আজ শনিবার ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ইতালি ফেরত এক যুবক ১৫দিন আইসোলেশন থাকার পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।
বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান।
সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১৬ ই মার্চ সদর হাসপাতালে ভর্তি হয় ইতালি ফেরত ওই যুবক। এরপর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। ১৯ মার্চ তার দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে আইইডিসিআর।
এরপর থেকে তাকে সদর হাসপাতালে রাখা হয়। সেখানে সঙ্গহীন রেখেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকবার নমুনা সংগ্রহ করে তার শরীরের অবস্থা জানা যায়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি ঘটে।
সবশেষ তার নমুনা পরীক্ষা শেষে শরীরে করোনা ভাইরাসের উপস্থিত পাওয়া যায়নি। তাই তাকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এখন থেকে সে বাড়িতে অবস্থান করতে পারবে এবং সাধারন মানুষের মতোই চলাফেরা করতে পারবে বলেও জানান সিভিল সার্জন।



NSI সম্পর্কে বিস্তারিত তথ্য NSI কী? কী ধরনের প্রতিষ্ঠান? এর motto... আরো পড়ুন

BCS ক্যাডার যেন এক স্বপ্নের নাম। বিসিএস ক্যাডার হতে চাননা এমন... আরো পড়ুন

সকল শিক্ষা প্রতিষ্ঠান ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ।। দেশে বর্তমান পরিস্হিতি... আরো পড়ুন

দিনের প্রায় অনেকটা সময় অফিসে কাটানো হয়। এক্ষেত্রে সহকর্মী কাউকে ভালো... আরো পড়ুন

করোনাভাইরাসের কারণে দেশের সবকিছু থমকে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থগিত... আরো পড়ুন