বানান ও বাক্যশুদ্ধির গুরুত্বপূর্ণ ৫০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন: পরীক্ষায় বার বার আসে

টপিকস: বানান ও বাক্যশুদ্ধি
০১| বাংলা বানানের নিয়ম অনুসারে নিম্নের কোনটি শুদ্ধ?
ক. গভর্নর
খ. গভর্ণর
গ. গবর্ণর
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
০২| কোনটি শুদ্ধ বাক্য?
ক. তাকে স্নেহাশীষ দিও
খ. তাকে স্নেহশীষ দিও
গ. তাকে স্নেহাশিস দিও
ঘ. তাকে স্নেহশিষ দিও
উত্তরঃ গ
০৩| কোন বানানটি শুদ্ধ?
ক. উচ্ছ্বাসিত
খ. উচ্ছ্বসিত
গ. উচ্ছাশিত
ঘ. উচ্ছাসিত
উত্তরঃ খ
০৪| নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. আপনি সপরিবারে আমন্ত্রিত
খ. আপনি স্বপরিবরে আমন্ত্রিত
গ. আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
ঘ. আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত
উত্তরঃ ক
০৫| কোন বানানটি শুদ্ধ?
ক. অন্তঃকরণ
খ. অন্তকরণ
গ. আন্তকরণ
ঘ. অন্তোকরণ
উত্তরঃ ক
০৬| নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদয় হয়েছে
খ. আমার টাকার আবশ্যক নেই
গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
ঘ. ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ ঘ
০৭| নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
খ. সাবধানপূর্বক চলবে
গ. সে আরোগ্য লাভ করেছে
ঘ. আমি সন্তোষ হলাম
উত্তরঃ গ
০৮| কোনটি শুদ্ধ বানান?
ক. আকাঙ্ক্ষা
খ. আকাক্ষা
গ. আকাংখা
ঘ. আকাঙ্খা
উত্তরঃ ক
০৯| কোন বানানটি শুদ্ধ?
ক. অধীণ
খ. অধীন
গ. অধিন
ঘ. অধিণ
উত্তরঃ খ
১০| কোনটি শুদ্ধ বানান?
ক. নুন্যাধিক
খ. ন্যূনাধিক
গ. ন্যুন্যাধিক
ঘ. ন্যুনধিক
উত্তরঃ খ
১১| কোনটি সঠিক?
ক. তরঙ্গপুঞ্জ
খ. মেঘপুঞ্জ
গ. কুসুমপুঞ্জ
ঘ. কবিতাপুঞ্জ
উত্তরঃ খ
১২| নিচের কোন বানানটি সঠিক?
ক. দূর্বিষহ
খ. দুর্বিসহ
গ. দুর্বিষহ
ঘ. দুর্বিশহ
উত্তরঃ গ
১৩| কোন বাক্যটি শুদ্ধ?
ক. জাপানে স্বাক্ষরতার হার শ-এর কাছাকাছি
খ. জাপানে সাক্ষরতার হার শ-এর কাছাকাছি
গ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
ঘ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
উত্তরঃ খ
১৪| নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. অঙ্কটি কষিতে ভুল কর না
খ. অঙ্কটি ভুল করো না
গ. অঙ্কটি ভূল করো না
ঘ. অঙ্কটি কষতে ভূল কর না
উত্তরঃ খ
১৫| কোনটি শুদ্ধ বানান?
ক. বিপরীত
খ. বিপরিত
গ. বীপরিত
ঘ. বীপরীত
উত্তরঃ ক
১৬| কোন বানানটি শুদ্ধ?
ক. নীরিক্ষণ
খ. নিরীক্ষণ
গ. নীরিক্ষন
ঘ. নিরীক্ষন
উত্তরঃ খ
১৭| সঠিক বাক্য কোনটি?
ক. কাঁদিয়া চক্ষু আরক্তিম হয়েছে
খ. কাদিয়া চক্ষু আরক্তিম হইয়াছে
গ. কেঁদে চক্ষু আরক্তিম হয়েছে
ঘ. কাঁদিয়া চক্ষু আরক্ত হইয়াছে
উত্তরঃ ঘ
১৮| নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. নিশিথিনী
খ. নিশীথীনি
গ. নিশিথীনী
ঘ. নিশীথিনী
উত্তরঃ ঘ
১৯| কোনটি সঠিক?
ক. ভদ্রতাচিত
খ. ভদ্রচিত
গ. ভদ্রাচিত
ঘ. ভদ্রতচিত
উত্তরঃ খ
২০| কোন বানানটি শুদ্ধ?
ক. সরীসৃপ
খ. সরিসৃপ
গ. শরীসৃপ
ঘ. শরিসৃপ
উত্তরঃ ক
২১| কোন বানানটি শুদ্ধ?
ক. নিরিহ
খ. নিরীহ
গ. নীরিহ
ঘ. নীরীহ
উত্তরঃ খ
২২| শুদ্ধ কোনটি?
ক. আমি সন্তোষ হলাম
খ. আমি সন্তোষ হইলাম
গ. আমি সন্তুষ্ট হলাম
ঘ. আমি সন্তূষ্ট হলাম
উত্তরঃ গ
২৩| কোনটি শুদ্ধ?
ক. উপরেউক্ত
খ. উপরোক্ত
গ. উপর্যুক্ত
ঘ. উপরুক্ত
উত্তরঃ গ
২৪| নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. ক্লিওপেট্টা পরমা সুন্দরী ছিলেন
খ. ক্লিওপেট্রা পরম সুন্দরী ছিলেন
গ. ক্লিওপেট্রা পরমা সুন্দরি ছিলেন
ঘ. ক্লিওপট্রা পরম সুন্দর ছিলেন
উত্তরঃ ক
নোট→রমজান
২৫| কোনটি শুদ্ধ বানান?
