আজ বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চাকরির পরীক্ষায় নিশ্চিত কমন পাবেন।
১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র। ২। আধুনিক কম্পিউটারের জনক কে? -জন ভন নিউম্যান ৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার ৪। LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display. ৫। PC অর্থ কী? – Personal Computer. ৬। CPU কী? -Central Processing Unit ৭। 1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte. ৮। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন ৯। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom ১০। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা ১১। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে? – স্টিভ চ্যাল ও জাভেদ করিম ১২। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ১৩। ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল ১৪। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর ১৫। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার ১৬। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস ১৭। কম্পিউটার বায়োস (BIOS) কি?Basic Input-Output System ১৮। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড ১৯। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি ২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে- -হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ ২১। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- -চীন ২২। IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004 ২৩। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯ সালে ২৪। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার ২৫। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা ২৬। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকেু হয়? -১৯৯৬ সালের ৪ জুন ২৭। কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে? -হ্যাস চিহ্ন ২৮। ওয়েব অর্থ কি?- – জাল ২৯। মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার ৩০। অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? –ইন্টারনেট ৩১। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা ৩২। মাউস ক্লিক বলতে কি বুঝায়? – মাউসের বাম বোতামে চাপা ৩৩। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – Compute ৩৪। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের ৩৫। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়- -প্রেজেনটেশন ৩৬। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়। – পেনড্রাইভ ৩৭। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয় ৩৮। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ ৩৯। অপারেটিংসিষ্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি ৪০। Find কমান্ড থাকে কোন মেনুতে? -Edit ৪১। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়লগ বক্সে ৪২। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার- – প্রাণ ৪৩। কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে–কম ৪৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়। -বোতামে ৪৫। কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন? -১৯৭১ সালে ৪৬। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট ৪৭। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা ৪৮। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? – মাল্টিমিডিয়া ৪৯। কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে? -ন্যানো সেকেন্ড ৫০। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? – গণিতবিদ ৫১। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা (( আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আপনার তেমন ক্ষতি হবে নাহ,কিন্তু আপনি পেয়ে যাবেন পরবর্তী টপিক বিজ্ঞান এর বাছাইকৃত সাজেশন,আপনার যদি দরকার মনে হয় একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখুন আপনার নিজের উপকারের জন্য,Md Foyzullah)) ৫২। মাইক্রো শব্দের অর্থ কি? -ক্ষুদ্রাকার ৫৩। নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? -কীবোর্ডের ডান দিকে। ৫৪। সফ্টওয়্যারের অমত্মর্ভূক্ত নয় কোনটি? -মনিটর ৫৫। ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়ামত্ম নির্দেশ হল- -Copy ৫৬। একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? -ডেটাবেজ ৫৭। পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- -প্রেজেন্টেশন ৫৮। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল ৫৯। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার ৬০। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী? -ইন্টেল ৬১। BOL কি?- Bangladesh Online Limited. ৬২- অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি ৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে ৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে ৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা ৬৬। উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- -১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর ৬৭। জন্ম তারিখ হলো একটি- ফিল্ড ৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ বক্সে ৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার- -প্রাণ ৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম ৭১। Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit ৭২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী? -সমস্যার সমেত্মাষজনক সমাধান ৭৩।কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -ড. স্টিবিজ ৭৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?-বোতামে ৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম ৭৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? -এন্টিভাইরাস ৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বোর্ড ৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?-মডেম ৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট ৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?- স্প্রেডশিট ৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? সফটওয়্যার ৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড ৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার ৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? – তথ্য বা ডাটা ৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী ৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? -নিজস্ব ভাষা ৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার ৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো–সুপার কম্পিউটার ৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের ৯০। শুরম্নতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত? – গণনার ৯১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? – ভারত ৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? – নেটিজেন ৯৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। – যুক্তরাষ্ট্রে ৯৪। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? -ইন্টারনেট ৯৫। Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে? – ডায়ালগ বক্সে। ৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File ৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে?- মেনু বারে ৯৮। ফাইল সেফ করার জন্য কোন মেুনর প্রয়োজন? -ফাইল মেনুর ৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? -CapsLock ১০০। F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলোকে এক সাথে বলা হয় -ফাংশন কী? (আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন পরবর্তী সাজেশন এর জন্য) ১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? -দশমিক ১০২। চন্দ্রাবতী হলো- -বাংলা ফন্টের নাম ১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?-এক্সেল১০৪। ডাটাবেজ অর্থ হল–তথ্যবিন্যাস ১০৫। বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়? -Ctrl+Alt+B ১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস ১০৭। WWW এর জনক কে?- টিম বার্নস লি ১০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? -ডিজিটাল ১০৯। কার্সর (Cursor) কি? -আলোক রেখা ১১০। উইন্ডোজ আসলে কিসের মতো?-খোলা জানালা ১১১। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? – ডিলিট বা ব্যাকস্পেস ১১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? – ফ্রেড কোহেন ১১৩। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস? -ম্যাক্রো ভাইরাস ১১৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? – ইদুরের মত ১১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োয়ন? -ফাইল মেনু ১১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে- -ডাটা ইনপুট করায় ভুল হয়েছে। ১১৭। ইনপুট ডিভাইস কোনটি? – কিবোর্ড ১১৮। আউটপুট ডিভাইস কোনটি? – মনিটর ১১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি? -মেমোরি ১২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার। – ২ ১২১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?- ৩ ১২২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?-ওয়ার্ড প্রসেসর ১২৩। ৫৩D কোন ধরনের সংখ্যা? -হেক্সাডেসিমাল ১২৪। সংখ্যা পদ্ধিতি মোট কত প্রকার? -৪ প্রকার ২৫। ফাংশন কি কোন গুলি?- F1-F12 ১২৬। 0-09 পর্যমত্ম Key গুলোর নাম কী? – Numeric Key পূর্বের পোস্ট গুলো দেখুন আমার টাইমলাইনে এখানে ক্লিক করুন Md Atik ১২৭। নিচের কোনটি স্পেশাল Key।- Space bar ১২৮। নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ? – Norton ১২৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+A ১৩০। LAN এর পূর্ণ নাম লিখ? – Local Area Network ১৩১। WWW এর পূর্ণ নাম লিখ?- World Wide- Web ১৩২। Save কোন মেনুতে রয়েছে?- File ১৩৩। মেনুবারে কয়টি মেনু আছে। – ৯টি ১৩৪। Save এর সর্টকাট কমান্ড লিখ। -Ctrl+S ১৩৫। MS word-এ Symbol কোন মেনুতে আছে। – Insert ১৩৬। File অর্থ কি? – নথিপত্র ১৩৭। Data Processing কয় প্রকার?- ৩ ১৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয় … – জ্ জ্ ব ১৩৯। IBM PC প্রথম বাজারে আসে…- ১৯৮১ সালে ১৪০। মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে… – ১৯৯২ সালে ১৪১। Apple Computer কত সালে বাজারে আসে… – ১৯৭৬ সালে ১৪২। MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়- – File ১৪৩। পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়– File ১৪৪। Save অর্থ কি?