আজ বৃহস্পতিবার ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এসএসসি ( ভোকেশনাল) শিক্ষাক্রমের এমপিও সংক্রান্ত কাজে কাগজপত্রের তালিকা
(এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য)
০১।জেলা শিক্ষা কর্মকর্তার মতামতসহ অগ্রায়ন পত্র।
০২। সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র।
০৩। এমপিওভূক্তি সংক্রান্ত মূল আবেদন ফরম (পূরণ কৃত)।
০৪। শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনের সংক্ষিপ্ত তথ্যের হার্ড ও সফট কপি (পূরণ কৃত)।
০৫। ৩০০/- (তিনশত) টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরে সকল তথ্য সঠিক মর্মে অঙ্গীকারনামা থাকতে হবে।
০৬। গণবিজ্ঞপ্তির কপি
০৭। নিয়োগ সংক্রান্ত সকল রেজুলেশন। ক) শূন্য পদের চাহিদা প্রদান। খ) নিয়োগ অনুমোদন গ) যোগদান অনুমোদন
০৮। নিয়োগের জন্য সুপারিশপত্র।
০৯। এনটিআরসিএ কর্তৃক নিয়োগের জন্য নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র( ই রিকুইজিশন, মেধা তালিকা, নিয়াগ কনফারমেশন পত্র, পদের ধরণ ( এমপিও/ নন এমপিও)
১০। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্র। (সংশ্লিষ্ট বোর্ড/ বিশ্ববিদ্যালয় কর্র্তৃক ভেরিফিকেশেন সহ)
১১। নিয়োগ পত্র।
১২। যোগদান পত্র।
১৩। বাকাশিবো কর্তৃক গঠিত নিয়োগ বাছাই কমিটির পত্র(প্রযোজ্য ক্ষেত্রে)
১৪। ডিজি’র প্রতিনিধি মনোনয়ন পত্র।(প্রযোজ্য ক্ষেত্রে)
১৫। প্রতিষ্ঠানের ১ম ও শেষ এমপিও কপি।
১৬। ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীর পূর্ববর্তী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর ১ম ও শেষ এম.পি.ও কপি,ছাড়পত্র, অভিজ্ঞতা সনদ
১৭। নিবন্ধন সনদ পত্র।
১৮। নিয়োগকালীন ও হালনাগাদ ম্যানেজিং কমিটি অনুমোদনের কপি (সংযুক্ত প্রতিষ্ঠান হলে বাকাশিবো প্রতিনিধি অনুমোদনসহ)।
১৯। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি।
২০। ইনডেক্সধারীর বেলায় সর্বশেষ বেতন উত্তোলনের ব্যাংক প্রত্যয়ণপত্র।(নন ড্রয়াল সনদ)
২১। ব্যাংক একাউন্ট খোলার প্রত্যয়ন পত্র।
২২। প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখা খোলার এমপিও ভুক্তির সরকারী আদেশ (জিও)।
২৩। বাকাশিবো কর্তৃক ট্রেড খোলার অনুমতি পত্র ও স্বীকৃতি পত্র।
২৪। বাকাশিবো কর্তৃক ট্রেড অ্যাফিলিয়েশনের নবায়নের সর্বশেষ কপি।
২৫। তথ্য ছক (ফরম-১) পূরণ করতে হবে।
২৬। বিশ কলাম ছক(ফরম-২) পূরণ করতে হবে।
২৭। শিক্ষক-কর্মচারী নিয়োগের তথ্যাবলী ( ফরম-৩ ) পূরণ করতে হবে।
২৮। বিষয় ভিত্তিক শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা(ফরম-৪) পূরণ করতে হবে।
২৯। নব নিযুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য (ফরম-৫) পূরণ করতে হবে।
৩০। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বিবরণী ছক (ফরম-৯) পূরণ করতে হবে।
৩১। প্রতিষ্ঠানের ট্রেড বিষয় ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যার তালিকা (ফরম-১০) পূরণ করতে হবে।
(বাকাশিবো রেজিষ্টেুশনের প্রমানক RIF)
৩২। বিগত ০৩ বৎসরের বোর্ড ফাইনাল পরীক্ষার ফলাফল। বাকাশিবো অনলাইন ফলাফলের প্রমানক)
৩৩। মামলা নেই মর্মে প্রত্যয়ন পত্র। (প্রতিষ্ঠান/ম্যানেজিং কমিটি/নিয়োগ সংক্রান্ত মামলা নেই মর্মে প্রত্যয়ন
এমপিও আবেদন প্রেরণ সংক্রান্ত কাজে সহযোগিতা করা যেতে পারে। জয়েন করুন এই গ্রুপে https://www.facebook.com/groups/503394390065583/?ref=share
শিক্ষক নিবন্ধন ছাড়া এমপিওভুক্ত শিক্ষক হওয়া যায়না। তাই যারা শিক্ষক হতে... আরো পড়ুন
NTRCA এর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকরা চাকরিতে যোগদানের... আরো পড়ুন
শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়- ১)স্কুল ২)স্কুল... আরো পড়ুন
প্রাইমারি বনাম এমপিওভুক্ত কলেজের প্রভাষক- প্রাথমিক সহকারী শিক্ষক : মূল বেতন-১১০০০... আরো পড়ুন