(১) ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে?
উত্তর : ৫ আগস্ট ২০২৪
(২) ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(৩) বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতির নাম কি ?
উত্তর : বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
(৪) দক্ষিণ এশিয়ায় ড. ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী?
উত্তর : দ্বিতীয়
(৫) ”সামাজিক ব্যবসা” ধারণাটির প্রবক্তা কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(৬) ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(৭) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৮৩ সালে
(৯) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(১০)বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?
উত্তর : আগারগাঁও
(১১) বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর : রাজশাহী
(১২) কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর : সিয়েরা লিয়ন
(১৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
(১৪) বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
উত্তর : ১০:৬ বা ৫:৩
(১৫) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
(১৬) রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে
উত্তর : সুশীল সমাজ
(১৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তর : ৪টি
(১৮) বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ?
উত্তর : ৪ টি
(১৯) বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি?
উত্তর : শাপলা
(২০) বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন?
উত্তর : অ্যাটর্নি জেনারেল
(২১) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(২২) বাংলাদেশের সর্বোচ্চ আইন কি ?
উত্তর : বাংলাদেশের সংবিধান
(২৩) বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে
(২৪) বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন?
উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(২৫) বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?
উত্তর : ১৯৭৪ সালে
(২৬) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর : ভারত
(২৭) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ?
উত্তর : ইরাক
(২৮) বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে কত সালে?
উত্তর : ১৯৭২ সালে
(২৯) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তর : নারিকেল জিনজিরা
(৩০) কোন সংস্থা সুন্দরবনকেকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষনা দিয়েছে?
উত্তর : ইউনেস্কো
(৩১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৫৫ সালে
(৩২) বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন?
উত্তর : ড. মাকসুদুল আলম
(৩৩) বাংলাদেশের আর্থিক বছর কোনটি?
উত্তর : জুলাই- জুন
(৩৪) বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়?
উত্তর : ৩০ নভেম্বর
(৩৫) বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : পাবনা
(৩৬) Making of a Nation Bangladesh গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : নুরুল ইসলাম
(৩৭) বাংলাদেশ ‘ডেল্টা প্ল্যান’’ এর সময়সীমা কত সাল নাগাদ?
উত্তর : ২১০০
(৩৮) বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?
উত্তর : ১৯১১ সালে
(৩৯) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২১ সালে
(৪০) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার কে?
উত্তর : রোহানি বাহারিন
(৪১) সংসদে Casting Vote কি ?
উত্তর : স্পিকারের ভোট
(৪২) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
উত্তর : পুণ্ড্র
(৪৩) বিশ্বের কোন দেশে প্রথম AI হাসপাতাল চালু হয় ?
উত্তর : চীন
(৪৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি
উত্তর : নীলনদ
(৪৫) PPP- এর পূর্ণরূপ কী ?
উত্তর : Public-Private Partnership
(৪৬) ফাইভ এস কোন খেলার সাথে জড়িত ?
উত্তর : হকি
(৪৭) সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ফ্যাদোমিটার
(৪৮) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তর : বৃহস্পতি
(৪৯)জাতীয় বস্ত্র দিবস কত তারিখ?
উত্তর :৪ ডিসেম্বর
(৫০) রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৬৩ সালে
(৫১) বিশ্বের সর্বাধিক ভাষার দেশ ?
উত্তর : পাপুয়া নিউগিনি
(৫২) পৃথিবীর প্রাচীনতম ভাষা ?
উত্তর : হিব্রু
(৫৩) লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
উত্তর : ভারত ও পাকিস্তান
(৫৪) NATO এর সদর দপ্তর কোথায়?
উত্তর : বেলজিয়াম
(৫৫) গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত?
উত্তর : কিউবা
(৫৬) বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(৫৭) ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কে বলেছেন?
উত্তর : চণ্ডীদাস
(৫৮) দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত?
উত্তর : পানামা খাল
(৫৯) পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : এশিয়া মহাদেশে
(৬০) আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় ?
উত্তর : ১৯১৯ সালে
(৬১) প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ?
উত্তর : উড্রো উইলসন
(৬২) বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?
উত্তর : রংপুর
(৬৩) চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম –
উত্তর : ফা-হিয়েন
(৬৪) স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ?
