আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ছন্দে ছন্দে প্রণালী ।।
====================
১.পক প্রণালী – (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
( প্রোটন কিং= ভাপশ্রী)
২. বেরিং প্রণালী – (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
(প্রোটন কিং= আবেএ )
৩.জিব্রাল্টার প্রণালী – (মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
(প্রোটন কিং- আজিই)
৪. ফ্লোরিডা প্রণালী – (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
( ফকির )
৫.মালাক্কা প্রণালী – ( সুমিত্রা মালির মেয়ে) সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।e
( মাসুমা)
৬. হরমুজ প্রণালী – (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব– ( লোহা এখন আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
( আবাল)
৮. ডোভার প্রণালী – (UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
( Proton King= UDOF)
৯. বসফরাস প্রণালী – (ইউরেশিয়া) ইউরোপ হতে এশিয়া পৃথক।
( প্রোটন কিং= এ বই)
১০. পানামাখাল– (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।
দু রকম ছন্দ যুক্ত করা হয়েছে। যে ভাবে মনে থাকে আর কি।
প্রোটন কিং দিয়ে ব্রাকেটে নিজেই এখনি লিখে দিলাম। বাকি টা কালেক্ট করা।
এ গুলো মনে রাখার জন্য সব থেকে ভালো উপায় হলো ম্যাপে চোখ বুলানো।
শেয়ার করুন পোস্টটি আপনার বন্ধুদের সাথে।
চাকরীর প্রস্তুতি গ্রুপে যুক্ত হোন।। https://www.facebook.com/groups/780572335479000/
সাত বীরশ্রেষ্ঠ দের নাম মনে রাখার সহজ উপায়ঃ #সাত হাজার মোম... আরো পড়ুন
সদর দপ্তর মনে রাখার কৌশল :- ১) যেসব সংস্থার শুরুতে W... আরো পড়ুন
মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার সহজ উপায়: ছন্দ :-... আরো পড়ুন
পদ্মা সেতু নিয়ে যত্ত প্রশ্ন ১. পদ্মা সেতুর অফিশিয়াল নাম= “পদ্মা... আরো পড়ুন
✬প্রশ্নঃ বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত? উত্তরঃ গাজীপুর, শিমুলতলী। ✬প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র... আরো পড়ুন
টাকা! যা ছাড়া জীবন অচল। টাকার পিছনেই সারা দুনিয়ার মানুষের ছুটে চলা।... আরো পড়ুন