন।

By VMRSADIK

October 10, 2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষকদের সুযোগ-সুবিধাসমূহ জেনে নেয়া যাক-

✪শুরুতেই ১৩তম গ্রেডে সবমিলিয়ে(মূল বেতন-১১০০০/-, বাড়িভাড়া-৪৯৫০/-, চিকিৎসা ভাতা-১৫০০/-, টিফিন-২০০/-) পাবেন ১৭,৬৫০/-। ✪প্রতি বছর ৫% ইনক্রিমেন্ট(চাকরির ৬ মাস পূর্ণ হলে জুলাই মাসের ১ তারিখ থেকে) ✪বেসিকের শতভাগ দুইটি ইদ বোনাস(১১০০০ করে মোট ২২০০০/-) ✪বেসিকের ২০% বৈশাখী ভাতা(২২০০/-) ✪সন্তানের বয়স ৫ বছর হলে শিক্ষা ভাতা(১ জন হলে ৫০০/-, ২ জন হলে ১০০০) ✪৩ বছর পর পর বেসিকের শতভাগ শ্রান্তি বিনোদন ভাতা। ✪প্রশিক্ষণ ভাতা ✪কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা ✪প্রধান শিক্ষক পদে পদোন্নতি ✪টিইও ও এটিইও পদে বিভাগীয় কোটা ✪সন্তানের জন্য কোটা ✪জিপিএফ সুবিধা(যা রাখবেন ১৩% মুনাফায় পাবেন) ✪সবশেষে এককালীন লামগ্র্যান্ড ও মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন সুবিধা। ……….

আপনি যদি প্রাইমারির শিক্ষক হতে চান তাহলে এই গ্রুপে জয়েন।

https://www.facebook.com/groups/780572335479000