আজ বুধবার ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ১মার্ক আসতে পারে।
বাংলা–সাহিত্য
০১) কপালকুণ্ডলা(১৮৬৬) যে প্রকৃতির রচনা? __রোমান্সধর্মী উপন্যাস (নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা) ০২) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন? __বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। ০৩) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’কবিতাটির রচয়িতা কে? __নির্মেলেন্দু গুণ ০৪) আধ্যাত্মিকা”গ্রন্থের লেখক কে? __প্যারিচাঁদ মিত্র ০৫) চোখের বালি(১৯০৩)” উপন্যাসটির লেখক কে? __রবীন্দ্রনাথ ঠাকুর। ০৬) তুমি আসবে বলে হে স্বাধীনতা”কার কবিতা? __শামসুর রাহমানের ০৭) শূন্যপুরাণ”রচনা করেন কে? __রামাই পণ্ডিত ০৮) সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী? __আকাল ০৯) রবীন্দ্রনাথ ঠাকুরের “ছিন্নপত্রের” অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা? __ইন্দিরা দেবীকে। ১০) রবীন্দ্রনাথ ঠাকুরের “ভানুসিংহ”ঠাকুরের পদাবলীর ভাষা কী? __ব্রজবুলি ১১) সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে? __ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১২) বর্ণপরিচয়”এর রচয়িতা কে? __ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর। ১৩) অশোক সৈয়দ”কার ছন্মনাম? __আব্দুল মান্নান সৈয়দ এর। ১৪) গাড়ি চলে না,চলে না, চলে না রে”গানটির গীতিকার কে? __শাহ্ আব্দুল করিমের। ১৫) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”গানটির রচয়িতা কে? __গোবিন্দ হালদার ১৬) সনেট এর কয়টি অংশ? __২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি) ১৭) বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা “কল্লোল”কত সালে প্রকাশিত হয়? __১৯২৩ সালে।
১৮) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? __অক্ষয়কুমার দত্ত ১৯) পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? __সঞ্জয় ভট্টাচার্য # ____ব্যাকরণ ২০) ব্যাকরণ ভাষাকে কী করে? ___বিশ্লেষণ করে। ২১) স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়? __আদি স্বরাগম ২২) অনাদর শব্দটির ব্যাসবাক্য কী? __ন আদর ২৩) মা ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয় নি”এটি কি ধরনের বাক্য? __সরল বাক্য ২৪)’ড়, ঢ়’ কী জাতীয় ধ্বনি? __তাড়নজাত ২৫) ণ-ত্ব,ষ-ত্ব বিধান কোন শব্দে হয়? __তৎসম বা সংস্কৃত শব্দে। ২৬)বাংলা ব্যাকরণের কোন অংশে “সন্ধি” আলোচনা করা হয়? __ধ্বনিতত্ত্বে ২৭)পিত্রালয়” এর সন্ধি বিচ্ছেদ কী? __পিতৃ+আলয় ২৮)পরস্পর”কোন ধরনের সন্ধি? __নিপাতনে সিদ্ধ ২৯)সম্+চয়”এটা কোন ধরনের সন্ধি? __ব্যঞ্জন সন্ধি ৩০)পরীক্ষা”এর সন্ধি বিচ্ছেদ কী? __পরি+ঈক্ষা ৩১)কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না? __সাৎ ৩২)সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? __সংস্কৃত ভাষা থেকে। ৩৩)আলোছায়া” পদটি কোন সমাস? __দ্বন্দ্ব
সমাস(আলো ও ছায়া) ৩৪)প্রভাতে উঠিল রবি লোহিত বরণ” এখানে ‘প্রভাতে’ কোন কারকে? __অধিকরণে ৭মী ৩৫)”ষোলকলা’শব্দের অর্থ কী? __সম্পূর্ণ ৩৬)”ফুটিফাটা” বাগধারার অর্থ কী? __চৌচির ৩৭)যা দমন করা যায় না” এক কথায় কী? __অদম্য ৩৮)যে রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী? __হাতুড়ে ৩৯)বিশেষ খ্যাতি আছে যার”এক কথায়? __বিখ্যাত। ৪০)প্রাচ্য এর বিপরীত কী? __প্রতীচ্য ৪১)নির্মল শব্দের বিপরীত কী? __পঙ্কিল ৪২)”Pragmatic”এরসঠিক অর্থ কী? __বাস্তবধর্মী
