আজ বুধবার ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
NSI জুনিয়র ফিল্ড অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিঃপরীক্ষার ধরনঃ ৮০ টি প্রশ্নের প্রতিটিতে ১.২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। প্রশ্নে নেগেটিভ মার্কের কথা উল্লেখ থাকবে। যেহেতু বড় নিয়োগ, তাই প্রিলি শেষে রিটেন পরীক্ষা হওয়া হওয়ার সম্ভবনা বেশি। নিম্নোক্ত সিলেবাস অনুসরণ করলে আশা করা যায় পরীক্ষায় অনেক কমন আসবে৷ যেহেতু পদসংখ্যা অনেক, তাই ভুলভাল দাগাবেন না।
বাংলাঃ ২০ টি প্রশ্নঃ মুখস্হ অংশ থেকে বেশি প্রশ্ন আসে। মুখস্হ অংশ পড়ার সময় বিগত প্রশ্ন বেশি করে পড়বেন। তাহলেই হবে।১.সন্ধিঃ ৯ম শ্রেণির বই থেকে আনকমনগুলো পড়বেন বিশেষত বিসর্গ ও নিপাতনে সিদ্ধ সন্ধি৷ ২. সমাস নির্ণয়ঃ দ্বন্দ্ব, অলুক, নিপাতনে সিদ্ধ, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি বেশি করে পড়বেন৷ বিগত পড়লেই চলবে৷৩. বাগধারাঃ বিগত।৪.এক কথায় প্রকাশঃ৫. শব্দার্থঃ বিগত পড়বেন।৬. বানান / বাক্য শুদ্ধিঃ৮. বিপরীত শব্দ
৯. ব্যাকরণভিত্তিক মৌলিক প্রশ্নঃ ৯ম শ্রেণির বই থেকে পড়ুন, কম প্রশ্ন আসে কিন্তু টপিক অনেক।
ধ্বনি, যুক্তবর্ণ, শব্দ, পদ, উপসর্গ, কারক অংশে বিশেষ গুরুত্ব দিবেন।
৮. সাহিত্যঃ ৩-৪ নম্বর৷ প্রশ্ন একেবারে সহজ হয়। সময় না পেলে পড়ার দরকার নেই৷ সুযোগ থাকলে
রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, মাইকেল, বেগম রোকেয়া, প্রমথ চৌধুরী, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিগত প্রশ্ন পড়বেন। দুএকটি প্রশ্ন অন্যান্য অংশ থেকেও আসে। তবে যেকোনো অংশ থেকে আসে বিধায় বাকী অংশ ভাগ্যের উপর ছেড়ে দেয়াই ভালো।
এগুলো গুছিয়ে পড়লেই এনাফ।
ইংরেজিঃ ২০ টি প্রশ্নঃ ইংরেজির এক টপিক না পড়লে অন্যটি পারা যায় না৷ তাই বেসিক গ্রামার মোটামুটি পড়া থাকলেই সব পারবেন ( বিগত প্রশ্নগুলো রিভিশন দিলেই হবে) ইংরেজিতে গত পরীক্ষায় মোট ২০টি প্রশ্নের মধ্যে ১০টি এসেছে Vocabulary থেকে। তাই শব্দার্থ জানতে হবে প্রচুর। এগুলো পড়বেন বেশি করে-1. Appropriate Preposition (গুরুত্বপূর্ণ)2. Tense3. Right Form of Verb/ Correction4. Vocabulary (Synonym, Antonym) সুপার ইম্পর্টেন্ট 5. Parts of Speech
কঠিন হলে Voice & Narration থেকে একটি প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো নিয়ম বুঝে পড়তে হয়৷ যে বই থেকে পড়েছেন, সে বই থেকেই রিভিশন দিন। তবে বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন এসেছে সেগুলো মিস করবেন না।
