আজ শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
#পদ্মা সেতু টুকিটাকি প্রশ্ন:
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪ টি।
১৬. প্রশ্ন:নদী শাসনের কাজ করছে?
উত্তর:চীনের সিনো হাইড্র
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
২১. প্রশ্ন:সেতু নির্মাণ করছে?
উত্তর:চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.
২২.প্রশ্ন:কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর:৭ ডিসেম্বর ২০১৪।
২৩.প্রশ্ন:কতটি জেলার সাথে সংযোগ করবে?
দক্ষিণের ২১ জেলা.
২৫. প্রশ্নঃসংযোগস্থল?
উত্তর: মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)
২৬.প্রশ্ন পদ্মা সেতুর স্প্যান পিলার সংখ্যা কত স্থাপনের তারিখ?
উত্তর: প্রথম স্প্যান ৩০ সেপ্টেম্বর ২০১৭
৪১ তম স্প্যান ১০ ডিসেম্বর ২০২০।
পিলার ৪২ টি স্প্যান ৪১
১ম স্প্যান বসে ৩৭-৩৮ নং পিলারের উপর
৪১তম স্প্যান বসে ১২-১৩ পিলারের উপর
২৭.প্রশ্ন:দেশের জিডিপি বাড়াবে কত?
উত্তরঃ১.২%
২৮.প্রশ্ন :পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে?
উত্তর:সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)
২৯.প্রশ্নঃ “চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন” কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার___
উত্তর: ২০১৪ সালের ১৮ জুন
এই লেখাটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
নিয়োগ পরীক্ষার ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।
নিউইয়র্ক- UNO, UNICEF, UNFPA, UNDP, UNIFEM ওয়াশিংটন ডিসি – IBRD, IFC,... আরো পড়ুন
বাংলাদেশের নাম যেভাবে ‘বাংলাদেশ’ হলো পড়ুন…. এই দেশের নাম বাংলাদেশ রাখার... আরো পড়ুন
১। সূত্র: ডুরান আপা। ব্যাখ্যা : ডুরান= ডুরান্ড লাইন, আপা- আফগানিস্তান... আরো পড়ুন
সদর দপ্তর মনে রাখার কৌশল :- ১) যেসব সংস্থার শুরুতে W... আরো পড়ুন
#বাংলাদেশের ৬৪টি জেলার নাম !!! মনে রাখার কৌশল- +++রাজশাহী বিভাগঃ “চাপাবাজ... আরো পড়ুন
সাধারণ জ্ঞানের জন্য আপনি যা করতে পারেনঃ ক) দৈনিক পত্রিকা আপনার... আরো পড়ুন