৪৩)Justification for”এর সঠিক অনুবাদ __সমর্থন। # বাংলাদেশ_বিষয়াবলি_ও_ইংরেজি ৪৪)খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? __পুঞ্জি ৪৫)বর্ণালি ও শুভ্রা” কিসের জাত? __উন্নত জাতের ভুট্টা ৪৬)বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে? __১১ডিসেম্বর ২০১৭ সালে। ৪৭)মুজিবনগর কোথায় অবস্থিত? __মেহেরপুর জেলায়। ৪৮) ৬দফা দাবী কোথায় উত্থাপিত হয়? __লাহোরে। ৪৯)ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী? __লর্ড মাউন্টব্যাটেন। ৫০)মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল? __৮নং সেক্টরে। ৫১)বাংলাদেশ জাতি সংঘের কততম সদস্য? __১৩৬তম ৫২)বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়? __১৯৭৩ সালে। ৫৩)মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? __পাটলিপুত্রে ৫৪)বাংলার প্রথম স্বাধীন রাজা কে? __রাজা শশাঙ্ক ৫৫)প্রথম মুসলিম বিজেতা কে? __মুহম্মদ বিন কাশিম ৫৬)শাহ্ ই বাঙ্গালা”কার উপাধি? __শামসুদ্দিন ইলিয়াস শাহ ৫৭)কবে ইউনেস্কো ২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? __১৭ নভেম্বর ১৯৯৯ সালে। ৫৮)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? __অধ্যাপক এম.ইউসুফ আলী ৫৯)স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়? __৪এপ্রিল ১৯৭২ সালে। ৬০)রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে? __রংপুর ও শেরপুরে। ৬১)বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি? __৭টি ৬২)বর্তমানে মোট উপজেলা কতটি? __৪৯২টি ৬৩)”Product of the year-2018 কোন পণ্যটি? __ওষুধ ★৬৪)বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়? __দর্শনা-জগতি(কুষ্টিয়া) ৬৫)সংবিধান দিবস কত তারিখে? __৪ নভেম্বরে। ৬৬)সংবিধানের কোন অনুচ্ছেদে “চলা ফেরার স্বাধীনতার “কথা বলা আছে? __৩৬ নং অনুচ্ছেদে।
# ____English____ ৬৭) A person devoid of knowledge” __Ignorant ৬৮) The book “Ivanhoe”is written by? __Sir Walter Scott ৬৯)The poem”Solitary Reaper”is written by?__William Wordsworth ৭০)The man lapsed___past memories” ___into ৭১)Divide the money__the two boys” __between ৭২)Kamal is good__cricket. __at ৭৩)I shall do it__pleasure. __with ৭৪)I am fatigued__wide traveling. __by ৭৫)He is used to__hard. __working ৭৬)The committee__divided in their opinion. __were ৭৭)Nine thousand taka__a good amount of money.__is ৭৮)The word “substantiate”is a __verb ৭৯)The word “decision”is a __noun ৮০)The word “wonderful”is a/an __adjective # English translation of the Bengali sentence. ৮১)অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়… __Death is preferable to dishonour. ৮২)শিশুটি হাসতে হিসতে মায়ের নিকট এলো। __The baby came to its mother laughing. →The passive from of___ ৮৩) Do you know the man?’is __Is the manknown to you. ৮৪) “Let me do the work” is __Let the work be done by me. →The indirect narration of the sentence. ৮৫) He said, Good morning sir” is __He respectfully wished good morning to the person spoken to. ৮৬)Akbar said, What a fine picture it is! __Akbar exclaimed that it was a very fine picture. Completed by__Ramjan Idioms and Phrases_________________________________ ৮৭)→Block head___Foolish ৮৮)→By and large___Mostly ৮৯)→Fits and starts___irregularly ৯০)→White colour job___A job without manual labour. Correct Spelling _________________________________ ৯১)→Millennium ৯২)→Caterpillar ৯৩)→Dysentery ৯৪)→Misspell ৯৫)→Bureaucrat ৯৬)→Tuition ৯৭)→Humorous ৯৮)→Corruption Antonyms _________________________________ ৯৯)→Adulterate__Pure ১০০)→Altruism__Meanness
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পেতে যাচ্ছেন।... আরো পড়ুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে৩২ হাজার সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেছেন ১৩... আরো পড়ুন
সব না পড়ে কেবল Important বিষয়গুলো পড়ুন, যেখান থেকে বেশি বেশি... আরো পড়ুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষকদের সুযোগ-সুবিধাসমূহ জেনে নেয়া যাক- ✪শুরুতেই ১৩তম... আরো পড়ুন
আগামী ডিসেম্বর মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি সহকারী... আরো পড়ুন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশঃ প্রাথমিকের ইতিহাসে এটাই হচ্ছে... আরো পড়ুন