ক. আলস্যতা
খ. অলস্য
গ. আলস্য
ঘ. আলসতা
উত্তরঃ গ
২৬| সঠিক শব্দটি বের করুন-
ক. চলাকালীন সময়ে
খ. চলাকালে
গ. চলাকালের সময়ে
ঘ. চলাকালীন সময়
উত্তরঃ খ
২৭| কোনটি শুদ্ধ বানান?
ক. আবিস্কার
খ. আবিশকার
গ. আবিষ্কার
ঘ. আভিস্কার
উত্তরঃ গ
২৮| কোন বানানটি শুদ্ধ?
ক. ঝঙ্কার
খ. ঝঙ্ক্যার
গ. ঝংকার
ঘ. ঝংক্যার
উত্তরঃ ক
২৯| শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
ক. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
খ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
গ. বিদ্যান মুর্খ অপেক্ষা ভাল
ঘ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তরঃ ঘ
৩০| কোন বানানটি শুদ্ধ ?
ক. সদ্যজাত
খ. সদ্যোজাত
গ. সদ্যাজাত
ঘ. সদ্যজ্যাত
উত্তরঃ খ
৩১| কোনটি শুদ্ধ বানান?
ক. নিরহংকারী
খ. নিরহংকার
গ. নিরহংকারি
ঘ. নিঃহংকারী
উত্তরঃ খ
৩২| কোন বানানটি শুদ্ধ?
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন
উত্তরঃ ক
৩৩| কোন বানানটি শুদ্ধ ?
ক. মূমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষ
ঘ. মুমূর্ষ
উত্তরঃ খ
৩৪| কোন বাক্যটি শুদ্ধ?
ক. আজকের সন্ধ্যা বড় মনমুগ্ধকর
খ. আজকের সন্ধ্যা মনমুগ্ধকর
গ. আজকের সন্ধ্যা বড় মনঃমুগ্ধকর
ঘ. আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর
উত্তরঃ ঘ
৩৫| কোনটি শুদ্ধ বানান?
ক. কৌতুহল
খ. কৌতূহল
গ. কৈতুহল
ঘ. কৈতূহল
উত্তরঃ খ
৩৬| শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
ক. বিরাট গুরু-ছাগলের হাট
খ. বিরাট গুরু ও বিরাট ছাগলের হাট
গ. গরু-ছাগলের বিরাট হাট
ঘ. বিরাট গবাদি পশুর হাট
উত্তরঃ গ
৩৭| কোনটি শুদ্ধ বানান?
ক. চক্ষুস্মাণ
খ. চক্ষষ্মান
গ. চাক্ষুশ্মাণ
ঘ. চক্ষুস্মান
উত্তরঃ খ
৩৮|কোন বাক্যটি শুদ্ধ?
ক. তাহার জীবন সংশয়পূর্ণ
খ. তাহার জীবন সংশয়ময়
গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তরঃ খ
৩৯| কোন বানানটি শুদ্ধ?
ক. শশীভূষণ
খ. শশিভূষণ
গ. শশীভূষন
ঘ. শশিভুসন
উত্তরঃ খ
৪০| কোনটি শুদ্ধ?
ক. ভূমিশাৎ
খ. ভূমিষাৎ
গ. ভূমিসাৎ
ঘ. বুমিষাৎ
উত্তরঃ গ
৪১| কোনটি শুদ্ধ বানান?
ক. আসক্তি
খ. আশক্তি
গ. আসত্তি
ঘ. আষক্তি
উত্তরঃ গ
(অর্থগতভাবে আসক্তিও শুদ্ধবানান)
৪২|সঠিক বানান কোনটি?
ক. কূসংস্কার
খ. কুসংকার
গ. কুসংষ্কার
ঘ. কূশংষ্কার
ঙ. কুসংস্কার
উত্তরঃ ঙ
৪৩| কোনটি শুদ্ধ?
ক. শাস্বত
খ. শাশ্বত
গ. শ্বাশত
ঘ. স্বাসত
উত্তরঃ খ
৪৪| কোন বাক্যটি শুদ্ধ?
ক. তোমার গোপন ক্থা শোনা আমার পক্ষে সম্ভব না
খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
গ. সল্লজিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
ঘ. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিৎ
উত্তরঃ খ
৪৫| নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. ব্যাকুল
খ. ব্যাকুল
গ. ব্যাকূল
ঘ. ব্যকূল
উত্তরঃ খ
৪৬| শুদ্ধ বাক্য কোনটি?
ক. তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব
খ. আমি, তুমি ও সে কাল বইমেলায় যাব
গ. সে, তুমি ও আমি কাল বইমেলায় যাব
ঘ. তুমি, আমি ও সে কাল বইমেলায় যাব
উত্তরঃ ক
৪৭| কোন বানানটি শুদ্ধ?
ক. জগদ্বন্ধু
খ. জগবন্ধু
গ. জগবন্দু
ঘ. জগদ্বন্দু
উত্তরঃ খ
৪৮| সঠিক বানান কোনটি?
ক. ভিবাদী
খ. বিভাদী
গ. বিবাদী
ঘ. কোনটাই নয়
উত্তরঃ গ
৪৯| আমি- প্রার্থনা করি ।শূন্যস্থানে বসবে-
ক. কায়ামনো বাক্যে
খ. কায়মনোবাক্যে
গ. কায়ামন বাক্যে
ঘ. কায়মন বাক্যে
উত্তরঃ খ
৫০| শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
ক. আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
খ. তিনি স্বস্ত্রীক এসেছেন
গ. তিনি সাক্ষ্য দেবেন না
ঘ. তার কথায় মাধুর্যতা নেই
উত্তরঃ গ