গণিতঃ ২০ টি প্রশ্নঃ ১.পাটিগণিতঃ এখান থেকে (১৩-১৫টি) প্রশ্ন আসে। সংখ্যা, গড়, শতকরা, মুনাফা, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, সময়, দূরত্ব ও গতিবেগ, অনুপাত-সমানুপাতের অঙ্কগুলো বেশি করবেন। ২. বীজগণিতঃ মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ। (তেমন গুরুত্বপূর্ণ নয়)৩. জ্যামিতিঃ কোন, ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত সংক্রান্ত সূত্রগুলো চর্চা করবেন। গণিতেও টাইপ ভিত্তিক প্রশ্নব্যাংক সমাধান করবেন বেশি করে। রেগুলার অঙ্ক করবেন; আবারও বলছি- রেগুলার। তেমন কঠিন প্রশ্ন হয় না৷ এগুলো থেকেই আসবে।
সাধারন জ্ঞানঃ ২০ টি প্রশ্নঃ এর কোনো সীমারেখা নেই। নিয়মিত চর্চা থাকলে এমনিতেই পারবেন। তবে নিম্নোক্ত টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসতে পারে৷ বিগত পড়বেন বেশি বেশি।১. বাংলাদেশের ভূ-প্রকৃতি, সমুদ্রসীমা, নদনদী,২. মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু৩. প্রশাসনিক বিষয় যেমন বিভাগ, জেলা, উপজেলার অবস্থান, সবচেয়ে বড়-ছোট, সর্ব উত্তরে কোনটি অবস্থিত ইত্যাদি, হালনাগাদ তথ্য৫. মুজিব বর্ষ, পদ্মাসেতুসহ অন্যান্য উন্নয়ন/মেগা প্রকল্পের বেসিক বিষয়৬. জাতিসংঘের বেসিক, এশিয়া, ইউরোপ, আমেরিকা মহাদেশের বিগত প্রশ্ন।
৭. অর্থনীতি- বাজেট, উপজাতি৮. বিভিন্ন দেশ- যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, আফগানিস্তান, মিয়ানমার, রাজধানী, মুদ্রা, আফগান যুদ্ধ ( সম্ভব হলে পড়বেন)১০. খেলাধুলাঃ অলিম্পিক, বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেনদের নাম, অর্জন)১১৷ বিজ্ঞান ও আইসিটির একেবারে বেসিক + বিগত প্রশ্ন(নোটঃ সাম্প্রতিক প্রশ্নে খুব একটা গুরুত্ব দেয়ার দরকার নেই৷ কারেন্ট এ্যাফেয়ার্স থেকে এমসিকিউ বাছাই করে পড়লেই চলবে।ভুল উত্তর দাগাবেন না৷ অন্যান্য চাকুরির চাইতে এটিতে টেকা অনেক সহজ হবে। তাই সিরিয়াসলি পড়ুন।যাদের প্রস্তুতি সন্তোষজনক নয়, তারা টপিকগুলোর বিগত প্রশ্ন পড়ে ফেলুন। তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন। বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখে নিবেন৷ চেষ্টা চালিয়ে যান, সফল হবেন ইনশাআল্লাহ।
আরো টিপস পেতে এনএসআইয়ের এই গ্রুপে জয়েন করুন।
NSI সুযোগ-সুবিধা, চ্যালেন্জ ও পরীক্ষার প্রস্তুতি: আল্লাহর অশেষ রহমতে গতবার সহকারী... আরো পড়ুন
নীল লেখাতে ক্লিক করে ডাউনলোড করুন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম জেলার... আরো পড়ুন
দুদকে চাকরির প্রস্তুতির জন্য করণীয় তরুণ-তরুণীদের কাছে অন্যতম পছন্দের চাকরি দুর্নীতি... আরো পড়ুন
এন.এস.আই (NSI) এর পূর্ণ অর্থ কি|NSI পরিচিতি ও NSI এর সাতকাহন... আরো পড়ুন
পুলিশ ভেরিফিকেশন কি ? বিস্তারিত জানুন ১। পুলিশ ভেরিফিকেশন কি? উত্তরঃ... আরো পড়ুন