আজ বৃহস্পতিবার ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমেই বলে রাখি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা খুবই প্যারাডক্স টাইপের। খুবই সহজ আবার খুবই কঠিন।
এই পরীক্ষায় ভালো করা আর উত্তীর্ণ হওয়া অনেক সময় একসাথে কাজ করেনা। তবে ভালো করলে পাস করবেন যদি আপনার জোনে শূণ্যপদ খালি থাকে। আর যদি পরীক্ষায় খারাপ করেন তাহলে পাস করার চান্স খুবই কম।
একবারে পাস করার কিছু টেকনিক শেয়ার করছি। এগুলো অনুসরণ করলে পরীক্ষা সহজ হবে।
১) হাতের লেখা সুন্দর করে লেখার চেষ্টা করবেন।
২) কোটেশন বা উক্তির প্রয়োগ করবেন (সঠিক রেফারেন্সসহ)। কারণ যিনি খাতা দেখবেন তিনি এ বিষয়ের একজন এক্সপার্ট।
৩) গুছিয়ে লেখার চেষ্টা করবেন।
৪) নীল বলপেন ইউজ করতে পারেন হাইলাইট করার জন্য। তবে তা সীমাবদ্ধ আকারে করবেন।
৫) উল্টাপাল্টা লিখবেন না। কারণ একাডেমিক আর চাকরির রিটেন আলাদা।
৬) টু দ্যা পয়েন্ট লিখবেন।
৭) দেশ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কোন লেখা লিখবেন না।
৮) প্রশ্ন ভালো করে পড়ে বুঝে লিখবেন।
৯) সময় যথাযথ মেইনটেইন করবেন।
১০) আপনার নিজের লেখার স্বকীয়তা বজায় রাখবেন।
আরও বিস্তারিত পরামর্শ পেতে এখানে ক্লিক করুন
লেখক: মো. সাদিকুল ইসলাম (সাদিক), প্রভাষক (ইংরেজি)
ক্যারিয়ার স্পেশালিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব

নীল বাটনে ক্লিক করলে ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে স্কুল পর্যায় ২... আরো পড়ুন

#NTRCA কর্তৃক শিক্ষক নিয়োগের জন্য সদ্য সুপারিশ প্রাপ্তদের পরবর্তী করণীয়:- ১.... আরো পড়ুন

১৭তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার অনেক আগে হয়েছে। তবে চলমান করোনা ভাইরাসের... আরো পড়ুন

প্রাইমারি বনাম এমপিওভুক্ত কলেজের প্রভাষক- প্রাথমিক সহকারী শিক্ষক : মূল বেতন-১১০০০... আরো পড়ুন

নতুন MPO করার জন্য যেসব ডকুমেন্টের প্রয়োজন তার বিস্তারিত বর্ননা নিম্নে... আরো পড়ুন

নীল লেখাতে ক্লিক করুন। ডাউনলোড হয়ে যাবে। ১৭তম শর্ট সাজেশন ২০২২ আরো পড়ুন