আজ বুধবার ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
জীবনে বার বার কষ্ট পেয়েছেন, প্রতারিত হয়েছেন, ব্যর্থ হয়েছে, নিজেকে ভীষণ মূল্যহীন মনে হয়েছে ? তাহলে এই লেখাটি
আপনার জন্যই ।। লেখাটি পড়ুন এবং মেনে চলুন…দেখুন, চোখের পলকে কেমন বদলে যেতে শুরু করেছে আপনার জীবন।।
১) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট,দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা
২) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।৷
৩) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদদিন।৷
৪) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোকনা কেন …… যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷৷
৫) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহরাখবেন না।৷
৬) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।৷
৭) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
৮) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো
অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷৷
৯) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।৷
১০) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
নিয়োগ পরীক্ষর ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।
https://www.facebook.com/groups/780572335479000/
কুরআনের ১০০টি উপদেশ বাণী ১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও... আরো পড়ুন
রওশনা জাহান লিজা: আমি মো. আবুল কাশেম ও মোছা. ছালেহা বেগমের দ্বিতীয়... আরো পড়ুন
১. জীবন মানেই পরীক্ষা হতাশার অন্ধাকারে ডুবে থাকা মানুষের মনে একটি... আরো পড়ুন
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের চেয়ে বেশি... আরো পড়ুন
বার বার পরীক্ষা দিয়েও যাদের জব পেতে দেরী হচ্ছে তাদের জন্য:... আরো পড়ুন
গুগলে চাকরি করতেন মুনাফ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বাধীনচেতা। বেশি বেতনে... আরো পড়ুন