-সংরক্ষণ করা ১৪৫। Pragraph কোন মেনুতে রয়েছে– Format ১৪৬। MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+F ১৪৭। MS word-এ Document কে বড় করে দেখার জন্য- – Zoom ১৪৮। M.S Excel –এ কতটি রো আছে?-৬৫,৫৩৬টি ১৪৯। M.S Excel –এ কতটি কলাম আছে?-২৫৬টি ১৫০। M.S Excel –এ কতটি Cell আছে? -১,৬৭,৭৭,২১৬টি ১৫১। বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কাটর্জ ১৫২। পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?- প্রিন্টার ১৫৩। সাধারণ ডাটাবেজ হলো–একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ ১৫৪। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং ১৫৫। নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ ১৫৬। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- – MARK-1 ১৫৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?- মাল্টিমিডিয়া ১৫৮। ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার জন্য ১৫৯। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়? – চন্দ্রাবতী ১৬০। কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি? -৪টি। ১৬১। কিবোর্ডে কয়টি Alt Key আছে? -২ ১৬২। কিবোর্ডে Windos Key কয়টি? -২ ১৬৩। কিবোর্ড ESC কয়টি? -১ ১৬৪। কিবোর্ডে Home Key কয়টি? -১ ১৬৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? – মাইক্রো কম্পিউটার। ১৬৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম ১৬৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল। ১৬৮। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? -মিনিফ্রেম ১৬৯। এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা। ১৭০। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন। ১৭১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1 ১৭২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা। ১৭৩। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া ১৭৪। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয় ১৭৫। লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস। ১৭৬। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপি ডিক্স। ১৭৭। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM ১৭৮। উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো- ৩২ ১৭৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম। ১৮০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? -চতুর্থ প্রজন্মের। ১৮১। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? – র্যামে। ১৮২। মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানে যন্ত্র। ১৮৩। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- -বিট। ১৮৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে?-৬৪টি। ১৮৫। কোনটি কম্পিউটারের কাঁচা মাল? -তথ্য। ১৮৬। প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি?- মোজাইক। ১৮৬। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি ১৮৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? – সেয়মোর ক্রে ১৮৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- ইউনিভ্যাক-১ ১৮৯। মডেমের গতি পরিমাপের একক কি?-KBPS ১৯০। সফটওয়্যার কি ধরণের শক্তি। -অদৃশ্য শক্তি। ১৯১। হোমপেজ কি- -একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন। ১৯২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়? -জাভা। ১৯৩। ইউপিএস কত প্রকার? -২ প্রকার। ১৯৪। এইচটিএমএল একটি-প্রোগ্রাম ১৯৫। কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?বার্নার্স লী ১৯৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম? বেসিক প্রোগ্রাম। ১৯৭। কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ? -সি ১৯৮। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? -ডাটাবেজ ১৯৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?-বিট ২০০। কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?- ইনপুট ডিভাইস ২০১। LCD (Liquid Crystal Display) এর জনক কে?- সুইস পদার্থবিদ মার্টিন সাউট ২০২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা ২০৩। মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?-৩ এপ্রিল ১৯৭৩। ২০৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন?- গুগল পস্নাস ২০৫। Quick Heal কী? – এন্টিভাইরাস সফ্টওয়ার ২০৬। Twitter কী? – সামাজিক নেটওয়ার্কিং সাইট ২০৭। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? – Epic. ২০৮। Zeus (জিয়ুজ) কী? – কম্পিউটার ভাইরাস। ২০৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? – নেক্সাস-১ ২১০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? ২৫ লাখের বেশি ২১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস ২১২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়? -টুইট ২১৩। কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? -ফেসবুক ২১৪। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?- ৯০ কোটি। ২১৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa ২১৬। কোনমেমোরি মুছে ফেলা খুব কঠিন?