১) কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।
২) আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
৩) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল-ENIC.
৪) এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
৫) কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
৬) কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
৭) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
৮) কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
৯) বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
১০) ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
১১) ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
১২) ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
১৩) HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
১৪) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
১৫) উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
১৬) কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
১৭) আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ।
১৮) OCR হল Optical Character Recognition.
১৯) চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
২০) OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
২১) MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়।
–
২২) IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।
–
২৩) বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
–
২৪) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।
–
২৫) মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।
–
২৬) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।
–
২৭) মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।
–
২৮) প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।
–
২৯) কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।
–
৩০) পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা।
–
৩১) কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল- হার্ডওয়্যার ও সফটওয়ার।
–
৩২) কম্পিউটার হার্ডওয়ার হল কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
–
৩৩) কম্পিউটার ভাইরাস হল- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
–
৩৪) বিজয় অভ্র হল- বাংলা লেখার সফটওয়ার।
–
৩৫) ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
RAM হল Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
৩৬) কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে- ইন্টারনেট।
–
৩৭) কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
–
৩৮) WWW হলো- World Wide Web.
–
৩৯) ১ বাইটে বিটের সংখ্যা ৮।
–
৪০) মডেম হলো ইন্টারনেটের সংযোগ মাধ্যম।
–
৪১) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.
–
৪২) E-mail হলো ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।
–
৪৩) বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে- ১৯৬৪ সালে।
–
৪৪) CPU হলো Central Processing Unit.
–
৪৫) হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।
–
৪৬) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়- পরমানু শক্তি কেন্দ্র।
–
৪৭) 3G বলতে বুঝায়- Third Generation.
–
৪৮) প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- অ্যাডা অগাষ্টা।
–
৪৯) ক্যাসপারস্কি হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।
–
৫০) UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।
বিদ্রঃ-পোষ্টটি শেয়ার করে রাখেন।অল্প করে হলেও একটা Thxx দিয়ে উৎসাহ দিবেন।