চাকরির ভাইভার জন্য এই প্রশ্নগুলো পড়ে যাবেন অবশ্যই
১। থানা ও উপজেলার মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ থানা ও উপজেলা প্রশাসনিক কারনে আলাদা।থানার প্রধান নির্বাহী অফিসার ইনচার্জ(OC) এবং উপজেলার প্রধান উপজেলা নির্বাহী অফিসার(UNO)।
উলেখ্য,উপজেলায় চেয়ারম্যান থাকে ও ভাইস চেয়ারম্যান থাকে।
২। থানা আর মডেল থানা, কোতয়ালী থানার মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ থানার প্রধান দায়িত্বে থাকেন ওসি আর মডেল থানার ASP মডেল থানা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত আর থানা সাধারণ অস্ত্রে সজ্জিত ।বাংলাদেশের প্রথম মডেল থানা-ভালুকা , ময়মনসিংহ।কোতয়ালী থানা – এক সময় জেলা প্রশাসক তথা রাজস্ব কালেক্টটররা রাজস্ব সংগ্রহের জন্য নিয়মিত পুলিশ বাহিনী ব্যতীত দাঙ্গা পুলিশের মতো কোতয়াল বাহিনী দ্বারা কিছু থানা পরিচালিত করত। কোতয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে পারত না তাদের ধরে এনে থানায় রাখত। পরবর্তীতে সেই থানা গুলোই কোতয়ালী থানা হিসেবে পরিচিত হয়েছে।
৩। অববাহিকা বলতে কী বোঝায়?
উত্তর: ভূ-পৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে গাঠনিক কারনে বা অন্যভাবে নিম্নভূমি স্মৃষ্টি হলে এবং সে নিম্নভূমি পলল ধারন করার উপযোগী অবক্ষেপণ মঞ্চে পরিণত হলে তাকে অববাহিকা (basin)বলে।
৪। বেনাপোল ও পেট্রোপোল কী?
উত্তরঃ বেনাপোল (বাংলাদেশ অংশের) ও পেট্রোপোল (ভারত অংশের) দুইটি স্থলবন্দর।
৫। অভিবাসী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ যখন কেউ নিজ দেশ ত্যাগ করে অন্য
কোন দেশে শিক্ষা,ব্যবসা, চাকুরি,শ্রম , গবেষণা ইত্যাদির জন্য স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের উদ্দেশ্যে পাড়ী জমায় তখন তাকে অভিবাসী বলে আর রাজনৈতিক,সামাজিক, জাতিগত বিভিন্ন নিরাপত্তাগত কারণে নিজ ভূমি ছেড়ে বা আশ্রয়ের সন্ধানে অন্য কোন দেশে অস্থায়ীভাবে অবস্থানকৃত জনসমষ্টিকে শরণার্থী বলে।
৬। বামপন্থী ও ডানপন্থী বলতে কী বোঝায় ?
উত্তরঃ প্রগতিশীল মতবাদ ও সমাজতন্ত্রের এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীদের বামপন্থী বলে । অপরপক্ষে গণতান্ত্রিক ,পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং ধর্মীয়
প্রতি অতি বিশ্বাসীদের ডানপন্থী বলে।
৭। একাডেমি ও ইনস্টিটিউটের এর মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাধারণত মৌলিক , প্রথাগত , কারিগরি বা সামরিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানকে একাডেমি বলে। যেমন-বাংলা একাডেমি,মেরিন একাডেমি।
অপরপক্ষে পেশাগত বা ব্যবস্থাপনাগত উন্নয়নমূলক শিক্ষা প্রদানকারী বা কোন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট বলে ।
যেমন- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ
ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, Institute of Business Administration.
৮। ট্যাবলয়েড পত্রিকা কাকে বলে ?
