আজ রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News

লাখ টাকার বেতনের চাকরি ছেড়ে কোটি টাকার উদ্দ্যেক্তা সেলিম

  • সফলতার গল্প
  • ০৮ জুন, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
  • 531 views

    উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য লন্ডন গিয়েছিলেন। পড়াশোনা শেষে উচ্চ বেতনের চাকরিও পেয়েছিলেন। জীবন চলছিলো স্বপ্নের মতোই। হঠাৎ বাবার মৃত্যু ঘুরিয়ে দিয়েছে পথ। দেশে ফিরে প্রত্যন্ত গ্রামে গড়েছেন ‘রাও ফার্ম ফ্রেশ’ অ্যাগ্রো ফার্ম। সেখান থেকে প্রতি মাসে আয় দুই থেকে আড়াই লাখ টাকা। তার প্রতিষ্ঠানে অনেকের কর্মসংস্থান হয়েছে। তাকে দেখে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

    এমনই এক সফল উদ্যোক্তা সেলিম সরকার। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের কাতলমারি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে তিনি।

    কাতলমারি গ্রামে প্রায় ১৩ একর জমির ওপর গড়েছেন বিভিন্ন প্রজাতির আম, ড্রাগন, মালটার বাগান ও নার্সারি। পাশাপাশি রয়েছে গরু, গাড়ল ও ভেড়ার খামার। এছাড়া রয়েছে চিনিগুঁড়া ধান ও সরিষার আবাদ। সেলিমের ফার্মে কর্মসংস্থান হয়েছে ৪৫ জন যুবকের।

    সেলিম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সেখানে চাকরি নিয়ে বসবাসের। সে লক্ষ্যে ২০০৭ সালে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে ২০০৯ সালে ইংল্যান্ডে পাড়ি জমাই। লন্ডনের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করি। এরপর ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) কোম্পানিতে মাসে তিন লাখ টাকা বেতনে অ্যাকাউন্ট্যান্ট পদে যোগ দিই। বিদেশে যখন স্থায়ী হওয়ার স্বপ্ন সত্যি হওয়ার পথে, তখন ২০১২ সালে বাবা মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর চলে আসি গ্রামের বাড়ি। এরপর মায়ের অনিচ্ছায় আর ফেরা হয়নি। সেসময় ঠিক করি গ্রামেই এমন কিছু করবো; যা দিয়ে বিদেশের চেয়ে বেশি আয় করা যায়। সে উদ্দেশ্য নিয়ে ২০১৪ সালে প্রথমে শুরু করি গরুর ফার্ম।

    তিনি বলেন, কিছুদিন পর নিজেদের ১০ একর জমিতে আধুনিক পদ্ধতিতে হাড়িভাঙা, আম্রপালি, মিশ্রিভোগ, বারি-৪, ফজলিসহ বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছের আমের বাগান গড়ে তুলি। এরপর ড্রাগন, মালটা ফলের বাগান তৈরি করি। ২০১৭ সালে আমবাগানে প্রথম ফলন হয়। প্রথমবার ফলনের পরিমাণ খুব কম ছিলো। সিদ্ধান্ত নিই পাইকারি ফল ব্যবসায়ীদের কাছে বাগানের আম বিক্রি করে দেবো। কিন্তু পাইকারি ফল ব্যবসায়ীরা পুরো বাগানের আম সর্বোচ্চ পাঁচ হাজার টাকায় কিনতে চান। এতে চরম হতাশ হই। বাগান নিয়ে ঠিক কি করবো, তা ভেবে পাচ্ছিলাম না। কৌতূহলবশত বাগান নিয়ে ফেসবুকে লাইভ শুরু করলাম। কিছুদিন লাইভ করার পর ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি আম কেনার ইচ্ছা প্রকাশ করলেন। যে আমবাগান পাইকারি ব্যবসায়ীরা পাঁচ হাজার টাকা দাম বলেছিলেন; সেই বাগান এক লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করলাম। মূলত তখনই ভাগ্য বদলে যায়। এরপর সিদ্ধান্ত নিলাম সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরাসরি আমার ফার্মে উৎপাদিত ফসল বিক্রি করবো। পরের বছর ২০১৮ সালে ১৮ লাখ টাকার আম, ড্রাগন এবং মালটা বিক্রি করি। গত বছর ৫০ লাখ টাকার আমসহ অন্যান্য ফল বিক্রি করেছি। চলতি বছর এক কোটি টাকার আমসহ অন্যান্য ফল বিক্রি করবো, আশা করছি।

