আজ বৃহস্পতিবার ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ইংরেজি মনে রাখার শর্টকাট কৌশল :-
———————————————–
ইংরেজি বড় শব্দের বানান মুখস্থ করে মনে রাখা অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার, আপনি যদি মুখস্থ করতে পারেনও তবুও এক বা দুই দিনের ব্যবধানে তা ভুলে যাবেন। মুখস্থ করা কোন সময়ই ইংরেজি শব্দ মনে রাখার কোন প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ট্রিকস না। তাই একটু মুখস্থ করার চেয়ে কিছু ট্রিক্স করে পড়া অনেক ফলস্ফু্ত হয়। আপনি যদি ইংরেজি শব্দ উচ্চারণ করেন তবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করলে যেমন সহজে শব্দের অর্থ পাওয়া যায় তেমনি ভেঙ্গে ভেঙ্গে শব্দের উচ্চারণ মুখস্থ করলেও সহজে মুখস্থ হয়।
যেমনঃ
1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।
Collected
[ লাইক,কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন ]
শেয়ার করুন পোস্টটি আপনার বন্ধুদের সাথে।
চাকরীর প্রস্তুতি গ্রুপে যুক্ত হোন।। https://www.facebook.com/groups/780572335479000/
পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়ঃ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরীক্ষায় ভালো করার উপায়... আরো পড়ুন
বিশ্ববিদ্যালয় জীবনে নানা মানুষের কাছ থেকে হাজারো উপদেশ শুনবে। এটা করো,... আরো পড়ুন
অধিকাংশ ছাত্রছাত্রীদের জন্যই পড়াশুনা একটি ভয়ের বিষয়। যদি একজন ছাত্র/ছাত্রী পরীক্ষা... আরো পড়ুন
ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য এই পোস্টটি অনেক কার্যকর। ১টি প্যারাগ্রাফ... আরো পড়ুন
NSI সম্পর্কে বিস্তারিত তথ্য NSI কী? কী ধরনের প্রতিষ্ঠান? এর motto... আরো পড়ুন
নীল বা ওপেন লেখাতে ক্লিক করুন অটো ডাউনলোড হয়ে যাবে আরো পড়ুন