উত্তরঃ সাধারণত যে সাইজের পত্রিকা ছাপা হয় তার চেয়ে অর্ধেক সাইজের পত্রিকাকে ট্যাবলেট পত্রিকা বলে । যেমন: মানবজমিন ।
৯। অধিদপ্তর ও পরিদপ্তরের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাধারণত মন্ত্রণালয়ের অধীনস্থ এক বা একাধিক দপ্তরকে অধিদপ্তর বলে, যার প্রধান হলেন মহাপরিচালক।
যিনি অতিরিক্ত সচিবের মর্যাদাসম্পন্ন অন্যদিকে
অধিদপ্তরের অধীনস্ত এক বা একাধিক দপ্তরকে পরিদপ্তর বলে যার প্রধান হলেন পরিচালক। যিনি
একজন যুগ্ম সচিব বা উপ সচিবের মর্যাদাসম্পন্ন।
১০। ক্ষুদ্র নৃ-গোষ্টি ও উপজাতির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / আদিবাসী : কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়। উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।
উত্তরঃ বইয়ের পাতার ডানদিকের পৃষ্ঠাকে Recto বলে আর বইয়ের পাতার বামদিকের পৃষ্ঠাকে Verso বলে ।
Verso গুলোতে জোড় সংখ্যা এবং Recto গুলোতে বিজোড় সংখ্যা থাকে।
১২। নদী ও নদের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাধারণত বাংলা , হিন্দি ,ফার্সি ইত্যাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ অ-কারান্ত এবং নারী বাচক শব্দ আ কারান্ত বা ই , ঈ -কারান্ত হয়।
যেমন- নদ-নদী , কুমার-কুমারী ইত্যাদি। সুতরাং যে সকল নদীর নাম পুরুষবাচক সেগুলোর পর নদ থাকে ।
যেমন: নীলনদ , কপোতাক্ষ নদ , ব্রহ্মপুত্র নদ এবং ‘যেসকল নদীর নাম স্ত্রীবাচক সেগুলোর পর নদী থাকে
যেমন: পদ্মা নদী,মেঘনা নদী ইত্যাদি।
১৩। মহীসোপান ও মহীঢাল বলতে কী বুঝায় ?
উত্তরঃ পৃথিবীর মহাদেশগুলোর চতুর্দিকে স্থলভাগের যে অংশ অল্প অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে
গেছে , তাকে মহীসোপান বলে।
আর মহীসোপানের শেষ সীমা থেকে ভূ-ভাগ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীরে তলদেশের সাথে মিশে যাওয়া অংশকে মহীঢাল বলে।
১৪। মহাসাগর,সাগর, উপসাগর , হ্রদের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ মহাসাগর- বিস্তীর্ন বিশাল জলরাশি যার সীমা নির্ণয় করা প্রায় দু:সাধ্য তাকে মহাসাগর। সাগর- মহাসাগরে চেয়ে ছোট বিস্তীর্ন জলরাশিকে সাগর বলে ।
উপসাগর- যে সাগরে তিনদিক স্থল সীমানা দ্বারা পরিবেষ্টিত তাকে উপসাগর বলে। হ্রদ -সাগরের
চেয়ে ছোট বিস্তীর্ন জলরাশি ৪দিকে স্থল সীমানা দ্বারা
১৫। ব্যক্তিস্বাতন্ত্রবাদ কি?
উত্তরঃ এই মতবাদের মূলনীতি ব্যক্তিস্বাধীনতা।
উত্তরঃ অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ।
উত্তরঃ ফ্যাসিবাদের মুখ্যনীতি জনগনের জন্য রাষ্ট্র নয় রাষ্ট্রের জন্য জনগন। রাষ্ট্রই সকল ক্ষমতার অধিকারী,ব্যক্তি নয়।
উত্তরঃ কোন জাতি বা সমাজের জাতীয় সংহতি বজায় রাখাকেই জাতীয়তাবাদ বলে।
উত্তরঃ কার্ল মার্কস এর মতবাদ ধনতান্ত্রিক, রাজতন্ত্র উচ্ছেদ করে শ্রেনী বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এর
২০। অ্যাডাল্ট ফ্রাঙ্কাইজ বলতে কি বুঝায়?
উত্তরঃ জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ ও মহিলা ভোটারদের ভোট অধিকার।
উত্তরঃ জাতিগত বা বর্ণগত বৈষম্য কে অ্যাপার্ট হেড বলে।
উত্তরঃ অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোন কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য করা।
ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছে কয়েকটি অঙ্গ রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত, যার ক্ষমতা কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের মধ্যে সাংবিধানিকভাবে বণ্টন হয়।যেমন
কয়েকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মিলিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে কনফেডারেশন বলে।
২৫। অ্যাটর্নী জেনারেল বলতে কি বুঝ?
একটি দেশের সরকারের প্রধান আইনজীবীকে।
কূটনৈতিক, বিভিন্ন দেশের সাথে চুক্তির পূর্বে শত্রুতা না করে আলোচনা বা চুক্তি ব্যবস্থা কৌশল।
২৭।। ডিপ্লোমেটিক ইলনেস কি?
উত্তরঃ কোনো অনুষ্ঠান বা সভায় যোগদান না করার অজুহাতে অসুস্থতার কে ডিপ্লোমেটিল ইলনেস বলে।
উত্তরঃ এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের প্রেরিত শ্রেনীর কূটনীতিকই হলো রাষ্ট্রদূত।
২৯। ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স ‘ কি?
