আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১. মিশ্র বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর করুন ‘যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।’
উ. মাংসাশী পশু অত্যন্ত বলবান।
২.‘আকস্মিক’ এর বিপরীত শব্দ কি?
উ. চিরন্তন/স্থায়ী।
৩. ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
উ. ক+ষ।
8. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
উ. ‘ত’ বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না।
৫. যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সব শব্দে কি ব্যবহৃত হয়।
যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সব শব্দে ‘ত্রী’ ব্যবহৃত হয়।
৬.‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে? উ. দ্বিরুক্ত শব্দ দ্বারা বিশেষ্য পদের বিশেষণরূপ ‘সামান্য’ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
৭. ‘খাসখবর’ শব্দটিতে কি অর্থে ‘খাস’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
উ. ‘খাস’ আরবি উপসর্গটি ‘বিশেষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
৮. ‘আপন ভালো পাগলও বোঝে’- এখানে ‘ভালো’ কোন পদ?
উ. বিশেষ্য পদ।
৯.‘শনশন বায়ু বয়’- বাক্যটিতে ‘শনশন’ শব্দটি কোন জাতীয় অব্যয়?
অনুকার/ধ্বন্যাত্নক অব্যয়।
১০. ‘সাতাশ হত যদি একশো সাতাশ’- এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?
উ. নিত্যবৃত্ত অতীত কাল।
১২. Write the opposite gender of the following-
Drake- Duck
Bee-Drone
১৩. Write the Adjective and Adverb of Noun Obligation-
Adjective-obligated or obliged
Adverb- obligatorily
১৪. Write the synonym of the word Instigate- initiate
১৫. The boy reads a book. What kind of verb of reads in the sentence. – Transitive verb
১৬. What is the antonym of satiety – Hunger
১৭. What is the meaning of soft soap- use flattery in order to persuade (তোষামুদে)
১৮. The news will shock you. Make it passive. You will be shocked by the news.
১৯. Make it positive: Zakir is the most brilliant of all student in the class.- No other student is so brilliant as Zakir in the class. Or, (Very few students in the class are as brilliant as Zakir)
২০. Make the sentence simple: He is poor but he is honest.- In spite of his poverty he is honest.
২১. Every mother loves her child change into negative- There is no mother but loves her child
২২. Fill in the blank: I do not feel ——Rahman. – For
২৩. Correct the sentence: All of the men I have ever met, he is the rudest.-To all of the men I have ever met, he is the rudest.
২৪. Make the sentence indirect: He said to them, ” Friends, help me.- He requested to them help him.
২৫. Translate into English: ঠিক মধ্যরাতে দরজায় মৃদু টোকা পড়ল।
৪১. পাখি পালন বিদ্যাকে ইংরেজিতে কি বলে- এভিকালচার
৪২. মাশরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায়না- মাসকারিন
৪৩. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি- ফ্যাদোমিটার
৪৪. সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি?- আলোক শক্তি
৪৫. পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে- ফিশন
৪৬. ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়- কার্বন ডাই অক্সাইড
৪৭. সিমেন্ট তৈরির অন্যতম উপাদান কি- জিপসাম
৪৮. সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত – ১০ নিউটন
৪৯. আদ্রতা ৯০% বলতে কি বুঝায়?- বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
৫০. অম্ল যুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করতে কোন উপাদান প্রয়োগ করা হয়- জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগ করা উচিত
৫১. ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রথম কোথায় স্থাপিত হয়?-চট্টগ্রামের কালুরঘাটে
৫২. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার- প্রমথ চেীধুরীর
৫৩. মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে?- ফয়েজ আহমদকে
৫৪. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যাওয়ার কারণ- কারণ ঐ উচ্চতায় বায়ুর চাপ কম
৫৫. জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে?- জেনোফেন
৫৬. সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী- বায়ু প্রবাহ
৫৭.ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?- জিব্রাল্টার প্রণালী
৫৮. ‘পঞ্চম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে? -তাইওয়ান
৫৯. নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়- মাওরি
৬০. ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি কি বার ছিল?-রবিবার
বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, রেলওয়ে, CGA, NSI ও অন্যান্য চাকরির সাজেশন পেতে জয়েন করুন এই গ্রুপে
সহকারী স্টেশন মাস্টার নিয়োগ প্রস্তুতি নিবেন যেভাবে। ‘সহকারী স্টেশন মাস্টার’ (গ্রেড-১৫)... আরো পড়ুন
Ministry of Railways (MOR) Question Solution 2021 পদের নামঃ অফিস সহায়ক... আরো পড়ুন
বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রশ্ন সমাধান– ২০১৩ প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে... আরো পড়ুন
বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের প্রশ্ন সমাধান – ২০১৬ প্রতিষ্ঠানঃ... আরো পড়ুন
খালাসি পদের নিয়োগ প্রক্রিয়া, প্রশ্নপদ্ধতি ও প্রস্তুতি নিয়ে – বাংলাদেশ রেলওয়ের... আরো পড়ুন
১। Which one is a correct sentence? উত্তরঃ Rahim is as... আরো পড়ুন