কিছু কনফিউজিং প্রশ্নের উওর জেনে নিন ।নয়তো চাকরির পরীক্ষায় বিপদে পড়বেন।

কিছু কনফিউশন প্রশ্ন এবং উওরঃ
১। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টিসেক্টরে বিভক্ত করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি
ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১
বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
২। Who is the present President of the National Assembly of Bangladesh?
a) zillur Rahman b) Abdul Hamid
c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina
ব্যাখ্যাঃ যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National
Assembly of Bangladesh। অর্থাৎ উত্তর শিরীন শারমিন চৌধুরী।
৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত জেলা ৩০টি এবং মায়ানমার এর সাথে
রয়েছে ৩টি। বাংলাদেশের সাথে উক্ত ২টি দেশের মোট সীমান্ত জেলা –
ক) ৩২টি খ) ৩৩টি গ) ৩৪টি ঘ) ৩৫ট ভারতের সাথে ৩০ টা জেলার সংযোগ
আছে আর মায়ানমারের সাথে আছে ৩টি। কিন্তু এখানে একটি জেলা রাঙ্গামাটির
সাথে ভারত ও মায়ানমার উভয়ের সংযোগ আছে। যার ফলে সীমান্ত জেলা ৩৩টা না
৪। “চতুর্দশপদী ” নামের কবিতা কে লিখেছেন?
ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদমুখোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয়বিদ্যালংকার
ব্যাখ্যাঃ”চতুর্দশপদী কবিতা ” বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু
এখানে প্রশ্নে আছে “চতুর্দশপদী ” নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম
“চতুর্দশপদী কবিতা ” নয়, শুধু “চতুর্দশপদী “,
এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। যা অপশন