উত্তরঃ একজন রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রদান।
উত্তরঃ একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের প্রেরিত সর্বোচ্চ শ্রেনীর কূটনীতিকদের অ্যাম্বাসেডর বলা হয়।
উত্তরঃ কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেনীর
কূটনীতিকদের হাইকমিশনার বলা হয়।
পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধীদলের সদস্যদের মধ্যে সংঘবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত।
কূটনৈতিক পরিভাষায় একে সাধারণ আন্তর্জাতিক দলিল বুঝায়।আন্তর্জাতিক সভা-সমিতির কার্য বিবরণী।
৩৪। তৃতীয় বিশ্ব কোন দেশদের বলা হয়?
স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বে উন্নয়নশীল দেশ।
স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা।
একই রাষ্ট্রের দুই শক্তির শাসন ব্যবস্থা।
কোন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী।
কোন দেশের স্থল,বিমান ও নৌবাহিনীর সম্মিলিত সৈন্যদল।
উত্তরঃ বিবাদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র,কম শক্তিসম্পন্ন স্বাধীন ও
উত্তরঃ কোন বিষয়ে জনমত যাচাইয়েরউদ্দেশ্যে কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক বেসরকারি গৃহীত ভোট।
উত্তরঃ প্রতিবেশি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র।
পুলম একটি সাধারণ চুক্তি ফর্মের উৎপাদন পরিমান নির্দিষ্ট করে দেয় কিন্তু প্রত্যেক ফার্মেই তার নিজ নিজ
সত্তা বজায় রাখে এবং পরিচালনায় উৎপাদন কার্য চালায়।
উত্তরঃ একটি স্ব-গঠিত সমিতি যা গোপনে রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত হয়।
উত্তরঃ কোন বিতর্কিত প্রশ্নে রাষ্ট্রের ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষ ভোট।
উত্তরঃ রাষ্ট্রের বিরুদ্ধে কোন অপরাধের জন্য রাষ্ট্রের প্রধান বা কোন মন্ত্রী পার্লামেন্টে বা এজন্য গঠিত উচ্চ
ট্রাইব্যুনাল বিশেষ বিচার।
৪৬। পঞ্চম বাহিনী ( 5th column) কি?
উত্তরঃ যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য করে।
উত্তরঃ একনায়কতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত।
উত্তরঃ দুই দেশের মধ্যে বিরাজমান কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা।
উত্তরঃ জনগন দ্বারা নিয়ন্ত্রিত শাসনব্যবস্থা, যেখানে জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে।
উত্তরঃ আইনগত নতুন সরকার বা রাষ্ট্রকে
৫১। ডী ফ্যাকটো বলতে কি বুঝায়?
উত্তরঃ বাস্তবিকপক্ষে নতুন সরকার বা রাষ্ট্রের রীতিসিদ্ধ স্বীকৃতির পূর্বেই যে কোন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার জন্য বিধিবদ্ধ আইন।
উত্তরঃ শাসকদল অথবা বিরোধীদলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেন।
৫৩। আমলাতন্ত্র বলতে কি বুঝায়?
উত্তরঃ আমলাদের দ্বারা পরিচালিত সরকার।
৫৪। বুর্জোয়া বলতে কি বুঝায়?
উত্তরঃ মধ্যবর্তী সম্প্রদায়, মার্কসিস্টদের মতে যারা মালিক শ্রেনীকে পছন্দ করে না এবং তাদেরকে শোষণ করে তারাই বুর্জোয়া।
৫৫। বহি:সমর্পণ চুক্তি বা Extradition Treaty কি?
উত্তরঃ বহি:সমর্পণ চুক্তি হলো এক দেশের
অপরাধীকে অন্যদেশ চুক্তির মাধ্যমে তার নিজ দেশে ফেরত পাঠানো।
উত্তরঃ নীল মলাটে বাধানো ইংল্যান্ডের ব্যবস্থাপক সভার বা খাস রাজসভার বিবরনী পুস্তক।
৫৭। ব্লাক স্মার্ট কাদের বলা হয়?
উত্তরঃ ইতালির মুসোলিনের ফ্যাসিস্ট দল।
উত্তরঃ যখন কোন রাজনৈতিক শরণার্থী অন্য কোন দেশে আশ্রয় নেন তখন তাঁকে রাজনৈতিক আশ্রয় বলে।
৫৯। বাই ক্যামের্যাল লেজিসলেটার শব্দটি দ্বারা কি বুঝায়?
