SI

সাব-ইন্সপেক্টর(SI) রিয়েল ভাইভার অভিজ্ঞতা জানুন।

By VMRSADIK

May 16, 2022

SI রিয়েল ভাইভা।

অনুমতি নিয়ে প্রবেশ করলাম,সালাম দিতে না দিতেই কাগজপত্র চেয়ে নিলো। ১ম স্যার- গিনি কো-ইফিসিয়েন্ট নাম শুনছেন? আমি- জ্বি স্যার। ~ গিনি কো-ইফিসিয়েন্ট কি?? আমি- স্যার মনে পড়ছে না। স্যার- অর্থনীতিতে পড়ে এটা জানেন না?? ২য় স্যার – জিডিপি,,জিএনপি কি? ( উত্তর করলাম) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?( উত্তর করলাম) স্যার- নোমিনাল জিএনপি কি? (পারিনি, সরি স্যার বলসি) স্যার- খেলাধুলা দেখেন,খেলেন?? আমি- জি স্যার। স্যার- বলেন তো এখন কার খেলা চলছে?(বললাম) স্যার- শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম কি?( উত্তর করলাম) স্যার- বর্তমান প্রধানমন্ত্রী কে? (উত্তর করলাম) আচ্ছা,,আপনি আসুন। ভার্সিটি,, শেখ মুজিব,মুক্তিযুদ্ধ,,জেলা সম্পর্কে একটাও জিজ্ঞেস করেনাই🙄

ভাইভা প্রায় ৩ মিনিট মত নিয়েসিলো। এটাই আমার প্রথম জবের এক্সাম ও প্রথম ভাইভা।

সুমীর উদ্দিন

রাজশাহী রেন্জ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (অর্থনীতি)

https://www.facebook.com/groups/780572335479000/?ref=share