আজ বুধবার ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রোমিও জুলিয়েট:
-উইলিয়াম শেক্সপিয়র
ট্র্যাজেডি শেক্সপিয়ারের প্রথম ট্র্যাজেডি রোমিও জুলিয়েট। এতে আছে মানবজীবনের কোনো দন্দ্ব পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সংগ্রামের যন্ত্রণা। রোমিও জুলিয়েটের জীবনে যে করুণ পরিণতি ঘটেছে তার জন্য দায়ী তার পারিবারিক বিবাদ।
দুটি পরিবার মনগুটে ও ক্যাপিউলেট। প্রভাব-প্রতিপত্তিতে কেউ কম যায় না। কিন্তু দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদ। সারাটা বছরই ঝগড়া-বিবাদ লেগেই আছে। ক্যাপিউলেট পরিবারের কন্যা জুলিয়েট। অপরদিকে মন্টেগু পরিবারের সন্তান রোমিও, পরিবারের সবার চেয়ে আলাদা। একদিন দুজনের দেখা হয়। রূপে মুগ্ধ দুই তরুণ-তরুণী দুজনেই প্রেমের বাঁধনে বাধা পড়ে যায়। কিন্তু এই প্রেম তো দুই পরিবারের কেউ স্বীকার করেনি। তাই চলে গোপন অভিসার। কিন্তু মিলনের পথে বাধা এসে দাঁড়ায়। জুলিয়েটের বিবাহ স্থির হয় এক জায়গায়। অসহায় জুলিয়েট তার গুরু সন্ন্যাসীর কাছে সাহায্য চায় যেমন করেই হোক এই বিয়ে বন্ধ করতেই হবে। লরেন্স তাকে এক শিশি ওষুধ দেয়। সেই ওষুধের আচ্ছন্ন প্রভাবে গভীর ঘুমে নিমগ্ন্ন হয়ে পড়বে জুলিয়েট। মনে হবে মারা গেছে। সেইভাবে থাকবে বিয়াল্লিশ ঘণ্টা। তাকে সমাধি দেয়া হবে। এই ঘটনা জানবে শুধু রোমিও। যখন জুলিয়েটের ঘুম ভাঙবে, দুজনে পালিয়ে যাবে। বিয়ের রাতেই জুলিয়েট সেই ওষুধ খায়, মৃত মনে করে সমস্ত প্রাসাদে কান্নার রোল ওঠে। বিয়ের সাজেই তাকে সমাধিস্থ করা হয়। অসাধারণত্বের জন্য রোমিও জুলিয়েট যুগ যুগ ধরে মানুষের হূদয়ে বেঁচে থাকবে।
COLLECTED
Facebook Page: https://www.facebook.com/SadikSiriu/
সবার আগে পোস্ট সাথে সাথে পেতে ডান দিকের নিচের লাল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।
আপনার শুভকামনায়
মোঃ সাদিকুল ইসলাম (সাদিক)
প্রভাষক(ইংরেজী)
ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য এই পোস্টটি অনেক কার্যকর। ১টি প্যারাগ্রাফ... আরো পড়ুন
ভর্তি পরীক্ষার জন্য এই বইগুলো পড়লে একবারে চান্স পাওয়া সম্ভব.. ১.... আরো পড়ুন
নিজস্ব ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি- বেসরকারি অফিসে সাধারণ ছুটি... আরো পড়ুন
মানুষ হিসেবে ভবিষ্যতের প্রতি আমাদের রয়েছে অদম্য কৌতূহল। ভবিষ্যতে কী হবে,... আরো পড়ুন