উত্তরঃ যে কোন দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
উত্তরঃ অন্ধদেশ প্রেম বা উগ্র স্বদেশিকতা।
উত্তরঃ জরুরি অবস্থা মোকাবেলার জন্য
রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত আইন।
৬২। কুয়োমিনটাং কাদের বলা হয়?
উত্তরঃ চীনা জাতীয় বিপ্লবী দল।
উত্তরঃ রাশিয়ায় যারা কার্ল মার্ক্স মতবাদের বিশ্বাসী।
উত্তরঃ PL-480 হচ্ছে পাবলিক -ল ৪৮০। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য প্রদান সংক্রান্ত একটি আইন।
৬৫। দ্বীপ ও অন্তরীপ মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ সাগরের মাঝে যখন স্থল জেগে ওঠে তখন তাকে দ্বীপ বলে যার চারদিকেই পানি দ্বারা বেষ্টিত
আর যখন কোন দ্বীপ স্থলের সাথে সংযোগ থাকে তখন তাকে অন্তরীপ বলে ।
৬৬। ঐতিহাসিক রাজধানী কাকে বলে ?
উত্তরঃ যেসব রাজধানী কোন রাষ্ট্রের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রীয় হিসেবে কয়েকশত বছর ধরে টিকে
আছে এবং রাষ্ট্রের বিবর্তনে এর ঐতিহাসিক ভূমিকা থাকে তাকে ঐতিহাসিক রাজধানী বলে। যেমন:
ঢাকা,করাচি, দিল্লি ,রোম ।
৬৭ । পঞ্চম স্তম্ভ বা ফিফথ এস্টেট বলতে কী বোঝায় ?
উত্তরঃ আধুনিক যুগে ব্লগিংকে যে কোনো রাষ্টের পঞ্চম স্তম্ভ বলা হয়। তবে কেউ কেউ ইন্টারনেট প্রযুক্তির
আওতায় থাকা প্রতিটি মানুষকেই পঞ্চম স্তম্ভ বলে। উল্লেখ্য,আধুনিক রাষ্ট্রব্যবস্থায় স্বীকৃত চারটি স্তম্ভ
হলো -আইন ,বিচার , নিবার্হী বিভাগ এবং সংবাদপত্র ।
৬৮। থ্রাস্ট সেক্টর বলতে কী বোঝায় ?
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে সরকার অনেক সময় বিভিন্ন সেক্টর বা অগ্রাধিকারপ্রাপ্ত খাতকে বলা হয় । যেমন: বাংলাদেশ রপ্তানিযোগ্য পণ্যের বিবেচনায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত দ্রব্য ইত্যাদি থ্রাস্ট সেক্টর হিসেবে ধরা হয়।
৬৯। বিদ্যুতের ক্ষেত্রে ‘গ্রিড ‘ দ্বারা কী বোঝানো হয় ?
উত্তরঃ উচ্চ ভোল্টেজ সমৃদ্ধ জাতীয়তাবাদী ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ ক্ষমতার বণ্টনের ব্যবস্থা হলো গ্রিড।
৭০। অপেরা দ্বারা কী ধরণের সাহিত্যকে বোঝানো হয়?
উত্তরঃ সঙ্গীতপ্রধান নাটকের সাধারণত অপেরা বলা হয়। অপেররার কাহিনি ও চরিত্র পরিকল্পনা করতে হয়
সঙ্গীতকে উপযোগী করে,যা মূলত রঙ্গমঞ্চে উপস্থাপনার জন্যই রচিত হয় অনেকে যাত্রাপালাকে অপেরা হিসেবে অভিহিত করেন। বাংলা ভাষার প্রথম অপেরা শকুন্তলা।
৭১। কম্পিউটারের ক্ষেত্রে’কার্নিং’ বলতে কি বোঝায়?
উত্তরঃ ডকুমেন্টে অক্ষর টাইপ করার সময়টানমস্কার ইপকৃত অক্ষরগুলোর সাধারন দুরত্বপনমস্কার রিবর্তনের প্রক্রিয়া হল কার্নিং।
উত্তরঃ নীলা এক ধরনের নীল স্বচ্ছ মুল্যবানমণি। তবে অপ্ল পরিমানে আয়রণ ও টাইটেনিয়াম থাকলে এটা হলুদ,বাদামী,সবুজ,গোলাপি,কমলা ইত্যাদি রঙের হয়ে থাকে।
উত্তরঃ ফাইবার গ্লাস হল খুব সুক্ষ্ম কাচের বস্তু। এর ব্যাস এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগেরও কম।গাড়ির বিভিন্ন অংশ ও অন্যান্য দ্রব্য তৈরিতে এটা ব্যবহৃত হয়।