উত্তর : চীন
(৬৫) কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় ?
উত্তর :তিউনিশিয়া
(৬৬) OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেদ্দা
(৬৭) তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তর : কায়রো, মিশর
(৬৮) বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম ?
উত্তর : বান্দরবান জেলায়
(৬৯) হাজার হ্রদের দেশ’ নামে পরিচিত কোন দেশ?
উত্তর : ফিনল্যান্ডে
(৭০) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি
উত্তর : বরেন্দ্র জাদুঘরবরেন্দ্র জাদুঘর
(৭১) ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে ?
উত্তর : ১৭৮৯ সালে
(৭২) বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত
উত্তর : সৈয়দপুর
(৭৩) বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?
উত্তর : স্পারসো
(৭৪) কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত ?
উত্তর : নিরাপত্তা পরিষদ
(৭৫) শালবন বিহার কোথায় অবস্থিত
উত্তর : কুমিল্লার ময়ানমতি
(৭৬) গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
উত্তর : যুক্তরাজ্য
(৭৭) জাপানের পার্ল হারবার আক্রমণ করে
উত্তর : ৭ ডিসেম্বর, ১৯৪১
(৭৮) স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?
উত্তর : নাগাসাকি, জাপান
(৭৯) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর : চার্লস উইলকিন্স
(৮০) ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
উত্তর : জেদ্দা
(৮১) এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : ম্যানিলা
(৮২) সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : নয়াদিল্লি
(৮৩) বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
উত্তর : হালদা নদী
(৮৪) ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত
উত্তর :লিও, ফ্রান্স
(৮৫) আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি?
উত্তর : রাশিয়া
(৮৬) ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ?
উত্তর : ৩২টি
(৮৭) দাস প্রথা বিলুপ্ত করেন কে ?
উত্তর : আব্রাহাম লিংকন
(৮৮) বিশ্বকাপ ফুটবল ২০৩৪ অনুষ্ঠিত হবে ?
উত্তর : সৌদি আরব
(৮৯) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ?
উত্তর : ট্রিগভেলি
(৯০) ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ?
উত্তর : যুক্তরাজ্য
(৯১) ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড” নিয়ে যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২
(৯২) চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি ?
উত্তর : বরিশাল
(৯৩) ‘গোল্ডেন ট্রায়াঙ্গাল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?
উত্তর : মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
(৯৪) বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়
উত্তর : ১০ ডিসেম্বর
(৯৫) মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে ?
উত্তর : ১৯৫৬ সালে
(৯৬) রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা ?
উত্তর : যুক্তরাজ্য
(৯৭) কত সালে আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ?
উত্তর : ১৯৬৭ সালে
(৯৮) হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
উত্তর : সিন্ধু
(৯৯) জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর নাম ?
উত্তর : UNCAC
(১০০) গ্রীন মানি বলা হয় কোন মুদ্রাকে
উত্তর : ডলার
(১০১) ‘দ্যা পলিটিক্স’ গ্রন্থের লেখক কে?
উত্তর :এরিস্টটল
(১০২) কম্পিউটারের ব্রেইন হলো ?
উত্তর : মাইক্রোপ্রসেসর
(১০৩) পানামা খাল কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা
(১০৪) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
উত্তর : ৩ ডিসেম্বর
(১০৫) প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে ?
উত্তর : ১৯১৪ সালে
(১০৬) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?
উত্তর : ১৩৪৬ সালে
(১০৭) কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ?
উত্তর : ইউক্রেন
(১০৮) গ্রিনপিস (Green Peace)কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
উত্তর : নেদারল্যান্ড
(১০৯) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
(১১০) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর : শ্রীমাভো বন্দরনায়েকে
(১১১) কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : মেক্সিকো
(১১২) প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৭৫ সালে
(১১৩) জাতিসংঘ দিবস পালিত হয় কবে ?
উত্তর : ২৪ অক্টোবর
(১১৪) বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তর : দিনাজপুর
(১১৫) নিরাপদ মাতৃত্ব দিবস ?
উত্তর : ২৮ মে
(১১৬) বাংলাদেশের ৫০ তম নদী বন্দর কোনটি
উত্তর : ভোলাগঞ্জ, সিলেটে
(১১৭) জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর : আনালিনা বেয়ারবক.