-রমের মেমোরি ২১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? – ROM ২১৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- আইবিএম ২১৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস ২২০। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড ২২১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে। ২২২। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?- গ্রাফিক্স কার্ডে ২২৩। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে। ২২৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি ২২৫। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ। ২২৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? ১৯ বছর। ২২৭। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া ২২৮। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়? হোয়াইট হ্যাট হ্যাকার। ২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? -১৯৯৯ সালে। ২৩০। Melissa- এর আক্র’মনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে? -Microsoft. ২৩১। Melissa Virus তৈরী করেন কে? – ডেভিড স্মিথ ২৩২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? – ১০ বছরের জেল? ২৩৩। Mydoom Worm কি? – কম্পিউটার ভাইরাস। ২৩৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে? – Mydoom Worm ২৩৫। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?-২,৫০,০০০। ২৩৬। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়? -ব্লাক হ্যাট হ্যাকার। ২৩৭। অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?- হ্যাকিং ২৩৮। ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়? – পেস্নজারিজম। ২৩৯। কম্পিউটার ভাইরাস কি?-একধরণের প্রোগ্রাম। ২৪০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? -শহিদ লিপি। ২৪১। শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়? – ১৯৮৫ সালে। ২৪২। এলাইনমেন্ট কয় ধরণের ? ৪ ধরণের। ২৪৩। একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে? ১২টি। ২৪৪। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি? -G ২৪৫। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম কী? -ন্যাশনাল কীবোর্ড। ২৪৬। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে? – নতুন ডকুমেন্ট। ২৪৭। অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে। ২৪৮। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে কী লেখা যায়? – জ ও ঝ ২৪৯। উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারাবিশ্বের মানুষ ২৫০। ইন্টারনেট কী? উ: দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংর্যুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে। ২৫১। কম্পিউটার কে আবিস্কার করেন?-উঃ হাওয়ার্ড এইকিন। ২৫২। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC ২৫৩। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC ২৫৪। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1 ২৫৫। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০। ২৫৬। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১ ২৫৭। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উঃ কেনেথ এইচ ওলসেন। ২৫৮। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃ বুদ্ধি বিবেচনা। ২৫৯। পামটম কি? উঃ একধরণের ছোট কম্পিউটার। ২৬০। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়। ২৬১। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? উঃ আইবিএম-১৬২০ সিরিজ। ২৬২। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় অবস্থায় করা হয়? উঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। ২৬৩। মাইক্রোসফট কি? উঃ কম্পিউটার সফট্ওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান। পূর্বের পোস্ট গুলো দেখুন আমার টাইমলাইনে ২৬৪। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়- উঃ হাইব্রিড কম্পিউটার ২৬৫। ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃস্টি করে? উ: ২৬ এপ্রিল ১৯৯৯। ২৬৬। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA ২৬৭। Which one is a graphics software? উঃ Adobe Photoshop. ২৬৮। এক কিলোবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte ২৬৯। Web Page কি? উঃ সার্ভারে রাখা ফাইল। ২৭০। http এর পূর্ণরূপ কি? উঃ hyper text transfer protocol. ২৭১। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়? উঃ- কমপিউটারের। ২৭২। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উঃ- I/O ২৭৩। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে? উঃ- Control Unit ২৭৪। কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি কি? উঃ- তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড। ২৭৫। কমপিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উঃ- কম্পুটার ২৭৬। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ। উঃ- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। ২৭৭। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ। উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি। ২৭৮। কমপিউটার শব্দের অর্থ কী? উঃ- গণনা করা। ২৭৮। কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি? উঃ- ২টি। ২৮০। মাউসের কিক বলতে কী বুঝায়? উঃ- মাউসের বাম বোতাম চাপা। ২৮১। সি.পি.ইউ এর অংশ নয় কী? উঃ- মেমোরি। ২৮২। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে? উঃ- ১৯৮১সালে। ২৮৩। কমপিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে। ২৮৪। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে? উঃ- ১৭৮৬ সালে। ২৮৫। নির্গমন মুখ সরঞ্জাম কী? উঃ- আউটপুট ডিভাইস। ২৮৬। কমপিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? উঃ- দুই ভাগে। ২৮৭। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী? উঃ- কান্তিহীনতা। ২৮৮। প্রথম ইলেকট্রনিক কমপিউটারের নাম কী? উঃ- ইউনিভ্যাক। ২৮৯। কমপিউটারের প্রধান ভাষা কোনটি? উঃ- ইংরেজি। ২৯০। কমপিউটারের শব্দ টি কোথা থেকে আসছে? -Compute ২৯১। বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটারের নাম কী? উঃ- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম। ২৯২। কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়? উঃ- ১৯৬৪ সালে। ২৯৩। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কমপিউটারকে কতভাগে ভাগ করা যায়? উঃ- ৩ ভাগে। ২৯৪। মাউস একটি কোন ধরনের ডিভাইস? উঃ- ইনপুট ডিভাইস। ২৯৫। মাউসে কয়টি বাটন থাকে? উঃ- ২ টি। ২৯৬। কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়? উঃ- পাঁচ ভাগে। ২৯৭। কমপিউটার কেমন করে কাজ করে? উঃ-ইনপুট-সিপিইউ-আউটপুট। ২৯৮। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে। উঃ- Central Processing Unit. ২৯৯। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-? উঃ- ১৯৭১। ৩০০। কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? উঃ- অ্যানালগ কমপিউটার। ৩০১। ডিজিটাল কমপিউটার কত প্রকার? উঃ- ৪ প্রকার। ৩০২। সবচেয়ে শক্তিশালী কমপিউটার হলÑ উঃ- সুপার কমপিউটার। ৩০৩। বাংলাদেশে কয়টি সুপার কমপিউটার রয়েছে? উঃ- একটিও নয়। ৩০৪।ভাইরাস নামকরণ কে করেন? উঃফ্রেডরিক কোহেন। ৩০৫। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল? উঃ- মেইনফ্রেম। ৩০৬। মাইক্রো শব্দের অর্থ কী? উঃ- ুদ্র। ৩০৭। পি.সি (P.C) শব্দের অর্থ কি? উঃ- পার্সোনাল কমপিউটার। ৩০৮। PDA কোন ধরনের কমপিউটার? উঃ- মাইক্রো কমপিউটার। ৩০৯। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন? উঃ- ডিফারেন্স ইঞ্জিন। ৩১০। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কি? উঃ- ইউনিভ্যাক। ৩১১। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? উঃ- অ্যাপল। ৩১২। কমপিউটারের প্রজন্ম কয়টি? উঃ- ৫টি। ৩১৩। কমপিউটারের সথে অন্য সকল ইলেকট্রোনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি? উঃ- প্রোগ্রামিং যন্ত্র। ৩১৪। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কয়টি? উঃ- ২টি । ৩১৫। বর্তমান যুগকে কী বলা হয়? উঃ- তথ্যপ্রযুক্তির যুগ। ৩১৬। কমপিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে? উঃ- ন্যানো সেকেন্ডে। ৩১৭। ১ মিলি সেকেন্ডে ১ সেকেন্ডের এক ভাগের সমান কত? উঃ- এক হাজার। ৩১৮। ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ? উঃ- একশত কোটি ভাগের এক ভাগ সময়। ৩১৯। কমপিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে? উঃ- ডাটা ইনপুট করা ভুল হয়েছে। ৩২০। ১ ন্যানো সেকেন্ড = কত সেকেন্ড? উঃ- সে. ৩২১। Hardware বলতে কি বুঝ? উঃ- শক্ত সামগ্রী। ৩২২। কি কমপিউটারের বাস নয়? উঃ- ভি.ই.এস.এ। ৩২৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না? উঃ- ফপি ডিস্ক। ৩২৪। কী-বোর্ডের শিফট,অল্টার,কনট্রোল কী-গুলোকে কী বলে। উঃ- Modifier key ৩২৫। কী-বোর্ডে কতগুলো কী থাকে? উঃ-১০৪-১১০ টি। ৩২৬। কমপিউটারের স্পেশাল ডিভাইস কোনটি। উঃ- মাদারবোর্ড। ৩২৭। কমপিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? উঃ- তিন ধরনের। ৩২৮। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে। ৩২৯। প্রথম প্রজন্মের কমপিউটারে ইনপুট আউটপুট হিসেবে কী ব্যবহার করা হতো। উঃ- পাঞ্চকার্ড। ৩৩০। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক ছিলেন? উঃ- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ৩৩১। ’টেড হফ’ কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন? উঃ- ১৯৭০ সালে। ৩৩২। টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল? উঃ- কমপিউটার ইন এ চিপ। ৩৩৩। মাইক্রোপ্রসেসরের কাজ কী? উঃ- তথ্য প্রক্রিয়াকরণ করা। ৩৩৪। মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি? উঃ- এএল ইউ, কন্ট্রোল ইউনিট, র্যাম প্রভৃতি ৩৩৫। মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি? উঃ- রেজিস্টার অ্যারে। ৩৩৬। মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে? উঃ- গাণিতিক ইউনিট। ৩৩৭। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়? উঃ- ALU. ৩৩৮। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী? উঃ- অপারেন্ড। ৩৩৯। মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে। ৩৪০। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়? উঃ- ২ ভাগে। ৬৮। সি.পি.ইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষয়ান ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়? উঃ- রেজিস্টারে। ৩৪১। রেজিস্টার হচ্ছে—— উঃ- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান। ৩৪২। গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়? উঃ- অ্যাকুমোলেটর রেজিস্টার। ৩৪৩। কমপিউটারের বাস গুলো কী? উঃ- কন্ট্রোল বাস, ডাটাবাস, ফেস সাইকেল, PCI. ৩৪৪। র্যামের বৈশিষ্ট কি? উঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়। ৩৪৫। প্রথম কমপিউটার প্রোগ্রামার কে? উঃ- লেডি অগডা আগাস্ট। ৩৪৬। I.B.M এর পূর্ণরূপ কোনটি? উঃ- International Business Machine. ৩৪৭। কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী? উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড। ৩৪৮। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী? উঃ- লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স। ৩৪৯। লাইট পেন হল এক ধরনের ——-কী? উঃ- ইনপুট ডিভাইস। ৩৫০। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে উঃ- পিন ও রিবণের সাহায্যে। ৩৫১। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র? উঃ- লেজার প্রিন্টার। ৩৫২। প্লটার কোন ধরনের যন্ত্র? উঃ- আউটপুট ডিভাইস। ৩৫৩। প্লটার কী? উঃ- মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়েথাকে। ৩৫৪। মডেম কোন ধরনের যন্ত্র? উঃ- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে। ৩৫৫। কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়। উঃ- মডেম। ৩৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী? উঃ- MODEM. ৩৫৭। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না? উঃ- ফিল্ম। ৩৫৮। পোস্ট স্ক্রিপ্ট কী? উঃ- প্রিন্টারের ভাষা। ৩৫৯। পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী? উঃ- মাইক্রো কমপিউটার। ৩৬০। ক্লোন কী? উঃ- আই.বি.এম পিসির নকল। ৩৬১। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কী ছিল। উঃ- আলতেয়ার। ৩৬২। কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে? উঃ- ১৯৮১ সালে। ৩৬৩। মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতার নাম কী? উঃ- বিল গেটস। ৩৬৪। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার? উঃ- সুপার কমপিউটার। ৩৬৫। মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি? উঃ- প্রসেসর ও র্যাম। ৩৬৬। ফার্মওয়ার সংরতি থাকে কোথায়। উঃ- রমে। ৩৬৭। কমপিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে……. উঃ- ALU ৩৬৮। কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? উঃ- ডটিা প্রসেসিং করা। ৩৬৯। মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়? পূর্বের পোস্ট গুলো দেখুন আমার টাইমলাইনে এখানে ক্লিক করুন উঃ- ১৯৭১ সালে। ৩৭০। ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার? উঃ- প্রথম প্রজন্মের। ৩৭১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়? উঃ- ১৯৪৮ সালে। ৩৭২। ইন্টেল কোন দেশের কোম্পানি? উঃ- যুক্তরাষ্ট্র। ৩৭৩। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়। উঃ- তৃতীয় পজন্মের। ৩৭৪। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে? উঃ- চতুর্থ। ৩৭৫। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী? উঃ- নির্ভুলতা। ৩৭৬। মাই কমপিউটার হল ——– উঃ- ডকুমেন্টর ফোল্ডার। ৩৭৭। কোনটি স্টোরেজ ডিভাইস? উঃ- হার্ডডিস্ক। ৩৭৮। নেটওয়ার্কিং এর সুবিধা কী? উঃ- একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে। ৩৭৯। কমপিউটার কার্যম করার জন্য কী প্রয়োজন? উঃ- Operating System. ৩৮০। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়? উঃ- নভোযান-এ। ৩৮১। কোনটি ফাংশন কী? উঃ- F10. ৩৮২। মাইক্রো কমপিউটার হল———- উঃ- ড্রাইভ ফোল্ডার। ৩৮৩। সফটওয়্যার কী? উঃ- এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি। ৩৮৪। BIOS কী? উঃ- একটি ফার্মায়্যার। ৩৮৫। তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী? উঃ I.C. ৩৮৬। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার? উঃ- চার প্রকার। ৩৮৬। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার? উঃ- মেইনফ্রেম কমপিউটার। ৩৮৭। কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয়? উঃ- মিনিফ্রেম কমপিউটার। ৩৮৮। কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি? উঃ- তিনটি। ৩৯০। প্রথম গণনা যন্ত্রের নাম কী? উঃ- অ্যাবাকাস। ৩৯১। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী? উঃ- MARK-1 ৩৯২। মার্ক-১ এর দৈর্ঘ ছিল? উঃ- ৫১ ফুট লম্বা। ৩৯৩। সংরতি প্রোগ্রামের ধারণা দেন কে? উঃ- ড.জন ভন নিউম্যান। ৩৯৪। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি? উঃ- ইউনিভ্যাক। ৩৯৫। আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়। উঃ- ১৯৬২ সালে। ৩৯৬। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার? উঃ- ৪ প্রকার। ৩৯৭। মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার? উঃ- ২ প্রকার। ৩৯৮। কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়? উঃ- ৩ ভাগে। ৩৯৯। সফ্টওয়্যার কত প্রকার? উঃ- ২ প্রকার। ৪০০। ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি? উঃ- D Base
নিয়োগ পরীক্ষর ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।
বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটার দিয়ে বাংলা টাইপ করার জন্য এই... আরো পড়ুন
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৬৯ সালে।... আরো পড়ুন
১) কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন। ২) আধুনিক কম্পিউটারের জনক –... আরো পড়ুন
১. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি? উত্তরঃ বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট। ২.... আরো পড়ুন