আজ বৃহস্পতিবার ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News

চাকরির প্রস্তুতিঃ সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর!

  • সাধারণ জ্ঞাণ
  • ১১ জুলাই, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
  • 801 views

    ✬প্রশ্নঃ বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত?
    উত্তরঃ গাজীপুর, শিমুলতলী।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
    উত্তরঃ সেন্টমার্টিন।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?
    উত্তরঃ ৭১১ কি. মি.।
    ✬প্রশ্নঃ কোন দ্বীপে বাতিঘর আছে?
    উত্তরঃ কুতুবদিয়া।

    ✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
    উত্তরঃ ১০ঃ৬ বা ৫ঃ৩।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
    উত্তরঃ চট্টগ্রাম।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
    উত্তরঃ কামরুল হাসান।
    ✬প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?
    উত্তরঃ ৩৪ টি।
    ✬প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশ হতে কতটি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে?
    উত্তরঃ ৭২ টিরও বেশি।

    ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
    উত্তরঃ আগারগাঁও , ঢাকা।
    ✬প্রশ্নঃ বাংলাদেশে কোথায় চীনামটির সন্ধান পাওয়া গেছে?
    উত্তরঃ বিজয়পুরে।
    ✬প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করেন কে?
    উত্তরঃ শায়েস্তা খান।
    ✬প্রশ্নঃ রাষ্ট্রের প্রধান আইনজীবিকে কি বলা হয়?
    উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।
    ✬প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন?
    উত্তরঃ শায়েস্তা খানের কন্যা।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
    উত্তরঃ ধর্মপাল।
    ✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে?
    উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।

    ✬প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ’ রদ হয় কত সালে?
    উত্তরঃ ১৯১১ সালে।
    ✬প্রশ্নঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
    উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ্‌ ।
    ✬প্রশ্নঃ শহীদ মিনারের স্থপতি কে?
    উত্তরঃ হামিদুর রহমান।
    ✬প্রশ্নঃ ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়?
    উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে।
    ✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত?
    উত্তরঃ মেহেরপুরে।
    ✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় কত সালে?
    উত্তরঃ ১৯৭৮ সালে।
    ✬প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি বা আদিবাসী সংখ্যা কত?
    উত্তরঃ ২৭ টি

    ✬প্রশ্নঃ জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন?
    উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
    উত্তরঃ হার্ডিঞ্জ সেতু(একক ভাবে) বঙ্গবন্ধু সেতু (বহুমুখী)।
    ✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে?
    উত্তরঃ অধ্যাপিকা হান্নানা বেগম।

    ✬প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ও একমাত্র আন্তজার্তিক বোটানিক্যাল গার্ডেন কোনটি?
    উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারী কয়লা শোধনাগার কোথায় অবস্থিত?
    উত্তরঃ বিরামপুর, দিনাজপুর।
    ✬প্রশ্নঃ জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কি?
    উত্তরঃ সাগুফতা ইয়াস্মিন এমিলি।
    ✬প্রশ্নঃ ফুলবারী (বুটুমিনাস) কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
    উত্তরঃ দিনাজপুর।

    ✬প্রশ্নঃ মৎস্য প্রশিক্ষন ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
    উত্তরঃ চাঁদপুর।
    ✬প্রশ্নঃ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তরঃ খাগড়াছড়ি।
    ✬প্রশ্নঃ জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশব্যাপী নতুন স্লোগান কি?
    উত্তরঃ দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।
    ✬প্রশ্নঃ দেশের ডাক বিভাগে মোবাইল মানি অর্ডার সার্ভিস চালু হয় কবে?
    উত্তরঃ ৯ মে ২০১০সালে।

    ✬প্রশ্নঃ ঢাকার বাহিরে প্রথম কোথায় টেষ্টটিউব শিশুর জন্ম হয় কোথায়?
    উত্তরঃ কুমিল্লা।
    ✬প্রশ্নঃ ছয় দফা দাবী প্রথম কোথায় উত্থাপন করা হয়?
    উত্তরঃ লাহোরে।
    ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর ছিল?
    উত্তরঃ ১১টি সেক্টর।

    ✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত?
    উত্তরঃ মেহেরপুর।
    ✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জেলা অবস্থিত?
    উত্তরঃ পঞ্চগড়।
    ✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম স্বীকৃতি কারী দেশ কোনটি ?
    উত্তরঃ ভারত।
    ✬প্রশ্নঃ বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সালে?
    উত্তরঃ ১৯৭৩ সালে।

    ✬প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউবে মা হন?
    উত্তরঃ ফিরোজা বেগম।
    ✬প্রশ্নঃ “সূর্য্যদীঘল বাড়ী” চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
    উত্তরঃ শেখ নিয়ামত শাকের।
    ✬প্রশ্নঃ মানবাধিকার দিবস পালিত হয় কবে?
    উত্তরঃ ১০ ডিসেম্বর।
    ✬প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
    উত্তরঃ ৫ বছর।

    ✬প্রশ্নঃ বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
    উত্তরঃ বগুড়ায়।
    ✬প্রশ্নঃ “সাবমেরিন কেবল” প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
    উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের।
    ✬প্রশ্নঃ দক্ষিণ তালপট্টির অপর নাম কি?
    উত্তরঃ পূর্বাশা দ্বীপ।

    ✬প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোথায়?
    উত্তরঃ বেনাপোল স্থল বন্দর, যশোর।

    নিয়োগ পরীক্ষার ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।

    https://www.facebook.com/groups/780572335479000/

    কিছু গুরুত্বপূর্ণ শব্দের পূর্ণরূপ জানুন: সাধারণ জ্ঞান

    1.NEWS -এর পূর্ণরূপ North, East, West, South, (নিউজ) নর্থ, ইষ্ট, ওয়েষ্ট,... আরো পড়ুন

    সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫

    সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫ আরো পড়ুন

    ২০২১ সালের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর : চাকরির প্রস্তুতি

    ১. ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে-নাসা ২. দেশের দ্বিতীয়... আরো পড়ুন

    কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (ICT) থেকে বাছাইকৃত খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোওর।

    এই ৪০০ টার বাইরে  প্রতিযোগিতামুলক পরীক্ষায় কম্পিউটার ও আই.সি.টি এর জন্যে... আরো পড়ুন

    ২০২৫ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

    ২০২৫ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর আরো পড়ুন

    কেন ইচ্ছেমতো টাকা ছাপানো যায় না, কারণ জানুন।

    টাকা! যা ছাড়া জীবন অচল। টাকার পিছনেই সারা দুনিয়ার মানুষের ছুটে চলা।... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • Simple Complex এবং Compound Sentence
  • Narration এর নিয়ম সমূহ।
  • সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
  • বাংলাদেশ সম্পর্কে মোট ১০০ টি সাধারন জ্ঞান
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : ঢাকা ১২০০
    হটলাইন নাম্বার : ০১৯১০-৪৮৩৪১১, ০১৭১১-৬২০৬১৯
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব