আজ বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

৪০তম বিসিএস-এর VIVA অভিজ্ঞতাঃ মোয়াজ্জেম হোসেন সম্রাট।

  • ভাইভা প্রস্তুতি
  • ২৯ মে, ২০২১ ৩:১৪ পূর্বাহ্ণ
  • 485 views

    ৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা , ১ম বিসিএস ভাইভা ,

    প্রার্থীর নাম :  মোয়াজ্জেম হোসেন সম্রাট 

    লোক প্রশাসন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়

    বোর্ডঃ শামীম আহসান স্যার

    ১ম চয়েজঃ প্রশাসন

    তারিখঃ ১৮-০২-২০২১

    [বোর্ড আপনাকে নিয়ন্ত্রণ করবে, নাকি আপনি বোর্ডকে নিয়ন্ত্রণ করবেন, নির্ভর করবে আপনার উপর!]

    আমিঃ আসতে পারি, স্যার?

    চেয়ারঃ হ্যাঁ, আসো। বসো।

    আমিঃ আসসালামু আলাইকুম, স্যার। ধন্যবাদ স্যার।

    চেয়ারঃ ওয়ালাইকুম আসসালাম। নাম কী?

    আমিঃ মোঃ মোয়াজ্জেম হোসেন সম্রাট।

    চেয়ারঃ বাড়ি কোথায়?

    আমিঃ বরিশাল জেলা স্যার।

    চেয়ারঃ বরিশালের কোথায়?

    আমিঃ বাকেরগঞ্জ উপজেলা, স্যার।

    চেয়ারঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছো? কোন বিষয়ে?

    আমিঃ জি, স্যার। লোক প্রশাসনে।

    চেয়ারঃ ২০১৭ সালে মাস্টার্সে পাশ করেছো। এতদিন কী করছো?

    আমিঃ আসলে স্যার সনদ অনুসারে আমি ২০১৭ সালে পাশ করলেও আমাদের পরিক্ষা অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

    চেয়ারঃ আচ্ছা। আচ্ছা, তুমি নিজের সম্পর্কে কিছু বলো।

    আমিঃ ধন্যবাদ, স্যার। আমি মোঃ মোয়াজ্জেম হোসেন সম্রাট। বাবা মোঃ আইয়ুব আলী মৃধা, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। মায়ের নাম জেমিনি জেসমিন বেগম, তিনি একজন গৃহিনি।

    স্কুল এবং কলেজের লেখাপড়া শেষে আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর যথাক্রমে ২০১৬ এবং ২০১৭ সালে সম্পন্ন করি। স্কুলজীবন থেকেই আমি বির্তক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম।আমি সাহিত্য পছন্দ করি এবং প্রসঙ্গত শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় আমার প্রিয় সাহিত্যিক।

    আমি সততা, সারল্য এবং আদর্শ ভালোবাসি।

    চেয়ারঃ শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় তোমার প্রিয় সাহিত্যিক। তাঁর কোন উপন্যাসটি তোমার প্রিয়?

    আমিঃ পল্লীসমাজ।

    চেয়ারঃ শরৎ চন্দ্রের পরে তোমার প্রিয় সাহিত্যিক কে?

    আমিঃ স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর।

    চেয়ারঃ সমসাময়িক কেউ তোমার প্রিয় সাহিত্যিক নয়?

    আমিঃ আসলে স্যার আমার মনে হয় শরৎ চন্দ্র উপন্যাসের মাধ্যমে বাঙালি অনুভূতির সকল শাখাকেই নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন।

    চেয়ারঃ আচ্ছা, বলো তো, লোক প্রশাসনে তোমার অর্জিত জ্ঞান প্রশাসন ক্যাডার কী কাজে লাগবে?

    আমিঃ প্রশাসন ক্যাডারে যেহেতু সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে কাজ করে, এবং লোক প্রশাসন নীতি, ও সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাত্ত্বিক আলোচনা করে, আমি মনে করি, এই তাত্ত্বিক জ্ঞান প্রশাসন ক্যাডারের ব্যবহারিক পর্যায়ে কাজে লাগাতে পারবো।

    আবার একইসাথে লোক প্রশাসন আমলাতন্ত্র নিয়ে আলোচনা করে এবং প্রশাসন ক্যাডারের ব্যবস্থাপনা দাঁড়িয়ে আছে আমলাতন্ত্রের উপর।

    চেয়ারঃ মুক্তিযুদ্ধভিত্তিক কোনো বই পড়েছো?

    আমিঃ জি, স্যার।

    চেয়ারঃ কোনটা পড়েছো?

    আমিঃ হাঙর নদী গ্রেনেড

    চেয়ারঃ আসলেই পড়েছো?

    আমিঃ জি, স্যার।

    চেয়ারঃ কে লিখেছেন বইটি?

