অল্প সময়ে সমাজকর্মী উন্নয়ন পদের প্রস্তুতি যেভাবে নিবেন

সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত (এমসিকিউ) যাদেরে টার্গেট তারা পড়ুন।
এই নিয়োগ পরীক্ষার ধরন, প্রশ্ন পদ্ধতি, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও প্রস্তুতি নিয়ে যেভাবে নিবেন।
#সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে, মান ৭০।
প্রশ্ন হবে বাংলা (২০ নম্বর), ইংরেজি (২০), গণিত (১৫) ও সাধারণ জ্ঞান (১৫) বিষয়ের ওপর। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে (ক্ষেত্রবিশেষে জেলা পর্যায়ে)।
– বাংলা : ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধ, বিরামচিহ্ন, প্রকৃতি, কারক।
– সাহিত্য : যুগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
– ইংরেজি : Parts of Speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and Idioms, Correct Spelling.
– #গণিত : মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু,মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ।
– #সাধারণ জ্ঞান : মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, মেট্রো রেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলি।
যেসব প্রশ্ন দেখতে পারেন বিগত বছরগুলোতে (অন্তত সর্বশেষ সাত বছর) সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন।
#সমাজসেবা অধিদপ্তর চাকরি প্রস্তুতি গ্রুপে জয়েন দিয়ে রাখুন।