আজ বুধবার ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১। ৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা হলে দৈনিক সুদের হার কত?
– ২ টাকা
২। a–b=4, ab=3 হলে, a³–b³=?
– 100
৩। x+y=6 হলে,xy এর বৃহত্তর মান কত?
– 9
৪। সুষম বাহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে এর বাহুর সংখ্যা কত?
– ৮
৫। ১ থেকে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
– ১০ টি
৬। ১৭:২৫ কে শতকরায় প্রকাশ করলে পাওয়া যায়?
– ৬৮%
৭। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর—-
– অর্ধেক
৮। ৫ টাকায় ২ টি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে?
– ১০ টি
৯। ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে—-
– ১২ টি
১০। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
– ৬০°
১১। এক ডজন কমলা ২৪ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
– ৩০ টাকা
১২। একটি বৃত্তাকার পার্কের ব্যাস ৬০ মি. এবং π=৩.১৪১৬ হলে পার্কটির পরিধির দৈর্ঘ্য কত?
– ১৮৮.৪৯৬মি.
১৩। ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
-২৫
১৪। •০৫ এর ৩% কত?
– •০০১৫%
১৫। দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?
– ১৬
৬। নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
– ১২ ঘণ্টা
১৭। x+y= 12, x–y= 2 হলে xy=?
– 35
১৮। a+b+c=9, a²+b²+c²=29 হলে, ab+bc+ca=?
– 26
১৯। a³+1 এবং a³–1 রাশিগুলোর গু.সা.গু. কত?
– 1
২০। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোনদ্বয় পরস্পর —
– সম্পূরক
২১। ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
– ৮ মিটার
২২। ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো
– ১২০°
২৩। একটি পঞ্চভুজের সমষ্টি
– ৬ সমকোণ
২৪। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
– ৪২ সেন্টিমিটার
২৫। x+y=2, x²+ y²=4 হলে x³+ y³ = কত?
– 8
২৬। ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
– ক এর মামা চ
২৭। ০.০৩, ০.১২, ০.৪৮, — শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
– ১.৯২
২৮। একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
– ৭৫
২৯। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুন; সংখ্যা তিনটির গড় কত?
– ৪
৩০। √169 is equal to –
– 13
৩১। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
– ১৯৬ বর্গমিটার
৩২। তিন সদস্যের একটি বিতর্কদলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোন এক জনের সর্বোচ্চ বয়স কত হতে পারে ?
– ৩০বছর
৩৩। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে:মি: ছোট ; কিন্তু অতিভুজ ২ সে:মি: বড় । অতিভুজের দৈর্ঘ্য কত ?
– ১০সে:মি:
৩৪। একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪ সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮সে:মি: প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?
– ২৬৪০টি
৩৫। ১,১,২,৩,৫,৮,১৩,২১,…….. ধারার ১০ম পদটি কত ?
– ৫৫
৩৬। 4x+4x+4x+4x এর মান কত ?
– 22x+2
৩৭। ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?
– ৫দিন
৩৮। 3x–8 = 32 হলে x এর মান কত ?
– 2
৩৯। (x–y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ?
– (–1,–1)
৪০। x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
– x+y
৪১। ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিমি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
– ৫৪ সেকেন্ড
৪২। ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৩৬ কিমি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
– ৫ সেকেন্ড
৪৩। একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘন্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টা ৫০ মাইল বেগে যায় তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে?
– ৩০
৪৪। ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
– ৪ কি.মি
৪৫। একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের গড় কত?
– ৫৫ মাইল/ঘন্টা
৪৬। এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘন্টা বেগ হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব-
– ১২ কিমি
৪৭। ভ্রমণের প্রথম ৬ ঘন্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কিমি/ঘন্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কিমি/ঘন্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কিমি/ঘন্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?
– ২৪ ঘন্টা
৪৮। একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন থেকে তাড়া করলো। যদি ১ কিমি যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে?
– ৭.৫ মিনিট
৪৯। রেজা গাড়ি ভাড়া করে ১৮০ টাকা স্থির এবং ১ টাকা হারে প্রতি মাইল। আসিফ গাড়ি ভাড়া করে ২৫০ টাকা স্থির এবং ০.৫০ টাকা হারে প্রতি মাইল। যদি প্রত্যেক্ষে d মাইল ভ্রমণ করে এবং প্রত্যেকের মোট ভাড়া সমান হয়, তাহলে d এর মান কত?
– ১৪০
৫০। এক ব্যক্তি খাড়া পূর্বদিকে ৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। ঐ ব্যীক্তর গড় গতিবেগ ঘন্টায় কত মাইল।
– ৪৮ মাইল
নিয়োগ পরীক্ষর ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।
জ্যামিতির_প্রাথমিক_অালোচনাঃ প্রশ্নঃ ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A =১১৫° হলে... আরো পড়ুন
প্রাইমারি চাকরির পরীক্ষায় ভালো করতে জেনে নিন পরীক্ষার আদ্যোপান্ত ও... আরো পড়ুন
1. (a+b)²= a²+2ab+b² 2. (a+b)²= (a-b)²+4ab 3. (a-b)²= a²-2ab+b² 4. (a-b)²=... আরো পড়ুন
সব পরিক্ষার জন্য ১০০% কমন গণিত শিক্ষা পিতা-পুত্রের অংক সব পরিক্ষার... আরো পড়ুন
১০০% এর যাদু শতকরা লাভ-ক্ষতি ও সুদকষার শত শত অংক কিভাবে... আরো পড়ুন
প্রশ্নঃ কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো।... আরো পড়ুন