    আমিঃ সেলিনা হোসেন, স্যার।

    চেয়ারঃ আচ্ছা, (এক্সটার্নাল-১ এর দিকে তাকিয়ে) আপনি জিজ্ঞেস করুন।

    এক্সটার্নাল-১ঃ আচ্ছা, বলুন তো,  বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কী?

    আমিঃ স্বাধীনতা পুরস্কার, স্যার।

    এক্সটার্নাল-১ঃ স্বাধীনতা পুরস্কার কে প্রদান করেন?

    আমিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্যার।

    এক্সটার্নাল -১ঃ পরবর্তী সর্বোচ্চ পুরস্কার কী?

    আমিঃ একুশে পদক, স্যার।

    এক্সটার্নাল-১ঃ এ বছর একুশে পদক কতজন পেয়েছেন?

    আমিঃ ২১ জন স্যার।

    এক্সটার্নাল-১ঃ সাহিত্যিক কতজন?

    আমিঃ এক্সাট সংখ্যা জানা নাই,স্যার।

    এক্সটার্নাল-১ঃ আচ্ছা, এ বছর ২ জন বাঙালি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তাদের নাম বলতে পারবেন?

    আমিঃ একজন সনজীনা খাতুন। অন্যজনের নাম এ মুহূর্তে মনে করতে পারছি না, স্যার।

    এক্সটার্নাল-১ঃ তিনি কে?

    আমিঃ তিনি কাজী মোতাহের হোসেনের মেয়ে। কাজী আনোয়ার হোসেনের বোন।

    এক্সটার্নাল-১ঃ তার আর কোনো ভাই আছে?

    আমিঃ সরি, স্যার, এ মুহুর্তে মনে করতে পারছি না।

    চেয়ারঃ তিনি কার কী, তা বলতে হবে না। তার নিজের পরিচয় কী?

    আমিঃ রবীন্দ্রসঙ্গীতশিল্পী। ছায়ানটের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

    চেয়ারঃ তার আর কোনো পরিচয় আছে?

    আমিঃ তিনি একজন শিক্ষক।

    চেয়ারঃ হ্যাঁ। এটা বলো।

    এক্সটার্নাল-১ঃ আচ্ছা, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

    আমিঃ মাননীয় সচিব মহোদয়।

    এক্সটার্নাল-১ঃ নির্বাহী?

    আমিঃ মাননীয় মন্ত্রী মহোদয়।

    এক্সটার্নাল-১ঃ নির্বাহী প্রধান আর প্রশাসনিক প্রধান এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়?

    আমিঃ স্যার, মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত মন্ত্রী নিয়ে থাকেন, আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মাননীয় সচিব সহযোগিতা করে থাক

    চেয়ারঃ এগুলো তুমি কোথা থেকে পেয়েছ? গাইড বই থেকে? নির্বাহী অর্থ কী?

    আমিঃ নির্বাহী মানে বাস্তবায়ন করা, স্যার।

    চেয়ারঃ আচ্ছা, উপজেলায় তোমার নিয়োগ হলে পদ কী হবে?

    আমিঃ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্যার।

    চেয়ারঃ আচ্ছা, তাহলে উপজেলায় নিয়োগ হলে নির্বাহী অফিসার, আর মন্ত্রণালয়ে নিয়োগ হলে প্রশাসনিক প্রধান। তাহলে প্রশাসনিক আর নির্বাহী মানে তো সেইম!

    আমিঃ (উত্তরহীন, তবে দ্বিমতসূচকভাবে মৌন রইলাম।)

    এক্সটার্নাল-১ঃ জেলা প্রশাসকের কাজ কী?

    আমিঃ জেলা প্রশাসক মূলত ৩ টি কাজ করেন। জেলা ম্যাজিস্ট্রেট, জেলা কালেক্টর এবং ডেপুটি কমিশনার।

    এক্সটার্নাল-১ঃ ডিসির আয়ের উৎস কী?

    আমিঃ ভূমি কর, খাজনা, ইজারা ইত্যাদি।

    এক্সটার্নাল-১ঃ ভূমি কর এবং খাজনার মধ্যে কোনো পার্থক্য আছে?

    আমিঃ ভূমি কর সাধারণত জমি ব্যবহারের উপর আরোপ করা হয়। খাজনা হাট, বাজার ইত্যাদির উপর।

    এক্সটার্নাল-২ঃ আচ্ছা, বলুন তো,  বাজেট কী?

    আমিঃ সরকারের আয়- ব্যয়ের হিসাব, স্যার। সাধারণত ১ বছরের।

    এক্সটার্নাল-২ঃ সরকারের আয়ের উৎস কী?

