বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের উপাধী জানুন : চাকরীর প্রস্তুতি

কবি সাহিত্যিকদের ” উপাধি “”
গুরুত্বপূর্ণ গুলো দেয়া হলো ।
১। কাজী নজরুল ইসলাম ——– বিদ্রোহী কবি ; আধুনিক বাংলা গানের ‘ বুলবুল ‘
২। রবীন্দ্রনাথ ঠাকুর ———- বিশ্বকবি
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ——- সাহিত্য সম্রাট
৪। শরৎচন্দ্র চট্রোপাধ্যয় ——- অপরাজেয় কথাশিল্পী
৫। মধুসূদন দত্ত ——- মাইকেল
৬। আলাওল ——– মহাকবি
৭। ঈশ্বরচন্দ্র গুপ্ত ——– যুগ সন্ধিক্ষণের কবি ।
৮। বিহারীলাল চক্রবর্তী ———-ভোরের পাখি।
৯।বিদ্যপতি ——- পদাবলির কবি, মিথিলার কবি, মিথিলার কোকিল ।
১০। আব্দুল কাদির ——- ছান্দসিক কবি।
১১। আব্দুল করিম —– সাহিত্যবিশারদ
১২। মুকুন্দ দাস ——– চারণ কবি।
১৩। গোবিন্দ দাস ——– স্বভাব কবি।
১৪। গোলাম মোস্তফা ——— কাব্য সুধাকর।
১৫। জীবনানন্দ দাশ ——- রূপসী বাংলার কবি, তিমির হননের কবি।
১৬। ড. মুহাম্মদ শহীদুল্লাহ ———– ভাষা বিজ্ঞানী ।
১৭। নজিবর রহমান —— সাহিত্যরত্ন
১৮।নূরন্নেছা খাতুন —– সাহিত্য সরস্বতী , বিদ্যাবিনোদিনী ।
১৯। ফররুখ আহমদ —- মুসলিম রেনেসাঁস কবি।
২০। বাহরাম খান ——-দৌলত উজীর।
২১। ভারতচন্দ্র রায় —– গুণাকর।
২২। মুকুন্দরাম —— কবিকঙ্কণ।
২৩। মালাধর বসু —- গুণরাজ খান।
২৪। মোহাম্মদ মোজাম্মেল হক —— শান্তিপুরের কবি।
২৫। যতীন্দ্রনাথ বাগচী —— দিঃখবাদের কবি।
২৬। রামনারায়ণ —— তর্করত্ন।
২৭। পরমেশ্বর —— কবীন্দ্র ।
২৮। শামসুর রহমান ——- নাগরিক কবি ; কবিশ্রেষ্ঠ।
২৯। ভারতচন্দ্র —— বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ; মধ্যযুগের নাগরিক কবি ; মধ্য যুগের শ্রেষ্ঠ কবি ; রায়গুণাকর।
৩০। সমর সেন —– আধুনিক যুগের নাগরিক কবি।
৩১। সত্যেন্দ্রনাথ দত্ত ——- ছন্দের যাদুকর।
৩২। সুধীন্দ্রনাথ দত্ত —— ক্লাসিক কবি।
৩৩। সুকান্ত ভট্টাচার্য —— কিশোর কবি
৩৪। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী —— স্বপ্নাতুর কবি।
৩৪। হেমচন্দ্র ——- বাংলার মিল্টন।
৩৫। শেখ ফজলুল করিম ——- বাংলার শেক্সপিয়ার ; সাহিত্য বিশারদ ; কাব্যরত্নাকর