আজ বুধবার ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
★Gerund Vs Present participle চেনার ৩ টি সহজ উপায়, এবং একটা গোপন সূত্র ★
অামাদের Pronoun এর ব্যবহার এবং Grammar এর অনেক ক্ষেত্রে Gerund অার Present Participle এর সুক্ষ পার্থক্য লাগে।অাজ জেনে নিই, এ দুটি কী এবং কিভাবে পার্থক্য করব।
1.Gerund এবং participle দুটিই Non finite Verb।দুটির সাথেই ing যুক্ত থাকে। তবে Gerund Noun এর কাজ করে অার Present participle Adjective এর কাজ করে।যেমন – I don’t like his Shouting at me. (চিৎকার -Noun -Gerund)
I heard him shouting at me (চিৎকার অবস্থা -Adjective)
বুঝেন নাই? অারো সহজ করে বলি –
২.যখন Sentence এর কথাটা বলি কাজটা যদি তখনই ঘটে, তাহলে Participle, না ঘটলে Gerund.অাগের বাক্যগুলো খেয়াল করেন-
I don’t like his Shouting at me (তখন কেউ চিৎকার করছে না,তাই এটা Gerund)
I heard him Shouting at me (তখন সে চিৎকার করছিল, তাই এটা Present participle)
এখনও বুঝতে সমস্যা? অারে ব্যাপার না, এবার থেকে Gerund অার present Participle বুঝবেন মাত্র ২ সেকেন্ডে।
৩. See, Notice, Watch, Observe-( সবগুলোর কাছাকাছি অর্থ -দেখা)
Hear, listen-(শোনা)
Catch, keep, find
এই ৯ টা শব্দ Verb_ing(Non finite verb) এর অাগে থাকলে participle, না থাকলে Gerund.যেমন –
♣ Rahim heard him Calling me (heard অাছে, তাই participle)
♣I dislike your laughing loud.(৯ টির একটিও নেই তাই Gerund)
♣ He observed them Coming out of this home. (Observed অাছে, তাই Participle)
♣She objects to my going there. (৯ টির মধ্যে একটিও নেই তাই Gerund)
এবার বুঝতে সমস্যা হবে না জানি 😃😃
[Nota bene : Present Participle এর অাগে Object pronoun এবং Gerund এর অাগে possessive adjective বসে।]
শেয়ার করে পোস্টটি রেখে দিন নয়তো হারিয়ে যেতে পারে।
চাকরীর প্রস্তুতি গ্রুপে যুক্ত হোন।। https://www.facebook.com/groups/780572335479000/
উত্তর পেয়েই সাথে সাথে খাতায় লেখা শুরু করবেন না। এইভাবে যখন... আরো পড়ুন
➤Rule-1 ⇨শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K... আরো পড়ুন
যেকোন নিয়োগ পরীক্ষার ইংরেজিতে ভালো না করে সফলতা পাওয়া কঠিন। নিয়মিত... আরো পড়ুন
Completing Sentence “এই গুলোর বাইরে একটাও পড়ার দরকার নেই, ১মার্ক নিশ্চিত... আরো পড়ুন
১০০ ইংরেজি শর্ট ডায়ালগ যা প্রায়ই ব্যবহৃত হয় What’s up –... আরো পড়ুন
ইংরেজির গৎবাঁধা নিয়ম আর ভোকাবুলারির (শব্দভান্ডার) লম্বা ফর্দের বাংলা অর্থ মুখস্থ... আরো পড়ুন