    আমিঃ প্রত্যক্ষ কর যেমন আয়কর, ও সম্পদ কর। পরোক্ষ কর যেমন মূল্য সংযোজন কর।

    এক্সটার্নাল-২ঃ আচ্ছা, সরকার ব্যয়ের জন্য যে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন হয়, তা সংকুলান করতে না পারলে তখন কোথা অর্থ পায়?

    আমিঃ বিদেশি অনুদান পেয়ে থাকে। তাছাড়া, সরকার অভ্যন্তরীণ ঋণ নিয়ে থাকে।

    এক্সটার্নাল-২ঃ বঙ্গবন্ধুর কোনো বই পড়েছেন?

    আমিঃ জি, স্যার। সবগুলোই পড়েছি।

    এক্সটার্নাল-২ঃ অসমাপ্ত আত্মজীবনী’র নাম অসমাপ্ত কেন?

    আমিঃবঙ্গবন্ধুর পূর্নাঙ্গ জীবনেতিহাস বর্ণিত হয়নি।

    এক্সটার্নাল-২ঃ কোন সময় পর্যন্ত ঘটনার বর্ণনা আছে?

    আমিঃ ১৯৫৫ সাল।

    এক্সটার্নাল-২ঃ আচ্ছা, ১৪৪ ধারা জারি করেন কে?

    আমিঃ জেলা ম্যাজিস্ট্রেট, স্যার।

    এক্সটার্নাল-২ঃ নগর এলাকায় কে জারি করেন?

    আমিঃ নগর এলাকায় ১৪৪ ধারা প্রযোজ্য নয়।

    এক্সটার্নাল-২ঃ (অবাক হয়ে সামান্য হেসে) তাহলে নগর এলাকায় কী হয়?

    আমিঃ সুস্পষ্ট জানি না, স্যার।

    চেয়ারঃ আচ্ছা, তোমাকে বিসিএস প্রশাসন(ক্যাডার) হিসেবে কোনো জেলায় নিয়োগ দিলে তুমি প্রথমে কী করবে? আনুষ্ঠানিকভাবে কাজ শুরু আগে?

    আমিঃ কাজ শুরু করার আগে আমি জেলা প্রশাসন অফিসে ঐ জেলার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুশীল সমাজের সদস্যদেরকে আমন্ত্রণ জানাবো।তাদের সাথে কথা বলে স্থানীয় সমস্যাগুলোকে সনাক্ত করে তারপরে কাজ শুরু করবো।

    চেয়ারঃ লাস্ট কোশ্চেন। তোমার স্বপ্ন কী?

    আমিঃ স্যার, বাংলাদেশ যেহেতু ২০৪১ সালে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশে পরিণত হবে। আমি স্বপ্ন দেখি বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমার কিছুটা হলেও অবদান থাকবে। আমি যখন চাকুরি থেকে অবসরে যাবো, তখন আমি উপলব্ধি করতে চাই, গর্ব অনুভব করতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমার কিছুটা হলেও অবদান আছে।

    চেয়ারঃ ভেরি গুড। ভেরি গুড। এখন তুমি আসতে পারো। কাগজপত্র নিয়ে যাও।

     

    #ভাইভা প্রস্তুতির গ্রুপে যুক্ত হোন।

    https://www.facebook.com/groups/1053922308095514

    Post Views: ৬৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    বিসিএস ভাইভার গুরুত্বপূর্ণ ব্যাপার।

    বিসিএস ভাইভা মার্ক বাংলাদেশ সিভিল সার্ভিস (#বিসিএস) হলো বাংলাদেশ সরকারের দাপ্তরিক... আরো পড়ুন

    মাননীয় & মহামান্য এদের মধ্যে পার্থক্য কী? ২০টি প্রশ্ন যা ভাইভায় ধরা হয়।

    ১) মাননীয় & মহামান্য এদের মধ্যে পার্থক্য কী? ★মাননীয়ঃ * যাকে... আরো পড়ুন

    ডাক অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা

    রিয়েল ভাইভা অভিজ্ঞতা পদের নাম: **মেইল অপারেটর**, ডাক অধিদপ্তর বোর্ডে অবস্থানকাল:... আরো পড়ুন

    পানি উন্নয়ন বোর্ডের রিয়েল ভাইভা

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বোর্ড মেম্বার = ৬ জন আমিঃ দরজা... আরো পড়ুন

    ভাইভাতে মেয়েদের পোশাক যেমন হতে হওয়া উচিত

    শাড়ি/সালওয়ার-কামিজ, হিজাব ছাড়া/হিজাব সহ প্রসঙ্গঃ ভাইভা দেবার আগে সবাই সাধারণত আগের... আরো পড়ুন

    প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে যে কাগজ জমা দিবেন।

    #প্রাইমারি ভাইভার ডকুমেন্টস যা যা জমা দিবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!