NTRCA

শিক্ষকরা যোগদানের দিন থেকেই বেতন পাবেন।

By VMRSADIK

July 24, 2021

NTRCA এর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকরা চাকরিতে যোগদানের তারিখ থেকেই তাদের এমপিও বেতন পাবেন। এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে চাকরিতে যোগদানের দিন থেকেই এমপিও সুবিধা পাবেন তারা।

এমপিও নীতিমালার ১৭.৭ অনুচ্ছেদে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক-প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীকে অপরাধমূলব বা বিরূপ কোন রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে।

ধন্যবাদ । এন্টিআরসিএর গ্রুপে যুক্ত হোন।

https://www.facebook.com/groups/1210936055766137/