আজ শনিবার ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
( ক্যান্ডিডেট দরজা খুলে)
আমিঃ- আসবো স্যার?
বোর্ড- মাকসুদুল হাসান। আসুন, বসুন বসুন।
(আমি চারদিকে ভালভাবে দেখার সুযোগ পেলাম না। মনে হচ্ছিলো তাড়াতাড়ি শেষ করতে পারলে তারা বাঁচে। এর মধ্যে শুরু করলো চেয়ারম্যান স্যার)
★চেয়ারম্যান স্যারঃ- আপনার জেলা সম্পর্কে ইংরেজিতে ৫টি বাক্য বলুন।
(আমি ইনফরমেটিভ ৩ টি বাক্য বলে ভয়ে থেমে গেছি। ৩য় বাক্যটা ছিল পুলিশের সাবেক আইজিপি এ. আর. রাকিব সম্পর্কে। সুন্দরী ম্যাম বুঝতে না পেরে জিজ্ঞেস করলো)
– কার নাম বললো ও?
★চেয়ারম্যান স্যারঃ- সাবেক আইজিপি মুন্সিগঞ্জের অধিবাসী এ আর রাকিব সাহেব।
★চেয়ারম্যান স্যারঃ- আচ্ছা আপনি বলুন তো আমেরিকার রাজধানীর নাম কি?
আমিঃ- স্যার ওয়াশিংটন ডিসি।
★চেয়ারম্যান স্যারঃ- গুড
(এইবার একজন এসপি স্যার)
★এসপি স্যারঃ- আপনার জেলার সাবেক ডিসি একজন মহীয়সী নারী যিনি পদোন্নতি পেয়ে ট্রান্সফার হয়ে চলে গিয়েছেন, তিনি একটা পার্ক করেছেন মুন্সিগঞ্জ, গিয়েছেন কখনো?
★আমিঃ- জ্বি স্যার
★এসপি স্যারঃ- পার্কের বৈশিষ্ট্য বলুন।
আমিঃ- স্যার পার্কটি খুবই মনোরম আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঢুকতেই একটি আকর্ষণীয় ঝর্না। বিভিন্ন প্রজাতির গাছ, প্রত্যেকটা গাছে বৈজ্ঞানিক নাম এবং এদের ঔষধি গুনাগুন লিখা আছে। DC স্যারের নামানুসারে একটা মঞ্চ আছে সেখানে – শায়লা ফারজানা মঞ্চ। মঞ্চের উপরে একটা রেস্টুরেন্ট আছে বৈজয়ন্তী নামে।
★এসপি স্যারঃ-আচ্ছা আচ্ছা।
(তামান্না ম্যাম চেয়ার থেকে উঠতে উঠতে জিজ্ঞাস করলেন)
★তামান্না ম্যামঃ- বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা আছে ও কি কি?
আমিঃ- ম্যাম ২টা দেশের, ভারত ও মায়ানমার।
(আবার চেয়ারম্যান স্যার)
★চেয়ারম্যান স্যারঃ- আপনার জেলার একজন সাহিত্যিক যে তার পরবর্তী জীবনে কলকাতা চলে গিয়েছিলেন তার নাম কী?
(আমি নির্দ্বিধায় কোন ভয় ছাড়া হাসি মুখে বললাম)
আমিঃ- স্যার আমার জানা নেই।
(চেয়ারম্যান স্যার হাসতে হাসতে বললেন)
★চেয়ারম্যান স্যারঃ- বেশি কঠিন প্রশ্ন করে ফেললাম?
(পরে জানতে পেরেছি মানিক বন্দোপাধ্যায় ও সমরেশ মজুমদার)
(তামান্না ম্যাম আমার পিছনে চেয়ারে হাত রেখে রুমে টানানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখিয়ে)
– এই দুইজন ব্যক্তির মধ্যে একটা কমন বিষয় আছে সেটা কি?
(আমি কিছুটা ঘুরে তার দিকে মুখ ফিরিয়ে প্রথম বলেছিলাম)
– ২জনই দেশ প্রেমী।
(ম্যাম বলল)
– না না এটা না, আরো অন্য কিছু।
(ঐ দিকে সুন্দরী ম্যাম তামান্না ম্যামের দিকে তুচ্ছতাচ্ছিল্য কন্ঠে বলল)
– এভাবে জিজ্ঞেস করলে তো এটাই বলবে। আরেকটু ঘুরিয়ে বলেন।
(আমি বললাম)
আমিঃ- ২জনই প্রধানমন্ত্রী।
– Good.
(একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখে চোখে কি যেন বলল। আমি যতটুকু বুঝলাম তারা আর কিছু জিজ্ঞেস করবে না৷
অবশেষে আমার পেপার গুলো হাতে দিয়ে বিদায় দিতে দিতে)
– আচ্ছা তুমি আসো।
(এখন ঐ সুন্দরী ম্যাম আবার জিজ্ঞেস করলো)
★সুন্দরী ম্যামঃ- অতীশ দীপঙ্কর আর জগদীশ চন্দ্র বসু কি আপনাদের এলাকার?
(আমি চেয়ার থেকে দাঁড়াতে দাঁড়াতে তার দিকে তাকিয়ে)
আমিঃ- জ্বি ম্যাম।
★সুন্দরী ম্যামঃ- তাদের বাড়িতে কখনো গিয়েছেন?
আমিঃ- জ্বি, একাধিকবার গিয়েছি।
★সুন্দরী ম্যামঃ- তাহলে আর কি! যান!!
(আমি ভদ্রলোকের মত বের হতে হতে আভাস পেলাম তারা কিছু একটা বলছে যেন – ছেলেটা দেখেছেন)
আমি বের হয়ে বারান্দায় দাড়িয়ে নিচে তাকিয়ে ঝর্না উপভোগ করলাম। পিছন থেকে এক পুলিশ আমাকে ধমকের স্বরে বললো দাঁড়িয়ে আছেন কেন, সোজা বের হয়ে যান। আমি ভাবলাম আর কখনো এখানে আসবো কিনা, একটু মন ভরে দেখে নেই।
আর বের হওয়ার পর সেই প্রেস ব্রিফিং।
৩৮ তম ক্যাডেট এস আই।
ভাইভার তারিখঃ ৩১/১০/১৯ইং
সময়ঃ ৩-৪ মিনিট,
সিরিয়ালঃ ৩৯ (খাবারের বিরতির আগে ২য় শেষ ক্যান্ডিডেট)
বিষয়ঃ ব্যবস্থাপনা
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ।
এস. আই চাকরির প্রস্তুতির গ্রুপে জয়েন করুন
মূলত যারা এস আই এবং সার্জেন্ট এর জন্য প্রস্তুতি নিবেন, তাদের... আরো পড়ুন
সাব ইন্সপেক্টরে আবেদনের খুটিনাটিঃ অনলাইনে আবেদন সম্পুর্ন করার পর যদি আবেদনে... আরো পড়ুন
ভাইভা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। তাই এই ধাপে যেন ব্যার্থ না হতে... আরো পড়ুন
ভাইবা বোর্ডে যেসকল প্রশ্ন সবসময় করে থাকে ১. আপনার নাম কি?... আরো পড়ুন
#SIVIVA Morning Shift আমি: স্যার আসবো? চেয়ারম্যান স্যার: আসো। আমি: আস... আরো পড়ুন
বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এই... আরো পড়ুন