    সেলিম আরও জানান, তার বিক্রি করা ফল খেয়ে ক্রেতারা ওসব ফলের গাছের খোঁজ করেন। সেই তাগিদ থেকে ২০১৮ সালে নার্সারি করেন। গত বছর তিনি পাঁচ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিক্রি করেছেন। গরুসহ অন্যান্য গবাদিপশু বিক্রি করে গত বছর আয় করেছেন পাঁচ লাখ টাকা। আসছে কোরবানির ঈদে ৪০টি গরু বিক্রির টার্গেট নিয়েছেন সেলিম।

    রাও ফার্ম ফ্রেশের স্বত্বাধিকারী সেলিম সরকার জানান, সততাই তার সফলতার মন্ত্র। তার প্রায় সব গ্রাহক অনলাইনের। প্রতিনিয়ত অনলাইনে গ্রাহকরা যেভাবে প্রতারিত হচ্ছেন, সে জায়গায় রাও ফার্ম ফ্রেশ শতভাগ সততার সঙ্গে গ্রাহকদের পণ্য সরবরাহ করছে। ফলে গ্রাহকরাই এখন রাও ফার্ম ফ্রেশের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে রাও ফার্ম ফ্রেশ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয় হয়ে উঠছে।

    সেলিমের আমবাগানের শ্রমিক মো. সাজু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, সম্পূর্ণ রাসায়নিকমুক্ত আমসহ অন্যান্য ফল উৎপাদন করা হয়। বাগানের উৎপাদন এবং সফলতায় আশপাশের ব্যক্তিরা বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন। ফার্মের ফলে অনেক বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানে কাজ করে যে বেতন পাই, তা দিয়ে সংসার যেমন ভালোভাবে চালাতে পারছি; তেমনি ছেলেমেয়েকে পড়ালেখা শেখাতে পারছি। খামারের কারণে আমাদের অনেক উপকার হয়েছে।

    সেলিমের গরুর খামারে কর্মরত দিলীপ কুমার বাংলা ট্রিবিউনকে জানান, খামারে আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন করা হচ্ছে। কোরবানিকে সামনে রেখে উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে গরুকে মোটাতাজা করা হচ্ছে।

    রাও ফার্ম ফ্রেশ ঘুরে দেখা গেছে, গ্রাহকদের চাহিদা মেটাতে সরিষা ভাঙার ঘানি, চিনিগুঁড়া চালের আবাদ ও সরিষার মধু উৎপাদন করছেন শ্রমিকরা।

    রাও ফার্ম ফ্রেশের অনলাইন মার্কেটিং ম্যানেজার মো. ইমন হোসেন  জানান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রযুক্তির সমন্বয়ের ফলে দ্রুত সফলতা পেয়েছি আমরা। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু দেশেই নয়; বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত পণ্যের অর্ডার পাচ্ছি। বর্তমানে রাও ফার্ম ফ্রেশের ফেসবুক ফলোয়ার এক লাখ ৫৫ হাজার এবং ইউটিউবের সাবস্ক্রাইবার ১৬ হাজার ৫০০ জন। তাই রাও ফার্ম ফ্রেশ উৎপাদিত ফসল বিক্রির পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব থেকেও আয় করছে। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ।

     

    ড. ইউনুসের সিভি দেখুন। CV of Professor Muhammad Yunus

    CV Personal Information Name PROFESSOR MUHAMMAD YUNUS Present Address Chairman, Yunus... আরো পড়ুন

    কোটি টাকা বেতন পান গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার বাংলাদেশী জাহিদ সবুর

    পটুয়াখালীর ছেলে প্রযুক্তি প্রকৌশলী জাহিদ সবুর। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন... আরো পড়ুন

    কুরআনের ১০০টি খুব মূল্যবান উপদেশ বাণী  

    কুরআনের ১০০টি উপদেশ বাণী ১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও... আরো পড়ুন

    হতাশ? লেখাগুলো পড়ুন , হতাশা কেটে যাবে।

    * মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান * ১৬ বছর... আরো পড়ুন

    পড়াশোনা ভালো করার কার্যকরী ১০টি কৌশল

    ১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের চেয়ে বেশি... আরো পড়ুন

    বার বার পরীক্ষা দিয়েও যাদের জব পেতে দেরী হচ্ছে তাদের জন্য

    বার বার পরীক্ষা দিয়েও যাদের জব পেতে দেরী হচ্ছে তাদের জন্য:... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
  • বাংলাদেশ সম্পর্কে মোট ১০০ টি সাধারন জ্ঞান
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২) পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : ঢাকা ১২০০
    হটলাইন নাম্বার : ০১৯১০-৪৮৩৪১১, ০১৭১১-৬২০৬১৯
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব